বাংলা নিউজ > ক্রিকেট > ICC T20 World Cup-স্টার্ক-জাম্পাদের মাথার ওপর ছয়! টি২০ বিশ্বকাপে নজির স্কটল্যান্ডের ম্যাকমুলেন-এর

ICC T20 World Cup-স্টার্ক-জাম্পাদের মাথার ওপর ছয়! টি২০ বিশ্বকাপে নজির স্কটল্যান্ডের ম্যাকমুলেন-এর

অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বিরুদ্ধে স্কটল্যান্ড-এর ব্র্যান্ডন ম্যাকমুলেন। ছবি-এপি (AP)

অস্ট্রেলিয়া-র বিরুদ্ধে ২৬ বলে অর্ধশতরান করে নজির গড়লেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। স্কটল্যান্ড-এর জার্সিতে আইসিসি টি২০ বিশ্বকাপে দ্রুততম অর্ধশতরানের মালিক এখন ম্যাকমুলেন। তাঁর  ব্যাটিং তাণ্ডব থেকে রক্ষা পাননি স্টার্ক, এলিস, জাম্পা-রা। 

স্কটল্যান্ডের হয়ে বিশ্বকাপের আসরে রেকর্ড গড়লেন দলের টপ অর্ডার ব্যাটার ব্র্যান্ডন ম্যাকমুলেন। অস্ট্রেলিয়া বিরুদ্ধে আইসিসি টি২০ বিশ্বকাপের ম্যাচে দেশের হয়ে করলেন দ্রুততম অর্ধশতরান। অজিদের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচে তাঁদের জিততে হতই। কারণ পয়েন্ট তালিকায় ইংল্যান্ড ওপরে ছিল। শক্তিশালী অজিদের বিরুদ্ধে ভালো লড়াই দিতে গেলে বড় রানের লক্ষ্যমাত্রা খাড়া করতে হত, সেই কাজে লেটার মার্কস পেলেন স্কটল্যান্ডের টপ অর্ডার ব্যাটার ম্যাকমুলেন। তাঁর ঝোড়ো ব্যাটিংয়ের সৌজন্যেই অজিদের বিরুদ্ধে ৫ উইকেটে ১৮০ রান করল স্কটল্যান্ড। অবশ্য এক্ষেত্রে ও ১০-১৫ রান কম ওঠে তাঁদের। কারণ ১৫ ওভার শেষে তাঁদের স্কোর ছিল ১৩৮, ফলে শেষ পাঁচ ওভারে মাত্র ৪২ রান তুলতে সক্ষম হয় স্কটিশদের মিডল অর্ডার।

আরও পড়ুন-কোন ক্লাবের হয়ে অবসর নেবেন লিওনেল মেসি? জানিয়ে দিলেন তিনি, মন খারাপ সমর্থকদের

ফার্স্ট ডাউনে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ান বোলারদের বিরুদ্ধে ব্যাট হাতে ঝড় তোলেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। ৩৪ বলে করেন ৬০ রান। এর মধ্যে মাত্র ২৬ বলেই অর্ধশতরান করে নজির গড়েন স্কটিশদের টপ অর্ডার ব্যাটার। টি২০ বিশ্বকাপের মঞ্চে স্কটল্যান্ডের দ্রুততম ব্যাটার হিসেবে অর্ধশতরানের রেকর্ড গড়েন এই ব্যাটার। জর্জ মুনসির সঙ্গে জুটিতে অজি বোলারদের ওপর কার্যত তাণ্ডব চালিয়ে যান দক্ষিণ আফ্রিকা বংশদ্ভূত এই ক্রিকেটার। টি২০ বিশ্বকাপের মঞ্চে তাঁর দলও সেই সুবাদে করে তাঁদের সর্বোচ্চ ১৮০ রান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এটি কোনও অ্যাসোসিয়েট নেশনের সর্বোচ্চ স্কোর। 

