ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সেরা তারকার নামই বিরাট কোহলি। কয়েক মাস আগে পর্যন্ত ছিলেন টপ ফর্মে। কিন্তু ওডিআই বিশ্বকাপের পর দ্বিতীয় সন্তান জন্মের সময় খেলা থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন কোহলি। এরপর আইপিএলে রান পেলেও আন্তর্জাতিক ক্রিকেটে আর সেভাবে রান পাননি এই তারকা ক্রিকেটার। কিছুটা হলেও ছন্দ হারিয়েছেন সেটা বোঝা গেছে সাম্প্রতিক বেশ কয়েকটা সিরিজেই।
টি২০ বিশ্বকাপের ফাইনাল ম্যাচ বাদ দিলে বাকি প্রতিযোগিতায় তেমন রানই ছিল না কোহলির। শ্রীলঙ্কা সিরিজে ওডিআইতে একেবারেই ফর্মে ছিলেন না। এমন কি দেশের মাটিতে টেস্ট সিরিজে বাংলাদেশের বিরুদ্ধেও তাঁর অফ ফর্ম কাটেনি। এই আবহেই এবার বিরাট কোহলিকে নিয়ে বড় মন্তব্য করলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার।
আরও পড়ুন-হ্যারি ব্রুকের শতরানে অবশেষে থামল অজিদের বিজয়রথ! ৩৪৮ দিন পর ODIতে হার অস্ট্রেলিয়ার…
বিরাট কোহলিকে নিয়ে শেষ এক দশকে বারবার আলোচনা হয়েছে, মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভাঙা নিয়ে। ইতিমধ্যেই একদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের করা ৪৯টি শতরানের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। তবে টেস্টে এই মূহূর্তে বিরাট যে জায়গায় দাঁড়িয়ে রয়েছেন তাতে তাঁর পক্ষে সচিন তেন্ডুলকরের রানের রেকর্ড ভাঙা অসম্ভব বলেই মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ।
২০২০ সালের পর থেকে বিরাট কোহলি এখনও পর্যন্ত টেস্টে করেছেন মাত্র ২টি শতরান। ৯ ম্যাচে করেছেন ১৬৬৯ রান, গড় মাত্র ৩২। ১১৪ টেস্টে কোহলির সংগ্রহ ৮৮৭১ রান। সেই তুলনায় ফ্যাব ফোরের বাকি তিন সদস্য কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ এবং জো রুট শেষ তিন বছরে অনেকটাই এগিয়ে গেছেন কোহলির থেকে শতরান নিরিখে। যদিও সামগ্রিক টেস্ট রানের নিরিখে এখনও বিরাটের পিছনেই রয়েছেন উইলিয়ামসন।
আরও পড়ুন-পাখির চোখ T20 বিশ্বকাপ! দুবাই উড়ে গেল ভারতীয় মহিলা দল…হরমনপ্রীতদের সঙ্গে গেলেন মনোবিদও…
তাই বিরাটের পক্ষে সচিন তেন্ডুলকরের টেস্ট রানের রেকর্ড ভাঙা সম্ভব নয় বলেই মনে করছেন ব্র্যাড হগ। প্রাক্তন এই স্পিনারের কথায়, ‘আমার মনে হয় সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড বিরাটের পক্ষে ভাঙা সম্ভব নয়। ও টেস্টে খেলার ছন্দ আর ধারাবাহিকতা সেটা শেষ কয়েকবছরে হারিয়ে ফেলেছে। হয় আগামী ১০টা টেস্টে ওকে দুরন্ত কিছু করে দেখাতে হবে, নাহলে হাল ছেড়ে দিতে হবে ’।
২০২১ সাল থেকে জো রুট রয়েছেন স্বপ্নের ফর্মে। ইংল্যান্ডের এই ক্রিকেটার শেষ ৪৯টি টেস্টে করেছেন ৪৫৭৯ রান, এখন তিনিই তাড়া করছেন লিটল মাস্টারের টেস্টে করা সর্বোচ্চ রানের রেকর্ডকে। গত তিন বছরে করেছেন ১৭টি শতরান। এই মূহূর্তে দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে সচিন তেন্ডুলকরের থেকে ৩৫১৯ রান পিছনে রয়েছে ইংলিশ ব্যাটার। সেই রুট প্রসঙ্গে অবশ্য বেশ ইতিবাচক মন্তব্য করেছেন অজি তারকা।
আরও পড়ুন-অবসরের সিদ্ধান্তে ডিগবাজি! ম্যাককালাম কোচ হতেই স্টোক্স বললেন, ‘আবার ODI খেলতে রাজি’…
ব্র্যাড হগ বলছেন, ‘জো রুট ১৪৬টা ম্যাচে ১২০০০ মতো রান করেছে। আর সচিন তেন্ডুলকর ২০০ ম্যাচে ১৬০০০ মতো টেস্ট রান। ফলে আরও ৫৪ টেস্টে আরও ৪০০০ রান মতো করতে হবে রুটকে, আমার মনে হয় সেটা ও পারবে। ওর মাথায় খেলার সময় সচিন তেন্ডুলকরের রেকর্ডের কথা ঘুরতে থাকবে, ফল পরবর্তী সময় রুটের টেস্ট ম্যাচে নজর থাকবে সকলের। ’।