সাম্প্রতিক সময়ে বর্ডার-গাভাসকর ট্রফিতে পারফরমেন্সের বিচারে অস্ট্রেলিয়াকে ছাড়িয়ে গিয়েছে ভারত। ভারতীয় দল ২০১৮-১৯ এবং ২০২০-২১ মরশুমে অস্ট্রেলিয়ায় দুটি জয় সহ শেষ চারটি সিরিজে জয়লাভ করেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার পাঁচটি সিরিজের তুলনায় ভারত এখন দশটি সিরিজ জয় নিয়ে এগিয়ে আছে। অস্ট্রেলিয়ার সর্বশেষ সিরিজ জিতেছিল ২০১৪-১৫ মরশুমে।
ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন রিকি পন্টিং
অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং ভারতীয় ব্যাটসম্যানদের প্রশংসা করেছেন। বিদেশের ব্যাটিং কন্ডিশনের সঙ্গে ভারতীয়দের মানিয়ে নেওয়ার ক্ষমতার প্রশংসা করেছেন তিনি। বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে তিনি তার মন্তব্য শেয়ার করেছেন। ২২ নভেম্বর পার্থে সিরিজের প্রথম টেস্টটি খেলা হবে। প্রাক্তন ক্রিকেটার রিকি পন্টিং ভারতীয় ব্যাটারদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস এবং তাদের ক্রিকেট দলের শক্তি সম্পর্কে স্কাই স্পোর্টস ক্রিকেটের সঙ্গে কথা বলেছেন। রিকি পন্টিং উল্লেখ করেছেন যে ভারতীয় খেলোয়াড়রা গাব্বা এবং অপটাস ওভালের মতো ভেন্যুতে খেলতে আর ভয় পায় না।
আরও পড়ুন… বিতর্কের মাঝেই লাল-হলুদ জার্সি গায়ে অনুশীলনে নামলেন আনোয়ার আলি, ISL শুরুর আগে কী করবে ইস্টবেঙ্গল?
বিরাট কোহলিকে নিয়ে কী বললেন রিকি পন্টিং-
বিরাট কোহলির নেতৃত্বের প্রশংসা করেছেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক রিকি পন্টিং। প্রাক্তন অধিনায়ক পন্টিং বলেছেন, বিরাট কোহলি তার অধিনায়কত্বের মাধ্যমে ভারতীয় ক্রিকেটে বিপ্লব এনেছেন। আমরা আপনাকে বলি যে বিরাট কোহলির অধিনায়কত্বে ২০১৪ সালে শুরু হয়েছিল এবং তিনি ২০২২ সাল পর্যন্ত দায়িত্বের সঙ্গে এই পদটি পালন করেছিলেন। অধিনায়ক হিসেবে কোহলির অধীনে নির্ভীক ক্রিকেট খেলেছে ভারতীয় দল। কোহলি দলের প্রতি আত্মবিশ্বাস ব্যক্ত করেছেন যে সব খেলোয়াড়ই ম্যাচ জিততে পারবে। বিদেশেও দলকে জয়ের জন্য উৎসাহ করেছিলেন তিনি।
ভারতীয় ক্রিকেটকে বদলে দিতে বড় ভূমিকা পালন করেছিলেন কোহলি- পন্টিং
বিরাট কোহলির নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারত। ভারতীয় দল প্রথম এশীয় দল যারা ঘরের মাঠে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়াকে হারায়। রিকি পন্টিং কি বললেন? প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং স্কাই স্পোর্টসের সঙ্গে কথোপকথনের সময়ে বলেছেন, ‘ফাস্ট বোলিংয়ে ভারতের গভীরতা দুর্দান্ত। গত ছয়-সাত বছরে তার নেতৃত্ব শক্তিশালী। কোহলির অধিনায়কত্বের শুরুর কথা বলতে গেলে, তিনি ভারতীয় ক্রিকেটকে বদলে দিতে বড় ভূমিকা পালন করেছিলেন। গত চার বছরে দ্রাবিড় তা অব্যাহত রেখেছেন। দলে বিরাট কোহলির মতো একজন খেলোয়াড়ের প্রভাব দারুণ এবং তাদের তারকা খেলোয়াড় রয়েছে।’
আরও পড়ুন… Duleep Trophy 2024: মাত্র দুই বল খেলেই মাঠ ছাড়লেন! রুতুরাজের চোট নিয়ে তৈরি হয়েছে জটিলতা
বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল চল্লিশটি টেস্ট ম্যাচ জিতেছে, ১৭টিতে হেরেছে এবং ১১টি টেস্ট ড্র করেছে। কোহলি ৬৮টি টেস্ট ম্যাচে ভারতীয় দলের নেতৃত্ব দেন। দেশে এবং বিদেশে তার পারফরম্যান্স তাকে লাল বলের ক্রিকেটে ভারতের সবচেয়ে সফল অধিনায়ক করে তুলেছে। তবে এবার নভেম্বরে রোহিত শর্মার নেতৃত্বে অস্ট্রেলিয়ায় সিরিজ খেলবে ভারতীয় দল।