আরও পড়ুন-কোপা আমেরিকার আগে স্বস্তি! মেসি ম্যাজিকে পিছিয়ে পড়া ম্যাচে জয় আর্জেন্তিনার

রেকর্ড গড়া ইনিংসে ব্র্যান্ডন ম্যাকমুলেন মারেন ৬টি ওভার বাউন্ডারি এবং দুটি বাউন্ডারি। এর মধ্যে অ্যাস্টন অ্যাগরকে মারেন পরপর জোড়া ছক্কা। ম্যাচে অবশ্য প্রায় ৫টি ক্যাচ মিস করে অজিরা, যা সচরাচর দেখা যায় না। প্রথম ৯ ওভারে অজিদের বোলারদের বিপক্ষে দাপট দেখিয়ে ৯২ রান তুলে ফেলে স্কটিশদের টপ অর্ডারের দুই ব্যাটার। এরপর অজি অধিনায়ক আনেন স্পিনার জাম্পাকে। ডানহাতি ব্যাটারের থেকে বল বাইরের দিকে বের করতেই আউট হন ম্যাকমুলেন। ৬০ রানে সাজঘরে ফিরলেও ততক্ষণে নিজের কাজ করে দিয়েছেন স্কটিশদের এই ব্যাটার। অধিনায়ক রিচি বেরিংটনও ৩১ বলে ৪২ রানের ঝকঝকে ইনিংস খেলেন, কিন্তু মিডল অর্ডারের বাকিরা তেমন সাপোর্ট দিতে না পারায়, ১৮০ রানের বেশি করতে পারেনি স্কটল্যান্ড দল।

আরও পড়ুন-৫ গোলদাতা! ইউরো কাপে স্কটল্যান্ডকে ৫-১ গোলে হারিয়ে যাত্রা শুরু জার্মানির

ব্যাট হাতে এদিন অস্ট্রেলিয়ার কোনও বোলারকেই ছাড়েননি ব্র্যান্ডন ম্যাকমুলেন। বড় মাঠেও স্টার্কের বল ছয় মারার পাশাপাশি নাথান এলিস, অ্যাডাম জাম্পা, অ্যাসন অ্যাগরদেরও বল গ্যালারিতে পাঠান ২৪  বছর বয়সী এই ডানহাতি ব্যাটার।

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

এবছর কত ক্ষণ থাকছে অষ্টমী তিথি? মহাষ্টমীর অঞ্জলি হবে কখন? জেনে নিন সঠিক সময় সপ্তমীর দুপুরে পথ দুর্ঘটনা, মৃত্যু শম্ভুনাথ পন্ডিতের চিকিৎসকের স্ত্রী-মেয়ের মহাসপ্তমীতে ফুলপাতি উৎসব শিলিগুড়িতে, দেখুন দারুণ সব মুহূর্ত 'ক্যাপ্টেন, এটা আপনার সিংহাসন...!' তরুণী পাইলটকে কেন একথা বলেছিলেন রতন টাটা? রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় রতন টাটাকে, শেষকৃত্যে হাজির অমিত শাহ-একনাথ শিন্ডেরা আসিয়ান দেশগুলির সঙ্গে ভারতের সম্পর্ক আরও দৃঢ় করতে মোদীর ১০ দাওয়াই 'সবসময় সবাইকে সাহায্য করেছেন', লাইভ শো-তে রতন টাটাকে শ্রদ্ধার্ঘ্য দিলজিতের দিল্লির বায়ুদূষণ ঠেকাতে ‘‌ক্লাউড সিডিং’‌ প্রয়োজন, দিল্লির সরকারের চিঠি কেন্দ্রকে ইস্টবেঙ্গল-মহমেডানের পয়েন্ট কাটাকাটি! অথচ বৈঠকে ডাকা হল DHFCকে! আজব কাণ্ড IFAতে… কোমরে বাংলায় লেখা বেল্ট, হাতে দুর্গার এমব্রয়ডারি! সপ্তমীতে নজর কাড়লেন শ্রেয়া

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.