বর্তমানে ভারতীয় দলের অন্যতম সিনিয়র ক্রিকেটার হলেন রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা। তবে তাদের দু’জনকেই পার্থে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে দেখা যায়নি। যা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই। এনিয়ে লাইভ টিভিতে ক্ষোভ উগরে দিয়েছিলেন সুনীল গাভাসকর। শুধু তাই নয়, অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ভারত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলে। সেখানেও খেলার সুযোগ পাননি রবিচন্দ্রন অশ্বিন। পার্থে এই দুই অভিজ্ঞ ক্রিকেটারের জায়গায় সুযোগ দেওয়া হয়েছিল ওয়াশিংটন সুন্দরকে। তিনি প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল হাতে ২ উইকেট নিয়েছিলেন। তবে সিরিজের পরের দিকের ম্যাচগুলিতে অশ্বিন অথবা জাদেজা সুযোগ পেতে পারেন বলে জানিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা।
পার্থে ভারতের হয়ে অধিনায়কত্ব করতে দেখা যায়নি রোহিত শর্মাকে। পারিবারিক কারণে সেই সময় দেশেই ছিলেন তিনি। তবে দ্বিতীয় টেস্ট খেলবেন রোহিত। পার্থেই দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি, অংশ নিয়েছিলেন মানুকা ওভালের প্রস্তুতি ম্যাচেও। শুক্রবার থেকে প্রথম টেস্ট শুরুর আগে বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রোহিত। সেখানেই তিনি অশ্বিন এবং জাদেজা প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। রোহিত বলেন, ‘অশ্বিন এবং জাদেজার মতো ক্রিকেটারদের দলের বাইরে রাখার সিদ্ধান্ত সব সময়ই কঠিন। আমি তাদের অবশ্যই সিরিজের বাকি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে দেখছি। তারা দু’জনই অসাধারণ বোলার।’ তবে অ্যাডিলেডে অশ্বিন এবং জাদেজাকে খেলতে দেখা যাবে কিনা সেই বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি রোহিত।
অভিজ্ঞতার দিক থেকে অশ্বিন এবং জাদেজা দু’জনই ভারতের জন্য গুরুত্বপূর্ণ ক্রিকেটার। বর্তমানে উইকেট নেওয়ার নিরিখে সক্রিয় ক্রিকেটারদের মধ্যে ১ নম্বরে রয়েছে অশ্বিনের নাম। তিনি টেস্ট ক্রিকেটে মোট ৫৩৬টি উইকেট নিয়েছেন। এরপর দ্বিতীয় স্থানে রয়েছেন নাথান লিয়ন। তিনি মোট ৫৩২টি উইকেট নিয়েছেন। জাদেজাও ভারতের হয়ে টেস্টে ৩১৯টি উইকেট নিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও এই দুই ক্রিকেটারের পরিসংখ্যান চোখে পড়ার মতো। এখনও পর্যন্ত অশ্বিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২২টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ১১৪টি, গড় ২৮.৩৬। অজিদের বিরুদ্ধে তাঁর এক ইনিংসে সেরা বোলিং ফিগার হল ৭/১০৩। অন্যদিকে জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৭টি টেস্ট খেলেছেন। উইকেট নিয়েছেন ৮৯টি, গড় ১৯.২৯। অজিদের বিরুদ্ধে তাঁর সেরা বোলিং ফিগার হল ৭/৪২। তবে এই দুই ক্রিকেটারই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বেশিরভাগ ম্যাচই ঘরের মাঠে খেলেছেন। SENA নেশনের বিরুদ্ধে খেলা হলে অতো গুরুত্ব পান না এই দুই ক্রিকেটার।