নিজের নামাঙ্কিত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাত্য স্বয়ং সুনীল গাভাসকর। ক্রিকেট অস্ট্রেলিয়া কার্যত বর্ডার-গাভাসকর ট্রফিকে বানিয়ে দিল অ্যালান বর্ডার ট্রফি। বিষয়টি নিয়ে দুঃখিত নন সানি। তবে তিনি কিছুটা হলে বিব্রত। আসলে গাভাসকর ভেবেই পাচ্ছেন না, বর্ডার-গাভাসকরের একজনকে বাদ দিয়ে কীভাবে বর্ডার-গাভাসকর ট্রফি হতে পারে।
সিডনির শেষ টেস্টে ভারতকে হারিয়ে এক দশক পরে বর্ডার-গাভসকর ট্রফি দেশে ফেরান প্যাট কামিন্সরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অ্যালান বর্ডারকে দেখা যায় কামিন্সের হাতে ট্রফি তুলে দিতে। প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কারও তুলে দেন তিনিই।
অবাক করা বিষয় হল, ধারাভাষ্যকার তথা বিশেষজ্ঞ হিসেবে আগাগোড়া সিরিজের সঙ্গে জুড়ে থাকা গাভাসকর উপস্থিত ছিলেন সিডনি ক্রিকেট গ্রাউন্ডেই। তবে তাঁকে ডাকা হয়নি পুরস্কার বিররণী অনুষ্ঠানে। একা বর্ডারকেই সম্মান দেওয়া হয় পুরস্কার প্রদানকারীর।
গাভাসকর এক্ষেত্রে স্পষ্ট জানান যে, প্রিয় বন্ধু বর্ডারের সঙ্গে পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত থাকতে পারলে তিনি খুশি হতেন। যদিও সানি এটাও স্বীকার করে নেন যে, তাঁকে সিডনি টেস্টের আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে, ভারত যদি টেস্ট না জেতে, তাহলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁকে ডাকা হবে না।
গাভাসকর এই প্রসঙ্গে বলেন, ‘আমাকে সিডনি টেস্ট শুরুর ঠিক আগে পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়। বলা হয় যে, ভারত যদি না জেতে অথবা সিরিজ যদি ড্র হয়, তাহলে আমাকে প্রয়োজন হবে না। আমি মোটেও দুঃখিত নই। তবে একটু বিব্রত বটে। এটা বর্ডার-গাভসকর ট্রফি। তাই আমাদের দু’জনেরই উপস্থিত থাকা উচিত ছিল।'
গাভাসকর আরও বলেন, ‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারলে ভালো লাগত। কেননা এটা বর্ডার-গাভাসকর ট্রফি। ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। আমি মাঠে রয়েছি। অস্ট্রেলিয়া জিতল না ভারত, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকা নিয়ে তাতে কিছু যায় আসত না। অস্ট্রেলিয়া ভালো খেলেছে, তাই ওরা জিতেছে। ঠিক আছে। তবে আমি ভারতীয় বলে ডাকা হবে না, এটা একটু অস্বস্তির। আমার ভালো বন্ধু বর্ডারের সঙ্গে মঞ্চে থাকতে পারলে দারুণ লাগত।’
আরও পড়ুন:- Most Test Wickets: দশম ভারতীয় পেসার হিসেবে ১০০ টেস্ট উইকেট সিরাজের, বাকিরা কারা?
পরে ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে এই বিষয়ে নিজদের অবস্থান স্পষ্ট করা হয়। অজি বোর্ড জানায় যে, গাভাসকরকে পরিস্থিতি সম্পর্কে অবগত করা হয়েছিল, যা অস্বীকারও করেননি ভারতীয় কিংবদন্তি। ক্রিকেট অস্ট্রেলিয়া পরে এও জানায় যে, বর্ডার ও গাভাসকর দু'জনকেই মঞ্চে হাজির করা গেলে ভালো হতো।