২০২৪ সালের অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ভারত দুর্দান্ত পারফর্ম করেছিল। দলটি ফাইনাল পর্যন্ত যাত্রা করেছিল। তবে শিরোপা জয় থেকে বঞ্চিত হয়েছিল ভারতীয় দল। অনূর্ধ্ব ১৯ টিম ইন্ডিয়া অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছিল।
ভারতীয় দলের তারকা ব্যাটার বৈভব সূর্যবংশী টুর্নামেন্টে শক্তিশালী পারফরম্যান্স করেছিলেন। তবে বৈভবের বয়স মাত্র ১৩ বছর। তার বয়স নিয়ে বহুবার প্রশ্ন উঠেছে। এবার পাকিস্তান থেকেও এই বিষয়ে প্রতিক্রিয়া এসেছে। বৈভবের বয়স নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনায়েদ খান।
বৈভবের বয়স নিয়ে কী বললেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনায়েদ খান
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে বিস্ফোরক পারফরম্যান্স করেছিলেন বৈভব সূর্যবংশী। এই ম্যাচে ভারত ৭ উইকেটে জিতেছিল। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫টি ছক্কা মেরেছিলেন বৈভব সূর্যবংশী। তার ইনিংস দেখে অবাক হয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার জুনায়েদ খান। জুনায়েদ নিজের ইনস্টাগ্রামে বৈভবের ইনিংসের একটি ভিডিয়োও শেয়ার করেছেন। কিন্তু এর পাশাপাশি বৈভব সূর্যবংশীর বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জুনায়েদ ক্যাপশনে লিখেছেন, ‘১৩ বছরের একটা বাচ্চা কি সত্যিই এত বড় ছক্কা মারতে পারে?’
আরও পড়ুন… Pink Ball Test: মাঠের মধ্যে লড়াইয়ের খেসারত দিলেন সিরাজ-হেড! দুই ক্রিকেটারকে ২ রকম শাস্তি দিল ICC
বয়স ইস্যুতে বৈভব সূর্যবংশী কী প্রতিক্রিয়া দিয়েছেন?
এর আগেও বৈভবের বয়স নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে বয়স নিয়ে কোনও জালিয়াতি হয়নি বলে তিনি স্পষ্ট জানিয়েছিলেন। এর তথ্য ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছেও পাওয়া যায়। বৈভবকে অল্প বয়স থেকেই এই বিষয় নিয়ে নানা জায়গায় লড়াই করতে দেখা গিয়েছিল। কখনও সার্টিফিকেট তো কখনও দাঁতের নমুনা পরীক্ষা সবকিছুই করা হয়েছে। এরপরেই তো বৈভবকে খেলার ছাড়পত্র দিয়েছিল বিসিসিআই। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের আগেও তিনি অসাধারণ পারফর্ম করেছিলেন। সম্প্রতি আইপিএল ২০২৫-এর মেগা নিলামের পর তিনি লাইমলাইটে আসেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালস ১.১০ কোটি টাকায় বৈভবকে আইপিএল ২০২৫-এর জন্য কিনেছে।
আরও পড়ুন… BGT 2024-25: কেন ভারতীয় দলের প্র্যাকটিস দেখতে পারবেন না সমর্থকরা, বুঝিয়ে বললেন রোহিত
কেমন পারফর্ম করেছিলেন বৈভব সূর্যবংশী-
টুর্নামেন্টে ভারতের হয়ে মোট ৫টি ম্যাচ খেলেছেন বৈভব সূর্যবংশী। এই সময়ে তিনি করেছেন ১৭৬ রান। বৈভবও টুর্নামেন্টে ১৪টি চার ও ১২টি ছক্কা মেরেছিলেন। ভারত পাকিস্তানে উঠলেও পাকিস্তান ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল। পাকিস্তান দল ফাইনালে উঠতে পারেনি। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ৭ উইকেটে হেরে যায়। তবে এর আগে টানা তিন ম্যাচ জিতেছিল পাকিস্তান। অন্যদিকে, সেমিফাইনালে জিতে ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া। তবে ফাইনালে বাংলাদেশের কাছে হেরে ট্রফি হাতছাড়া করে ভারত।