ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের পর সমালোচনার শিকার হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা এবং দলের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। রোহিত ব্রিগেড তিন ম্যাচের সিরিজে ক্লিন সুইপের শিকার হয়েছেন। এই কারণে ভারতীয় ক্রিকেট ভক্তদের হৃদয় ভেঙে গিয়েছে। ঘরের মাঠে তিন টেস্টের সিরিজে প্রথমবার হোয়াইটওয়াশ করল ভারত।
রোহিত শর্মা ও বিরাট কোহলিদের পাশে দাঁড়ালেন পাক প্রাক্তনী-
এমন অবস্থায় রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সমর্থনে এগিয়ে এসেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি। তিনি ভারতীয় সমর্থকদের দুজনকেই সমর্থন করার জন্য অনুরোধ করেছেন। বাসিত বলেছেন, চ্যাম্পিয়ন খেলোয়াড়দের সমালোচনা করতে গিয়ে মানুষের অতীতের পারফরম্যান্স ভুলে যাওয়া উচিত নয়।
আরও পড়ুন… Happy Birthday Virat Kohli: ছোট ভাই ৩৬-এ পা দিয়েছে, দাদা ও দিদির থেকে বিশেষবার্তা পেলেন বিরাট কোহলি
‘ডিসপ্রিন দিয়ে ক্যানসারের চিকিৎসা করা যায় না’
বাসিত আলি মঙ্গলবার তার ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘এটা দুই বা তিন মাস আগে, যখন ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরে মুম্বইয়ের মাঠে দুর্দান্ত সংবর্ধনা পেয়েছিল। তিন ফর্ম্যাট থেকেই তাদের সরে দাঁড়ানোর কথা সে সময় কেন বলা হয়নি? আমি ক্ষমার সঙ্গে বলতে চাই যে ডিসপ্রিন দিয়ে ক্যানসারের চিকিৎসা করা যায় না। এর জন্য কেমোথেরাপি প্রয়োজন।’ এরপরে তিনি বলেন, ‘আপনারা এমন মানুষ যারা একদিনেই তাদের শূন্য করে দিচ্ছেন কিন্তু আগের পারফরম্যান্স ভুলে গিয়েছেন। ভারতীয় দল জিতছিল। আমাদের অবস্থা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করুন। হারতে থাকে পাকিস্তান দল। আমরা আমেরিকা, আয়ারল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের কাছে হেরেছি।’
আরও পড়ুন… অবসর ভেঙে ফের কুস্তিতে ফিরতে চান! এক সপ্তাহের মধ্যে তৃতীয়বার ইঙ্গিত দিলেন ভিনেশ ফোগাট
‘ভারতীয় ভক্তদের তাদের মস্তিষ্ক ব্যবহার করা উচিত’
বাসিত আলি আরও বলেছেন, ‘ভারতীয় সমর্থকরা ক্ষুব্ধ কারণ, দলটি ০-৩ হেরেছে। আপনারা কিছু মস্তিষ্ক ব্যবহার করুন। এই রোহিত শর্মা, যিনি ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে রান করেছিলেন। এই বিরাট কোহলি, যিনি আমদাবাদে ১৮৬ রান করেছিলেন। এখন যদি তারা রান না করে তাহলে আপনি তাদের সম্বন্ধে বলবেন। তারা এই ধরনের পর্যায় আগে দেখেছে।’
আরও পড়ুন… চোটের কারণে ATP Finals থেকে নাম প্রত্যাহার করলেন নোভাক জকোভিচ, লিখলেন বিশেষবার্তা
ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে কেমন খেলেছিল রোহিত-বিরাট-
আমরা আপনাকে বলি যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের ৬ ইনিংসে ৯৩ রান করেছিলেন বিরাট কোহলি। যদিও প্রথম টেস্টে ৭০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। যেখানে ৬ ইনিংসে ৯১ রান করেছেন রোহিত শর্মা। ব্যাট হাতে প্রথম টেস্টে (৫২) হাফ সেঞ্চুরিও করেছিলেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা।