১৪ সেপ্টেম্বর বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান মঞ্চে পুরস্কার নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি। আর এখানেই ঘটল এক বিড়ম্বনার মুহূর্ত। তারকা পেসার যখন পুরস্কার নেওয়ার জন্য মঞ্চে উঠলেন তখন পেছনে বড় স্ক্রিনে তাঁর নাম ভুল ফুটে উঠল। মহম্মদ শামি হয়ে গেলেন মহম্মদ ‘শামিত’। ৩৪ বছর বয়সী এই ভারতীয় পেসারকে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ অসাধারণ পারফরম্যান্স করার জন্য পুরস্কৃত করা হয় সিএবির তরফে। ২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারত পুরো টুর্নামেন্টে ভালো খেললেও ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরাজিত হয়ে কাপ হাতছাড়া করে রোহিতরা।
মহম্মদ শামি বিশ্বকাপের পর থেকে আর ভারতের জার্সি পরে খেলতে পারেননি। গোড়ালিতে চোটের কারণে দীর্ঘদিন ধরে মাঠের বাইরে রয়েছেন তিনি। সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর, দ্রুত খেলায় ফেরার জন্য মুখিয়ে রয়েছেন। যদিও তিনি জানান চোট সম্পূর্ণ ঠিক হলে তবেই মাঠে ফিরবেন। শামি বলেন, ‘আমি দ্রুত মাঠে প্রত্যাবর্তনের জন্য কঠোর পরিশ্রম করছি, আমি জানি আমি বেশ কিছুদিন ধরেই খেলার বাইরে আছি। যাইহোক, আমি এটা নিশ্চিত করতে চাই যে ফিরে আসার পর আমার যাতে চোট নিয়ে কোনও অস্বস্তি না থাকে, তাই আমায় আমার ফিটনেসের উপর কাজ করতে হবে’।
তিনি আরও বলেন, ‘আমি ১০০% ফিট হওয়ার পর তবেই খেলাই ফিরব। আমি যত শক্তিশালী হয়ে ফিরব ততই আমার জন্য ভালো। আমি কোনও তাড়াহুড়ো করতে চাইছি না এই বিষয়ে, নইলে ফের চোট লাগার সম্ভাবনা থাকবে। আমি নির্দিষ্ট করে বাংলাদেশ বা নিউজিল্যান্ড বা অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে ভাবছি না। আমি ইতিমধ্যেই বল করা শুরু করেছি’।
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তুতি নিচ্ছে ভারত। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে চেন্নাইয়ে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ। নিজেদের মধ্যে ২টি টেস্ট ম্যাচ ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এই দু’দেশ। ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে দল। তবে সেই দলে সুযোগ পাননি মহম্মদ শামি। বোর্ডের তরফে তাঁর চোট সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি এখনও। বাংলাদেশের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধেও ঘরের মাঠে টেস্ট সিরিজ রয়েছে ভারতের। তারপর নভেম্বরে অস্ট্রেলিয়া সফরও আছে। আশা করা হচ্ছে তার আগে সুস্থ উঠবেন শামি।