Joe Root Break Sachin Tendulkar Record: বিশ্ব টেস্ট ক্রিকেটে দাপিয়ে বেড়াচ্ছেন ফ্যাব ফোরের জো রুট। বর্তমানে ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুটের যা অবস্থা তাতে তিনি প্রতিটি টেস্ট ম্যাচেই কোনও না কোনও রেকর্ড বা বিশ্বরেকর্ড গড়ছেন। একটা সময় সচিন তেন্ডুলকরেরও এই একই অবস্থা ছিল। কিছু দিন আগে থেকেই ক্রিকেটে একাধিক রেকর্ড গড়ছিলেন জো রুট, এখন একের পর এক রেকর্ড ভাঙছেন তিনি। এই মুহূর্তে সচিন তেন্ডুলকরের অনেক রেকর্ড ভাঙতে শুরু করেছেন ইংল্যান্ডের এই তারকা ব্য়াটার।
জো রুট কী রেকর্ড করলেন-
বর্তমানে নিউজিল্যান্ডের সঙ্গে টেস্ট সিরিজ খেলছে ইংল্যান্ড। এই সিরিজে প্রথম টেস্ট ম্যাচে ক্রিকেটে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন জো রুট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবার দুর্দান্ত এক ইনিংস খেলে টেস্ট নজির গড়লন রুট। এই রেকর্ডের মাধ্যমে তিন দুর্দান্ত খেলোয়াড়কে পিছনে ফেলেছেন জো রুট। টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি রান করা বিশ্বের প্রথম ব্যাটসম্যান হয়েছেন জো রুট।
কত রান করলেন জো রুট-
কাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ বলে ২৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এর মাধ্যমে তিনি পিছনে ফেলে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ, তার দলের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুককে। এছাড়াও সচিন তেন্ডুলকরকেও তিনি পিছনে ফেলে দিয়েছেন। কাইস্টচার্চ টেস্টের আগে, চতুর্থ ইনিংসে তার টেস্ট রানের সংখ্যা ছিল ১৬০৭, যা এই ম্যাচের পর সেটি বেড়ে দাঁড়িয়েছে ১৬৩০ রান।
কাদের কে পিছনে ফেললেন জো রুট-
এই ম্যাচে পাঁচ রান করতেই গ্রায়েম স্মিথ ও অ্যালিস্টার কুককে পিছনে ফেলে দিয়েছেন জো রুট। ১৯ রান করার সঙ্গে সঙ্গেই তিনি টেস্ট ক্রিকেটের চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে এই কৃতিত্ব সচিন তেন্ডুলকরের নামেই ছিল। চতুর্থ ইনিংসে তিনি ১৬২৫ রান করেছিলেন, কিন্তু টেস্ট ম্যাচের চতুর্থ ইনিংসে জো রুটের রানের সংখ্যা বেড়ে ১৬৩০ হয়েছে। একই সময়ে, গ্রায়েম স্মিথ এবং অ্যালেস্টার কুক তাদের নিজ নিজ দলের হয়ে ১৬১১-১৬১১ রান করেছেন। যেখানে ওয়েস্ট ইন্ডিজের শিবনারায়ণ চন্দ্রপল ১৫৮০ রান করেছেন।
টেস্ট ক্রিকেটে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ স্কোরারের তালিকা
১৬৩০ রান - জো রুট
১৬২৫ রান - শচীন টেন্ডুলকার
১৬১১ রান - অ্যালিস্টার কুক
১৬১১ রান - গ্রায়েম স্মিথ
১৫৮০ রান - শিবনারায়ণ চন্দ্রপল