বাংলাদেশ প্রিমিয়ার লিগে দেখা গেল হিট সিনেমার এক টুকরো মুহূর্ত। ফরচুন বরিশালের কাইল মেয়ার্সের ওভারে ঝড় তুললেন নুরুল হাসান সোহান। শেষ ওভারে ৩০ রান তুলে রংপুর রাইডার্সকে ৩ উইকেটে জিতিয়েছেন সোহান।
এই জয়ের ফলে ৬ ম্যাচে সব কটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করেছে রংপুর রাইডার্স। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন বরিশাল। তারা ২টি ম্যাচে হেরেছে, ফরচুন বরিশাল এই দুটো ম্যাচই রংপুর রাইডার্সের বিরুদ্ধে হেরেছে। আগের ম্যাচে তারা ৮ উইকেটে হেরেছিল।
আরও পড়ুন… Champions Trophy 2025: ভারতের প্রস্তুতি ম্যাচ দুবাইয়ে, PCB-র স্টেডিয়াম নির্মাণ কাজে ICC-র কড়া নজর
এদিনের ম্যাচে নুরুল হাসান সোহান ৭ বলে ৩২ রান করেন। এই সময়ে তিনি তিনটি চার ও তিনটি ছক্কা মারেন। তার এই বীরত্বের আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বেশ রোমাঞ্চ দেখা যায়। আগের ওভারেই মানে ১৯তম ওভারে বরিশালের জাহানদাদ খানের ওভারে ৩টি উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনা দেখিয়েছিল বরিশাল। ১৯তম ওভারের প্রথম দুই বলে ২টি ছক্কা হাঁকিয়ে খুশদিল শাহ ক্যাচ দেন। তিনি ২৪ বলে ৪৮ রান করেন। পরের বলে সোহান জাহানদাদকে ক্যাচ নিতে বাধা দেওয়ায় মেহেদি হাসান ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হন। ওভারের পঞ্চম বলে সাইফউদ্দিনও ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন।
আরও পড়ুন… Australian Open 2025: জকোভিচের মুখোমুখি বাসবরেড্ডি! চিনে নিন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নীশেষকে
খুশদিলের পাকিস্তানি সতীর্থ ইফতিখার আহমেদও ৪৮ রান করেন। তাদের বিদায়ের পর রংপুরের জয়ের আশা কমে আসে। কিন্তু সোহান দপ করে জ্বলে উঠেন এবং জয় ছিনিয়ে আনেন। তাউফিক হাসান ৩৮ ও সইফ হাসান ২২ রান করেন।
দেখুন নুরুল হাসান সোহানের ইনিংস-
আরও পড়ুন… জিতিয়েছিল সবাই, ক্ষীর খেলো শুধু গম্ভীর, পুরনো KKR সতীর্থের বিরুদ্ধে নজিরবিহীন আক্রমণ মনোজের
এর আগে বরিশাল ৪ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করেছিল। কাইল মেয়ার্স ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। রংপুরের পক্ষে আকিফ জাভেদ ৪ ওভারে ১৬ রান খরচায় ১ উইকেট নেন। কামরুল ইসলাম ৩ ওভারে ৪৭ রান খরচ করে ২ উইকেট নেন।
এদিনের বরিশাল টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে। নাজমুল হোসেন শান্ত ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪১ রান করেন। শান্তর বিদায়ের পর তামিমও ৩৪ বলে ৪০ রান করে ক্যাচ দেন। তৃতীয় উইকেটে কাইল মেয়ার্স ও তৌহিদ হৃদয় ৫৯ রানের জুটি গড়েন। মেয়ার্স ২৭ বলে ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারের মারে ৬১ রানে অপরাজিত থাকেন।