India Masters Vs West Indies Masters Final Live Streaming: ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টির দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কা মাস্টার্সকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স। ১৬ মার্চ ফাইনালে তারা ভারতের মুখোমুখি হবে। প্রথম সেমিফাইনালে, ভারত মাস্টার্স ৯৪ রানের বিশাল ব্যবধানে অস্ট্রেলিয়া মাস্টার্সকে পরাজিত করেছিল। সেই ম্যাচে যুবরাজ সিং ১৯৬.৬৭ স্ট্রাইক রেটে ৫৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। ভারত মাস্টার্স ২২১ রানের বড় লক্ষ্য দাঁড় করায়, যেখানে অধিনায়ক সচিন তেন্ডুলকর করেছিলেন ৪২ রান।
সেই ম্যাচের শেষের দিকে স্টুয়ার্ট বিনি (৩৬ রান, স্ট্রাইক রেট ১৭১.৪৩), ইউসুফ পাঠান (২৩ রান, স্ট্রাইক রেট ২৩০) এবং ইরফান পাঠান (১৯ রান, স্ট্রাইক রেট ২৭১.৪৩) গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। শাহবাজ নাদিমের ম্যাচ জেতানো ৪ উইকেট শিকার অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে দেয়।

দ্বিতীয় সেমিফাইনালটি ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার মধ্যে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওয়েস্ট ইন্ডিজ ১৮০ রানের লক্ষ্য দেয়, যেখানে দীনেশ রামদিনের দুর্দান্ত অর্ধশতক এবং অধিনায়ক ব্রায়ান লারার ৪১ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শ্রীলঙ্কা ইনিংসের শুরুতেই ধাক্কা খায় এবং ১৪তম ওভারে স্কোর দাঁড়ায় ৯৭/৬। তবে আসেলা গুনারত্নের ৬৬ রানের ইনিংস শ্রীলঙ্কাকে ম্যাচে টিকিয়ে রাখে, কিন্তু টিনো বেস্টের ৪/২৭ বোলিং পারফরম্যান্স ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৬ রানের জয় নিশ্চিত করেছিল।
আরও পড়ুন … IND vs ENG Test: রোহিত শর্মার টেস্ট অধিনায়কত্বের ভবিষ্যৎ কী? সবটাই কি গম্ভীরের ওপর নির্ভর করবে?

IMLT20 2025 Final Live Streaming
এবার বিশ্ব ক্রিকেট ব্রায়ান লারা বনাম সচিন তেন্ডুলকরের লড়াই দেখার অপেক্ষায় প্রহর গুনছেন। চলুন দেখে নেওয়া যাক কখন ভারত মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স ফাইনাল ম্যাচে নামবে? এই ম্যাচের সূচি, তারিখ ও সময়টা দেখে নেওয়া যাক। কোথায়, কীভাবে এই ম্যাচ দেখবেন? জেনে নিন IMLT20 2025 Final Live Streaming-এর সব তথ্য।

ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টি ২০২৫-এর ফাইনাল ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?
স্থান: শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়াম, রায়পুর
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টি ২০২৫-এর ফাইনাল ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে?
তারিখ: রবিবার, ১৬ মার্চ ২০২৫
আরও পড়ুন … আমি টেস্ট খেলতে চাই কিন্তু… এবার কি লাল বলের ক্রিকেটে নামবেন? কী বললেন বরুণ চক্রবর্তী?
ইন্টারন্যাশনাল মাস্টার্স লিগ টি-টোয়েন্টি ২০২৫-এর ফাইনাল ম্যাচটি কটায় শুরু হবে?
সময়: সন্ধ্যে ৭:৩০ (IST)
ভারত মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স - টসের সময়
টস অনুষ্ঠিত হবে ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে। অর্থাৎ সন্ধ্যে ৭টায়
ভারত মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স - লাইভ টিভি সম্প্রচার কোথায় দেখা যাবে (ভারত)
টিভি চ্যানেল: কালারস সিনেপ্লেক্স এবং কালারস সিনেপ্লেক্স সুপারহিটস
ভারত মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স - লাইভ স্ট্রিমিং (ভারত)
ওটিটি প্ল্যাটফর্ম: জিওহটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে দেখা যাবে
আরও পড়ুন … ‘কী খেয়েছি? এসব বিষয় আলোচনা না করে ক্রিকেট নিয়ে কথা বলুন’ কাকে তুলোধনা করলেন বিরাট কোহলি?
ভারত মাস্টার্স বনাম ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্স - ম্যাচের অন্যান্য খবর কোথায় পাবেন?
ম্যাচের অন্যান্য খবর দেখতে হলে HT বাংলা পেজে চোখ রাখতেই হবে। ম্যাচ সংক্রান্ত সব খবর এখানে পেয়ে যাবেন।