শ্রীলঙ্কার গলেতে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি। এশিয়ার মাটিতে ১৫০ রান করা প্রথম অজি উইকেটকিপার-ব্যাটার হলেন তিনি। এই ভাবে অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারি রেকর্ড বইয়ে নিজের নাম লেখালেন। ৮ ফেব্রুয়ারির আগে পর্যন্ত এশিয়ার মাটিতে ১৫০ রান করতে পারেননি অস্ট্রেলিয়ার কোনও উইকেটকিপার-ব্যাটার। প্রথম অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার হিসেবে এটাই করে দেখালেন অ্যালেক্স ক্যারি।
এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট, যিনি বাংলাদেশ ও শ্রীলঙ্কায় ১৪৪ রান করেছিলেন। কিন্তু এবার ক্যারি তাকে টপকে গেলেন। গলের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে এই অসাধারণ কীর্তি গড়েন অ্যালেক্স ক্যারি। প্রবাথ জয়সূর্যের বলে প্যাডল সুইপ করে ১৫০ রানের মাইলফলক ছুঁলেন অ্যালেক্স ক্যারি।
আরও পড়ুন … Ranji Trophy: গুজরাটের অধিনায়কের গতির সামনে কোণঠাসা পূজারা-জ্যাকসন, ২১৬ রানে গুটিয়ে গেল সৌরাষ্ট্র
৮৭তম ওভারে প্রবথ জয়সূর্যের বলে প্যাডল সুইপ করে ১৫০ রান পূর্ণ করেন ক্যারি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই তার প্রথম ১৫০ রানের ইনিংস। তবে ৯৩তম ওভারে প্রবাথ প্রবাথ জয়সূর্যের বলে আউট হয়ে ১৫৬ রানে থামেন তিনি।১৮৮ বলে ১৫ চার ও ২ ছক্কার ইনিংসটি ক্যারি খেলেন ৮২.৯৮ স্ট্রাইক রেটে। গিলক্রিস্টের পর এশিয়ায় সেঞ্চুরি করা দ্বিতীয় অস্ট্রেলিয়ান উইকেটকিপার হলেন তিনি।
অ্যালেক্স ক্যারির এই শতরান তাকে অ্যাডাম গিলক্রিস্টের পর এশিয়ায় সেঞ্চুরি করা দ্বিতীয় অস্ট্রেলিয়ান উইকেটকিপার-ব্যাটার হিসেবে জায়গা করে দিয়েছে। তার অসাধারণ ইনিংস অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৩৩০/৩ রান করতে বড় ভূমিকা পালন করে।
আরও পড়ুন … Ranji Trophy 2024-25: তামিলনাডুর বিরুদ্ধে শতরান, ফের আলোচনায় বিদর্ভের করুণ নায়ার
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টও জয়ের পথে অস্ট্রেলিয়া। উপমহাদেশীয় উইকেটে দুরন্ত পারফরম্যান্স অজি স্পিনারদের। যা চ্যাম্পিয়ন্স ট্রফির আগে নিঃসন্দেহে ভালো খবর। প্রথম দু’দিনের মতো তৃতীয় দিনেও নিজেদের দাপট অব্যাহত রাখে স্মিথরা। স্মিথ এবং ক্যারি আউট হওয়ার হওয়ার পর ব্যাট হাতে অজি ইনিংসে একমাত্র লড়াই দেন বিউ ওয়েবস্টার। তিনি ৬২ বলে ৩১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ৪১৪ রান তোলে অস্ট্রেলিয়া।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ফের একবার ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের পর এবারও রান করতে ব্যর্থ হন নিজের শততম এবং শেষ টেস্ট খেলা দিমুথ করুণারত্নে। ২৮ বলে ১৪ রান করে ম্যাথু কুনম্যানের বলে আউট হন তিনি। শ্রীলঙ্কার হয়ে একমাত্র ভালো ব্যাটিং করেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং কুশল মেন্ডিস। ১৪৯ বলে ৭৬ রান করে নাথান লিয়নের বলে আউট হন ম্যাথিউজ। তবে এখনও লড়াই চালাচ্ছেন কুশল। তিনি ৫০ বলে ৪৮ রান করে অপরাজিত রয়েছেন। তৃতীয় দিনের খেলার শেষে শ্রীলঙ্কার স্কোর ৮ উইকেট হারিয়ে ২১১। লিড রয়েছে ৫৪ রানের।