বিশ্বকাপের ২টি জায়গার জন্য লড়াই চালাচ্ছে ৬টি দল। তাদের মধ্যে বাংলাদেশ যে রকম দুর্দান্ত ক্রিকেট উপহার দিচ্ছে চলতি মেয়েদের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে, তাতে নিগার সুলতানাদের বিশ্বকাপের টিকিট হাতে পাওয়ার সম্ভাবনা প্রবল দেখাচ্ছে।
পাকিস্তানে আয়োজিত উইমেন্স ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে টানা তিন ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশ। তারা প্রথম ম্যাচে থাইল্যান্ডকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দেয়। দ্বিতীয় ম্যাচে পরাজিত করে আয়ারল্যান্ডকে। এবার তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে জয়ের হ্যাটট্রিক পূর্ণ করে বাংলাদেশের মহিলা ক্রিকেট দল।
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে স্কটল্যান্ডও বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল। তবে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারল না তারা। আপাতত দৌড়ে টিকে থাকলেও স্কটিশদের লড়াই কঠিন হল সন্দেহ নেই।
গত ১০ এপ্রিল থাইল্যান্ডের বিরুদ্ধে টুর্নামেন্টে প্রথম ম্যাচে বাংলাদেশ নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত রানের ইনিংস গড়ে এবং সব থেকে বেশি রানের ব্যবধানে ম্যাচ জয়ের রেকর্ড গড়ে। স্কটল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশ ফের নিজেদের পুরনো রেকর্ড ভাঙে। ৫ দিন আগে খেলা থাইল্যান্ড ম্যাচের থেকেও বেশি রান তুলে নিজেদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ দলগত ইনিংসের নতুন নজির গড়েন নিগার সুলতানারা।
সর্বোচ্চ দলগত ইনিংসের নতুন রেকর্ড বাংলাদেশের
মঙ্গলবার লাহোরে স্কটল্যান্ডের বিরুদ্ধে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৬ রান সংগ্রহ করে। মেয়েদের ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলগত ইনিংস। এর আগে চলতি টুর্নামেন্টেই থাইল্যান্ডের বিরুদ্ধে ৩ উইকেটে ২৭১ রান ছিল বাংলাদেশের সর্বকালীন রেকর্ড। অর্থাৎ, ৫ দিন আগে গড়া রেকর্ড ফের ভাঙল বাংলাদেশ।
ক্যাপ্টেন নিগার সুলতানা ফের একবার ব্যাট হাতে বাংলাদেশকে নির্ভরতা দেন। তিনি থাইল্যান্ডের বিরুদ্ধে ১০১ ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৫১ রান করেন। এবার স্কটল্যান্ডের বিরুদ্ধে ৫৯ বলে ৮৩ রান করে নট-আউট থাকেন নিগার। তিনি ১১টি চার মারেন। এছাড়া ফরজানা হক ৫৭, শর্মিন আক্তার ৫৭ ও ফহিমা খাতুন ২৬ রান করেন। স্কটল্যান্ডের হয়ে ক্যাথরিন ব্রাইস ২টি উইকেট দখল করেন।
পালটা ব্যাট করতে নেমে স্কটল্যান্ড নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪২ রানে আটকে যায়। ৩৪ রানে ম্যাচ জিতে লিগ টেবিলের এক নম্বরে উঠে আসে বাংলাদেশ। স্কটিশদের হয়ে রাচেল স্ল্যাটার ৬১, প্রিয়নাজ চ্যাটার্জী ৬১ ও সারা ব্রাইস ৪২ রান করেন। বাংলাদেশের হয়ে ৪০ রানে ৪ উইকেট নেন নাহিদা আক্তার। ম্যাচের সেরা হন নিগার সুলতানা।