IPLর খেলা আছে,তাই কুলিং অফ তুলে ডিভোর্স চাইলেন চাহাল! আবেদন মানল হাইকোর্ট, বৃহস্পতিবারই নিম্ন আদালতকে মামলা শোনার অনুরোধ
Updated: 19 Mar 2025, 10:15 PM IST Moinak Mitra 19 Mar 2025 Yuzvendra Chahal, IPL, Indian Premier League, Indian Cricket, dhanashree verma, dhanashree verma yuzvendra chahal divorce, বিবাহ বিচ্ছেদ, যুজবেন্দ্র চাহাল, ধনশ্রী বর্মা, ক্রিকেট, আইপিএল, ক্রিকেটার, হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, চাহাল-ধনশ্রী, ডিভোর্স, ইন্ডিয়ান প্রিমিয়র লিগফেব্রুয়ারি মাসেই ভারতীয় দলের ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল এবং তাঁর স্ত্রী ধনশ্রী বর্মা বিবাহবিচ্ছেদের আবেদন জানান। এবার নির্ধারিত সময়ের আগেই বিবাহ বিচ্ছেদের মামলার নিষ্পত্তি চাইলেন চাহাল। ২৫ মার্চ গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে পঞ্জাব কিংসের।
পরবর্তী ফটো গ্যালারি
