ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে দুর্ধর্ষ পারফরমেন্স করেছেন অভিষেক শর্মা। শেষ ম্যাচে তাঁর ৫৪ বলে ১৩৫ রানের ইনিংস এখনও চোখে ভাসছে সকলের। সেদিন ড্রেসিংরুমে বসেই নিজের দলের বোলারদের নাস্তানাবুদ হওয়ার দৃশ্য দেখেছিলেন কোচ ব্রেন্ডন ম্যাকালাম। এবার ইংল্যান্ড কোচই নিজের মুগ্ধতার কথা জানালেন অভিষেককে নিয়ে।
আরও পড়ুন-ISLএ মোহনবাগানকে সুবিধা করে দিল জামশেদপুর! ৩-১ হারাল গোয়াকে
ভালো বোলারের বিরুদ্ধে অভিষেকের শতরান
অভিষেক শর্মা টি২০তে ভারতের হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত রান করেন। এরপরই ব্রেনডন ম্যাকালাম বলেন, ‘প্রথমত আমি বলব টি২০ ক্রিকেটে এটা অন্যতম সেরা একটা ইনিংস। ও এই পারফরমেন্সটা সাদামাটা কোনও বোলিংয়ের বিরুদ্ধে করেনি। যে দলে ৯০মাইল প্রতি ঘন্টার গতিবেগে বোলিং হয় আবার দুর্দান্ত লেগ স্পিনার রয়েছে, তাঁদের বিরুদ্ধে এরকম ইনিংস খেলেছে ’।
এবি-গেইল-ফিঞ্চের পাশে অভিষেক
ইংল্যান্ড কোচ আরও বলছেন, ‘ আমি খুবই বাস্তববাদী, তাই যখন কেউ এরকম একটা অনবদ্য ইনিংস খেলছে দেখে তাঁকে আটকানোর সব চেষ্টাই করো। কিন্তু কোনও প্ল্যানই কাজে লাগে না, তখন বুঝতে হয় ওকে সত্যিই আটকানো যাবে না। এই ফরম্যাটে আমরা আরও কয়েকজন ক্রিকেটারকে দেখেছি এরকমই মারকুটে ইনিংস খেলতে, যেমন ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্স, অ্যারন ফিঞ্চ আমার মনে হয় অভিষেক শর্মাও তাঁদের দলেই নাম লেখাচ্ছে’।
একাধিক রেকর্ড গড়েন অভিষেক
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেদিন ব্যাট হাতে তাণ্ডবলিলায় মত্ত্ব অভিষেক মেরেছিলেন সাতটা চার এবং ১৩টা ছয়। অভিষেক শর্মা টি২০তে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংস খেলার পাশাপাশি ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি ছয় মারার নজিরও গড়েছেন একটি টি২০ ম্যাচে।
জিম্বাবোয়ে সিরিজে শতরানের পর ফ্লপ শো-
জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের আগে তাঁকে আইপিএলের ফর্ম দেখে বেছে নিয়েছিল বিসিসিআইয়ের নির্বাচকরা। জিম্বাবোয়েতে শতরান করলেও এরপর ৯ ইনিংসে মাত্র একটি অর্ধশতরান করেছিলেন ২৪ বছর বয়সী এই ক্রিকেটার। তবে ইডেন গার্ডেন্সে ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি ৩৪ বলে ৭৯ রানের ঝকঝকে ইনিংস খেলেছিলেন। এরপর আবার অফ ফর্ম গেলেও তিনি ওয়াংখেড়ে দুরন্ত শতরান করে ছন্দে ফিরেছেন।