মেলবোর্নে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রথম দিকে বেকায়দায় পড়লেও ৩৩৩ রানের লিড নিয়ে চতুর্থ দিন শেষ করল অস্ট্রেলিয়া। দিনের শেষে ৯ উইকেট হারিয়ে ২২৮ রান করে মাঠ ছাড়ল অজিরা। ক্রিজে রয়েছেন নাথান লিয়ন (৪১*) এবং স্কট বোল্যান্ড (১০*)। যদিও একটা সময় ৯১ রানে ৬ উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে বেশ চাপে পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া। এরপর প্যাট কামিন্সকে সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ ৫৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন মার্নাস ল্যাবুশান। অস্টেলিয়ার শেষের দিকে ব্যাটসম্যানরা ক্রমাগত ভারতের জন্য চাপ বাড়িয়ে তুলছে। চতুর্থ দিনে অলআউট না করতে পারার মানে ভারতকে শেষ দিনে ৩৩৪ বা তার বেশি রান জয়ের জন্য তাড়া করতে হবে। সেক্ষেত্রে মেলবোর্নে জেতাটা বেশ কঠিনই হবে। ভারতের জন্য পরিস্থিতি এই মুহূর্তে বেশ চাপের, বিশেষ করে দুই ওপেনার রোহিত শর্মা এবং যশস্বী জসওয়ালের জন্য। কারণ, এখন তাঁদেরকেই টিম ইন্ডিয়াকে একটা গতিশীল স্টার্ট দেওয়াতে হবে।
পঞ্চম দিনে অবশ্যই অস্ট্রেলিয়ার বোলারদের কাছে পিচ থেকে বাড়তি সুবিধা তোলার সুযোগ থাকবে। সিরিজে মোটেও ভালো ফর্মে নেই রোহিত শর্মা। এখনও পর্যন্ত বারবার ব্যর্থ হয়েছেন তিনি। মেলবোর্নে প্রথম ইনিংসেও ৫ বলে ৩ করে আউট হয়ে গিয়েছিলেন রোহিত। তবে প্রথম ইনিংসে ভালো ব্যাট করছিলেন যশস্বী। ব্যক্তিগত ভাবে ৮২ রান করে রান আউট হন তিনি। প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন মনে করছেন, চতুর্থ দিনে ব্যাট করতে নামতে না হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন দুই ওপেনারই। তিনি বলেন, ‘আপনি মনস্তাত্ত্বিক দিক থেকে ভাবুন। রোহিত প্রচন্ড চাপের মধ্যে রয়েছে (প্রথম দিক থেকে)। যশস্বীও প্রথম ইনিংসে ধাক্কা খেয়েছে। আমার মনে হয় এই দু'জন খেলোয়াড়ই আজ MCG-তে নামতে না হওয়ায় খুশি।’
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কোচ রবি শাস্ত্রীও ভনের সঙ্গে সহমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘তারা খুশি হয়েছে আজ ব্যাটিং করতে না হওয়ায়। খেলাটা অন্যরকম হয়ে ওঠে যখন আপনাকে শেষ ২০ মিনিট বা ৩-৪ ওভার খেলার জন্য মাঠে থাকতে হয়। আপনি যখন আগামীকাল ফিরে আসবেন তখন একটা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ থাকবে। আপনি আরও ফ্রেশ থাকবেন এবং আপনি জানবেন যে এদিন ব্যাট করলে আপনি হয় জয়ের জন্য প্রয়োজনীয় রান করতে পারবেন বা খেলা বাঁচাতে পারবেন।’