ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া অ্যাডিলেড টেস্টে মোটামুটি ভালো জায়গাতেই রয়েছে। ভারতীয় দলের ব্যাটাররা যদি দ্বিতীয় ইনিংসে জ্বলে উঠতে না পারেন, তাহলে এই ম্যাচ বার করা কঠিন। কারণ দুদিনের আগেই দুই দলের প্রথম ইনিংস শেষ হয়ে গেছে। ফলে দ্বিতীয় ইনিংসে যা করার ভারতীয় দলের ব্যাটারদেরই করতে হবে, কারণ অস্ট্রেলিয়া ১৫০র ওপর লিড নিয়ে নিয়েছে। ম্যাচে অদ্ভূতভাবে আউট হলেন মিচেল মার্শ।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
ভারতের কাজ কঠিন করে দিলেন হেড-
ভারতীয় দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ব্যাটারদের মধ্যে ট্রাভিস হেড এবং মার্নাস ল্যাবুশান সব থেকে বেশি নজর কাড়েন। ল্যাবুশান শতরান পাননি, করেন ৬৪ রান। তবে সব আলো কেড়ে নেন ট্রাভিস হেড, তিনি ১৪০ রান করে ভারতীয় দলের পক্ষে অ্যাডিলেড টেস্টে ফেরার কাজটা কঠিন করে দেওয়ার মরিয়া চেষ্টা চালালেন।
অদ্ভতভাবে আউট হলেন মার্শ-
তবে এই ম্যাচেই ঘটল এক অদ্ভূত ঘটনা, যা ঘটালেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ। নিজে আউট ছিলেন না, কিন্তু বোলার এবং উইকেটকিপারের আবেদন শুনে নিজেকে আউট ঘোষণা করে মাঠ ছাড়লেন অস্ট্রেলিয়ার হয়ে ৬ নম্বরে ব্যাট করতে আসা এই ডানহাতি ব্যাটার, যিনি সিমিত ওভারের ফরম্যাটে ওপেনিংও করে থাকেন। ২৬ বলে ৯ রান করে ফিরলেন সাজঘরে।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
নিজেকে আউট ঘোষণা মার্শের-
রবিচন্দ্রন অশ্বিন ৬৪তম ওভারে বোলিং করছিলেন। চতুর্থ বলটি একটু ওপরের দিকে টস করেন অশ্বিন। সেই বল মার্শের ব্যাটের একদম কাছ থেকে বেরিয়ে যায়। এরপর কিছুটা ৫০-৫০ চান্স ভেবেই আবেদন জানান অশ্বিন, একইসঙ্গে কল করেন পন্তও। তা শুনেই মিচেল মার্শ ধরে নেন তিনি আউট হয়েছেন, এই ভেবে মাঠ ছেড়ে বেরিয়ে যান। মার্শ চলে যাচ্ছেন দেখে আউট দেন আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থও। এরপরই আসে ক্লাইম্যাক্স।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
স্নিকোতে দেখা গেল তিনি নটআউট-
যখন পরে সম্প্রচারকারী সংস্থা বিষয়টি ভালো করে দেখায়, তখন টিভি ক্যামেরা এবং স্নিকো মিটারে স্পষ্ট দেখা যাচ্ছিল ব্যাট প্যাড এবং বল কাছাকাছি থাকলেও, ব্যাটের সঙ্গে বলের কোনও যোগাযোগ তখনও লাগেনি। অর্থাৎ তিনি ক্যাচ আউট বা এলবিডাব্লু কোনওটাই ছিলেন না। আরও ভালোভাবে বলতে গেলে তিনি ভারতকে নিজের উইকেট উপহার দিয়েই সাজঘরে ফেরেন।