বাংলা নিউজ > ক্রিকেট > ৪ ইনিংসে ৩ অর্ধশতরান! কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরমেন্সে অজিরা সিরিজ জিতল ৩-০…

৪ ইনিংসে ৩ অর্ধশতরান! কাজে এল না স্কটিশ ম্যাকমুলেনের ইনিংস! ক্যামেরন গ্রিনের অলরাউন্ড পারফরমেন্সে অজিরা সিরিজ জিতল ৩-০…

ক্যামেরন গ্রিন। ছবি- এপি (AP)

স্কটল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি২০ ম্যাচে সহজ জয় পেল অস্ট্রেলিয়া, ৬ উইকেটে জিতল ক্যামেরন গ্রিনরা। ২৩ বল বাকি থাকলেই জয় তুলে নিল অস্ট্রেলিয়া। সিরিজ ৩-০ জিতে নিল মিচেল মার্শের দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ইনিংসের ৩ ইনিংসে অর্ধশতরান করলেন স্কটল্যান্ডের ব্রেন্ডন ম্যাকমুলেন।

প্রত্যাশিতভাবেই স্কটল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ ৩-০ ব্যবধানেই জিতল  অস্ট্রেলিয়া। একটা ম্যাচে দেখা গেছিল ট্রাভিস হেডের ঝড়, আরেকটা ম্যাচে জোস ইংলিশ ঝড়, তৃতীয় ম্যাচে অবশ্য দর্শকরা সেটা দেখতে পারলেন না। তবে তাতে জিততে খুব একটা অসুবিধা হল না  অজিদের। স্কটল্যান্ডের ডেরায় গিয়ে তাঁদের হোয়াইটওয়াশ করেই ফিরছেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা। তৃতীয় টি২০ ম্যাচে অজিরা জিতল ৬ উইকেটে তাও আবার ২৩ বল বাকি থাকতেই। হেড, ম্যাকগার্ক তেমন নজর কাড়তে না পারলেও একটা ট্রেলর দেখিয়ে দিলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

আরও পড়ুন-বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB…

প্রথমে ব্যাট করতে নেমে স্কটিশরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৪৯ রান। টি২০ বিশ্বকাপে যতই ব্যর্থ হোন না কেন, এই রান যে স্কটিশদের বিপক্ষে তুলে নিতে ক্যাঙ্গারু বাহিনির খুব বেশি অসুবিধা হবে সেটা জানা কথা ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাকমুলেন ভালো ব্যাটিং করলেন। তিনি ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। স্কটিশদের হয়ে এই ব্যাটার ধারাবাহিকতা দেখাচ্ছেন শেষ কয়েক মাস ধরেই। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ইনিংসে তিনটিতেই অর্ধশতরান করলেন ম্যাকমুলেন। ২৫ রান করেন ওপেনার জর্জ মুনসে। বল হাতে ক্যামেরন গ্রিন নিলেন তিন উইকেট। দুটি করে উইকেট নিলেন শন অ্যাবট এবং অ্যারন হার্ডি। 

আরও পড়ুন-ভিডিয়ো-খারাপ আলোর জের! পেসার ওকস হয়ে গেলেন স্পিনার! শ্রীলঙ্কা-ইংল্যান্ডে টেস্টে বিরল দৃশ্য…

এরপর ব্যাট হাতে অর্ধশতরান করে ম্যাচ জেতালেন গ্রিনই। ট্রাভিস হেড ১২ রান করেন, আরেক অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক রানের খাতাই খুলতে পারেননি। তবে সেই চাপ স্কটল্যান্ডের বোলাররা অজিদের ওপর রাখতে পারেননি। অধিনায়ক মিচেল মার্শ ফার্স্ট ডাউনে নেমে করেন ২৩ বলে ৩১ রান। ক্যামেরন গ্রিন করলেন ৩৯ বলে ৬২। গোটা সিরিজেই ধারাবাহিকভাবে পারফর্ম করলেন তিনি। তিন ম্যাচের সিরিজে ৬টি উইকেটের পাশাপাশি করেছেন ৯৮ রান গ্রিন।  টিম ডেভিড ১৪ বলে ২৫ রান করেন। অ্যারন হার্ডি শেষদিকে ৬ বলে ১১ রান করেন। সেই সুবাদেই ১৬.১ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। আর নামতেই হয়নি ইংলিস, স্টইনিসদের।

আরও পড়ুন-ভিডিয়ো- ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস…

অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চারটি টি২০ ম্যাচে তিনটি অর্ধশতরান করা ব্রেন্ডন ম্যাকমুলেন কাছাকাছি চলে এলেন বিরাট কোহলির।  ২০১৬ সালে টি২০তে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর চারটি ইনিংসেই অর্ধশতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি।  

Haryana and JNK Election Haryana and JNK Election
ক্রিকেট খবর

Latest News

মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে? অধিনায়কের শতরানে ইংরেজদের বিরুদ্ধে ভালো জায়গায় পাকিস্তান! মুলতানে ফের ফ্লপ বাবর… পুজোয় জমবে জলসা! প্রাক্তন প্রেমিকার সঙ্গে তেজের ঘনিষ্ট মুহুর্তের ছবি দেখবে সুধা শ্যুটিং সেট থেকে সোজা হাসপাতালে স্টার জলসার নায়িকা! হল অস্ত্রোপচার, কেমন আছেন… সাত বছর পরে আবার শুরু হবে এই টুর্নামেন্ট! সচিন থেকে লারা খেলেছিলেন সকলেই বাংলাদেশের ঢাকায় এবার কতগুলি পুজো হবে? কতটা কড়া নিরাপত্তা? জানাল পড়শি প্রশাসন উৎসবের মরশুমে ৬৫৫৬টি স্পেশাল ট্রেন চলবে দেশে, শিয়ালদা থেকে কবে ছুটবে পুজোর লোকাল দিনভর প্যান্ডেল হপিং করে ক্লান্ত? নিজেকে তরতাজা করতে সঙ্গে রাখুন এগুলি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.