রবিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করে ইংল্যান্ডকে ম্যাচ জেতান ফিল সল্ট। সোমবার সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে গোল্ডেন ডাকে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে রবিবার সিরিজের প্রথম টি-২০ ম্যাচে গোল্ডের ডাকে আউট হন ব্রিটিশ দলনায়ক জোস বাটলার। সোমবার দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত ইনিংস খেলে ইংল্যান্ডকে ম্যাচ জেতান তিনি। অর্থাৎ, সল্ট ও বাটলার নিজেদের মধ্যে ভূমিকা বদল করেন বলা যায়।
যদিও ২টি ম্যাচের ফলাফল নিজেদের অনুকূলে টেনে নিতে সক্ষম হয় ইংল্যান্ড। ওয়ান ডে সিরিজ হারতে হলেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৫ ম্যাচের টি-২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রিটিশ দল।
সোমবার ব্রিজটাউনে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৫৮ রান সংগ্রহ করে। দলের হয়ে সব থেকে বেশি ৪৩ রান করেন ক্যাপ্টেন রোভম্যান পাওয়েল। তিনি ৪১ বলের সতর্ক ইনিংসে ২টি চার ও ২টি ছক্কা মারেন।
৪টি বাউন্ডারির সাহায্যে ১২ বলে ২২ রান করেন রোমারিও শেফার্ড। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন ম্যাথিউ ফোর্ড। ২৩ বলে ১৪ রানের ঠুকঠুকে ইনিংস খেলেন নিকোলাস পুরান। তিনি ১টি চার মারেন। ৭ বলে ১৩ রান করেন রোস্টন চেস। তিনি ৩টি চার মারেন। বাকিরা কেউ দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ইংল্যান্ডের হয়ে ৪ ওভারে ২৯ রান খরচ করে ২টি উইকেট নেন ড্যান মাউসলি। ২ ওভারে ১৬ রান খরচ করে ২টি উইকেট নেন লিয়াম লিভিংস্টোন। ৩ ওভারে ২০ রান খরচ করে একজোড়া উইকেট দখল করেন সাকিব মাহমুদ। এছাড়া ১টি করে উইকেট সংগ্রহ করেন জোফ্রা আর্চার ও আদিল রশিদ।
আরও পড়ুন:- WBBL 2024: মেয়েদের ক্রিস গেইল! চার-ছক্কার ঝড়ে T20 ম্যাচে ১৫০ লিজেল লি'র- ভিডিয়ো
পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৪.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৩১ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে তারা। জোস বাটলার ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৪৫ বলে ৮৩ রান করে সাজঘরে ফেরেন। মারেন ৮টি চার ও ৬টি ছক্কা।
এক বলে আউট হন ফিল সল্ট। ২৯ বলে ৩৮ রান করেন উইল জ্যাকস। তিনি ৫টি চার ও ১টি ছক্কা মারেন। ১১ বলে ২৩ রান করে নট-আউট থাকেন লিয়াম লিভিংস্টোন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ৩ বলে ৩ রান করে অপরাজিত থাকেন জেকব বেথেল।
ওয়েস্ট ইন্ডিজে হয়ে ৪২ রানে ২টি উইকেট নেন রোমারিও শেফার্ড। ২৪ রানে ১টি উইকেট নেন আকিল হোসেন। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন জোস বাটলার।