বাংলা নিউজ > ক্রিকেট > Joe Root - বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?

Joe Root - বয়স ৩৩,পিছিয়ে ৩৬৪৭ রানে! আর কয়েক বছর খেললেই কি সচিনের টেস্ট রেকর্ড ভেঙে ফেলবেন জো রুট?

জো রুট। ছবি- এপি (AP)

সচিন তেন্ডুলকরের টেস্টে সর্বোচ্চ রানের রেকর্ড কি অক্ষত থাকবে? সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রান রয়েছে। বর্তমানে ১৪৫ ম্যাচে জো রুটের রান ১২২৭৪। তাঁর সামনে রয়েছেন কুমার সাঙ্গাকারা, অ্যালিয়েস্টার কুক, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং। সবার ওপরে সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকরের রেকর্ড কি অক্ষত থাকবে, হঠাৎই জোর চর্চা শুরু হয়ে গেল বিশ্বক্রিকেটে। টেস্ট ক্রিকেট, ওডিআই ক্রিকেট, সবেতেই মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর বিভিন্ন সময় বিভিন্ন রেকর্ড গড়েছেন। একটা আধটা নয়, প্রচুর অবিস্মরণীয় রেকর্ডের অধিকারী সচিন। টেস্টে সর্বোচ্চ শতরান এখনও মাস্টার ব্লাস্টারের দখলে। বর্তমান ক্রিকেটে কেউই সেই সংখ্যার আশে পাশে নেই। কিন্তু অন্য একটি রেকর্ড ভেঙে দিতে পারেন জোর রুট, মনে করছেন অনেকে। 

 

টেস্টে সচিন তেন্ডুলকর এখনও পর্যন্ত রানের নিরিখে শীর্ষ রয়েছে। তাঁর পিছনে রয়েছেন সকলে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সের নিরিখে ক্রিকেট বিশেষজ্ঞদের মত, চোটাঘাত না লাগলে জো রুট সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দিতে পারে। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে রুটের শতরানের পরই সেই সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে।

আরও পড়ুন-অবশেষে বরফ গলল! গোয়েঙ্কা অফিসে গিয়ে কর্ণধারের সঙ্গে সাক্ষাৎ রাহুলের…আইপিএল ২০২৫-এর আগে কি বার্তা অধিনায়ককে?

গত ২৬ মাসে টেস্ট ক্রিকেটে অধিনায়ক পদ থেকে অব্যাহতির পর যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন জো রুট। প্রচুর রান শুধু করছেন তা নয়, বাজবলের সঙ্গেও নিজেকে মানিয়ে নিয়েছেন। আজ থেকে দশ বছর আগে পেসারদের হয়ত পাল্টা অ্যাটাকে যেতেন না রুট, কিন্তু বর্তমানে ম্যাকালামের আগ্রাসী মেজাজের নীতি অবলম্বন করে তিনিও খেলছেন একেবারে মারকুটে স্টাইলে, সেটাও টেস্ট ক্রিকেটের আসরে। আসলে সচিন তেন্ডুলকরের টেস্ট ক্রিকেটে ১৫৯২১ রানের থেকে এখনও বেশ খানিকটা পিছিয়ে থাকলেও জো রুটের এই সম্ভাবনার কথা উঠে আসছে, কারণ ইংল্যান্ড প্রতিবছর প্রায় ১২-১৫ টেস্ট ম্যাচ খেলে। ফলে সব ম্যাচে যদি রুট খেলতে পারেন, তাহলে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সচিন তেন্ডুলকরের রেকর্ডও ভেঙে ফেলতে পারেন তিনি।

আরও পড়ুন-ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে ফেরার জল্পনা ওড়ালেন রোনাল্ডো! জানালেন কবে নেবেন অবসর…

বর্তমানে ১৪৫ ম্যাচে জো রুটের রান ১২২৭৪। তাঁর সামনে রয়েছেন কুমার সাঙ্গাকারা, অ্যালিয়েস্টার কুক, জ্যাক ক্যালিস, রাহুল দ্রাবিড়, রিকি পন্টিং। সবার ওপরে সচিন তেন্ডুলকর। অ্যালিয়েস্টার কুক ১২৪৭২ রানে থেমেছিলেন টেস্টে, কারণ তাঁর বয়স হয়ে গেছিল। যদিও রুটের বর্তমান বয়ল মাত্র ৩৩। ফলে অনেকেই মনে করছেন ইংল্যান্ডের হয়ে আগামী তিন বছরে সব টেস্টে যদি ফুল ফিট রুট খেলতে পারেন, সেক্ষেত্রে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক হয়ে ওঠা রুটের পক্ষে মোটেই অস্বাভাবিক ব্যাপার নয়, ফলে ভারতের ক্রিকেট ঈশ্বরের রেকর্ডই এখন প্রশ্নের মুখে।

আরও পড়ুন-শাকিবের বিরুদ্ধে খুনের অভিযোগ মিথ্যা এবং অপ্রত্যাশিত! পাশে দাঁড়িয়ে বললেন শান্ত,মুশফিকুর…

অস্ট্রেলিয়ান তারকা রিকি পন্টিংও কদিন আগেই বলেছিলেন, ‘জো রুটের মধ্যে যদি এই রানের খিদেটা থাকে, তাহলে ও আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট ফরম্যাটে সর্বোচ্চ রানের মালিক হতেই পারে। বিগত কয়েক বছরে ওর পারফরমেন্স ভালো হয়েই চলেছে ’। তবে সকলের মত, রেকর্ড গড়তে গেলে চোটাঘাত থেকে নিজেকে দূরে রাখতে হবে। 

ক্রিকেট খবর

Latest News

২৮,২০৮ টাকা বোনাস বাড়বে রেলকর্মীদের? কেন্দ্রের ঘোষণার পরে সামনে অঙ্ক, রইল হিসাব ‘সব ইন্ডাস্ট্রিতেই রাজনীতি হয়…কারও পেটে লাথি মেরো না’, টলিউডের ভাঙন নিয়ে সরব দেব ‘চুমুও পাঠাচ্ছো মিঠুনকে,’ দেবকে চেপে ধরলেন কুণাল, জবাব এল মুখের উপর শ্রীলঙ্কাকে ৩১ রানে হারিয়ে T20 WC 2024 অভিযান শুরু করল ফাতিমা সানার পাকিস্তান সত্যজিতের পর একমাত্র সৃজিত! বাইশে শ্রাবণ জায়গা করে নিল এই খাস তালিকায় পুজোয় মিঠাইরানিকে মিষ্টি উপহার মমতার! দিদির ভালোবাসায় আপ্লুত সৌমিতৃষা, কী পেলেন? ICC-র আসরে IPL-এর প্রযুক্তি! মহিলাদের T20 WC 2024-এ স্মার্ট রিপ্লে সিস্টেম এবার সিনিয়র ডাক্তাররাও কর্মবিরতিতে, শুক্রবার এনআরএসে জুনিয়রদের পাশে… বৃহস্পতির বক্রী চলন সমস্যা বাড়াবে! সম্পর্কে ফাটল অর্থের অপচয়ে নাজেহাল হবে ৫ রাশি শারদীয়া নবরাত্রির নয় দিনে কী বিশেষ ভোগ নিবেদনে হবে ইচ্ছাপূর্তি জেনে নিন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.