বুচি বাবু আণন্ত্রণী টুর্নামেন্টের প্রথম দিনেই ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যায়। ২টি ম্যাচে বোলারদের দাপট ছিল তুলনায় বেশি। তবে অপর ২টি ম্যাচের রাশ থাকে ব্যাটারদের হাতে। সব মিলিয়ে শতরান-অর্ধশতরানের ছড়াছড়ি চোখে পড়ে বুচি বাবু টুর্নামেন্টের উদ্বোধনী দিনে।
চারটি ইনিংস মিলিয়ে সেঞ্চুরি দেখা যায় চারটি। হাফ-সেঞ্চুরি করেন আরও ৬ জন ব্যাটার। হরিয়ানার নিশান্ত সিন্ধু তো নিশ্চিত শতরান মাঠে ফেলে আসেন।
বুচি বাবু টুর্নামেন্টের প্রথম দিনে সেঞ্চুরি করেন কারা
১. আয়ুষ পান্ডে (ছত্তিশগড়)- ১৩৮ বনাম জম্মু-কাশ্মীর।
২. বিবেক সিং (রেলওয়েজ)- ১০৪ বনাম গুজরাট।
৩. প্রথম সিং (রেলওয়েজ)- ১৩০ বনাম গুজরাট।
৪. ধীরু সিং (হরিয়ানা)- অপরাজিত ১৩০ বনাম মুম্বই।
বুচি বাবু টুর্নামেন্টের প্রথম দিনে হাফ-সেঞ্চুরি করেন কারা
১. আমনদীপ খারে (ছত্তিশগড়)- ৬৫ বনাম জম্মু-কাশ্মীর।
২. আরহাম আকিল (মধ্যপ্রদেশ)- ৫৭ বনাম ঝাড়খণ্ড।
৩. শুভম কুশওয়াহ (মধ্যপ্রদেশ)- ৮৪ বনাম ঝাড়খণ্ড।
৪. শিবম চৌধরী (রেলওয়েজ)- ৮৮ বনাম গুজরাট।
৫. মহম্মদ সইফ (রেলওয়েজ)- ৫৭ বনাম গুজরাট।
৬. নিশান্ত সিন্ধু (হরিয়ানা)- ৯১ বনাম মুম্বই।
ছত্তিশগড় বনাম জম্মু-কাশ্মীর ম্যাচ
জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ছত্তিশগড়। তারা ৭৫.৪ ওভারে ২৭৮ রানে অল-আউট হয়ে যায়। পালটা ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ১২.৫ ওভার ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ২৯ রান সংগ্রহ করে। প্রথম ইনিংসের নিরিখে তারা পিছিয়ে রয়েছে ২৪৯ রানে।
মধ্যপ্রদেশ বনাম ঝাড়খণ্ড ম্যাচ
ঝাড়খণ্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মধ্যপ্রদেশ। তারা প্রথম দিনে ৯০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২২৫ রান সংগ্রহ করে। ঝাড়খণ্ডের হয়ে এই ম্যাচে মাঠে নেমেছেন ইশান কিশান। তিনি ৩টি ক্যাচ ধরেছেন।
রেলওয়েজ বনাম গুজরাট ম্যাচ
গুজরাটের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে রেলওয়েজ। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ৪২৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। হাতে এখনও চারটি উইকেট থাকায় প্রথম ইনিংসে আরও বেশ কিছু রান সংগ্রহ করতে পারে রেলওয়েজ।
হরিয়ানা বনাম মুম্বই ম্যাচ
মুম্বইয়ের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে হরিয়ানা। তারা প্রথম দিনে ৯০ ওভার ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ২৮৮ রান সংগ্রহ করে। হাতে চার উইকেট থাকায় প্রথম ইনিংসে ৩০০ টপকানো তাদের কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।