প্রত্যাশিতভাবেই স্কটল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজ ৩-০ ব্যবধানেই জিতল অস্ট্রেলিয়া। একটা ম্যাচে দেখা গেছিল ট্রাভিস হেডের ঝড়, আরেকটা ম্যাচে জোস ইংলিশ ঝড়, তৃতীয় ম্যাচে অবশ্য দর্শকরা সেটা দেখতে পারলেন না। তবে তাতে জিততে খুব একটা অসুবিধা হল না অজিদের। স্কটল্যান্ডের ডেরায় গিয়ে তাঁদের হোয়াইটওয়াশ করেই ফিরছেন মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েলরা। তৃতীয় টি২০ ম্যাচে অজিরা জিতল ৬ উইকেটে তাও আবার ২৩ বল বাকি থাকতেই। হেড, ম্যাকগার্ক তেমন নজর কাড়তে না পারলেও একটা ট্রেলর দেখিয়ে দিলেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।
আরও পড়ুন-বাটলার চাননি, তাই ইংল্যান্ডের কোচ হতে পারেননি! সেই তারকাকেই লায়ন্সের কোচ করল ECB…
প্রথমে ব্যাট করতে নেমে স্কটিশরা নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ৯ উইকেটে ১৪৯ রান। টি২০ বিশ্বকাপে যতই ব্যর্থ হোন না কেন, এই রান যে স্কটিশদের বিপক্ষে তুলে নিতে ক্যাঙ্গারু বাহিনির খুব বেশি অসুবিধা হবে সেটা জানা কথা ছিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রেন্ডন ম্যাকমুলেন ভালো ব্যাটিং করলেন। তিনি ৩৯ বলে ৫৬ রানের ইনিংস খেলেন। স্কটিশদের হয়ে এই ব্যাটার ধারাবাহিকতা দেখাচ্ছেন শেষ কয়েক মাস ধরেই। এই নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চার ইনিংসে তিনটিতেই অর্ধশতরান করলেন ম্যাকমুলেন। ২৫ রান করেন ওপেনার জর্জ মুনসে। বল হাতে ক্যামেরন গ্রিন নিলেন তিন উইকেট। দুটি করে উইকেট নিলেন শন অ্যাবট এবং অ্যারন হার্ডি।
এরপর ব্যাট হাতে অর্ধশতরান করে ম্যাচ জেতালেন গ্রিনই। ট্রাভিস হেড ১২ রান করেন, আরেক অজি ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক রানের খাতাই খুলতে পারেননি। তবে সেই চাপ স্কটল্যান্ডের বোলাররা অজিদের ওপর রাখতে পারেননি। অধিনায়ক মিচেল মার্শ ফার্স্ট ডাউনে নেমে করেন ২৩ বলে ৩১ রান। ক্যামেরন গ্রিন করলেন ৩৯ বলে ৬২। গোটা সিরিজেই ধারাবাহিকভাবে পারফর্ম করলেন তিনি। তিন ম্যাচের সিরিজে ৬টি উইকেটের পাশাপাশি করেছেন ৯৮ রান গ্রিন। টিম ডেভিড ১৪ বলে ২৫ রান করেন। অ্যারন হার্ডি শেষদিকে ৬ বলে ১১ রান করেন। সেই সুবাদেই ১৬.১ ওভারের মধ্যেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অজিরা। আর নামতেই হয়নি ইংলিস, স্টইনিসদের।
আরও পড়ুন-ভিডিয়ো- ঋষভকে টেক্কা উড়ন্ত জুরেলের! তৃতীয় দিনে নিলেন ৫ ক্যাচ! একটা ক্যাচ না দেখলেই মিস…
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত চারটি টি২০ ম্যাচে তিনটি অর্ধশতরান করা ব্রেন্ডন ম্যাকমুলেন কাছাকাছি চলে এলেন বিরাট কোহলির। ২০১৬ সালে টি২০তে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর চারটি ইনিংসেই অর্ধশতরান করেছিলেন তৎকালীন ভারত অধিনায়ক বিরাট কোহলি।