আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স ভারতের মহিলা ক্রিকেট দলের। ঘরের মাঠে ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে তারা। বুধবার রাজকোটে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচ খেলতে নেমেছিল স্মৃতি মন্ধনার নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। শুরুটা দুরন্ত করে দুই ওপেনার প্রতিকা রাওয়াল এবং স্মৃতি মন্ধনা। দু'জনে মিলে প্রথম উইকেটের জন্য ২৩৩ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন। নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৪৩৫ রান করেছিল ভারত। ১২৯ বলে ১৫৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন প্রতিকা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি তাঁর প্রথম শতক ছিল। প্রতিকা পুরো সিরিজে অসাধারণ খেলেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজে ভারতের জার্সিতে অভিষেক হয়েছিল তাঁর। এখনও পর্যন্ত নিজের প্রথম ৬ ইনিংসে ৪৪৪ রান করেছেন প্রতিকা, গড় ৭৪।
নিজের প্রথম সেঞ্চুরি নিয়ে কী বলছেন প্ৰতিকা:
আন্তর্জাতিক ক্রিকেটে খুব কমই ক্রিকেটার আছে যারা প্রতিকার মতো নিজেদের কেরিয়ার এরকম দুর্ধর্ষ ভাবে শুরু করেছেন। বুধবার নিজের প্রথম সেঞ্চুরি করার পর স্মৃতি মন্ধনাকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। সেই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে BCCI-এর অফিশিয়াল সোশ্যাল মিডিয়া পেজে। সেখানে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে, প্রথম একশো বলে কথা।’ ব্যাখ্যা করে প্রতিকা রাওয়াল বলেন, ‘আমি খেলাটা উপভোগ করেছি। রাজকোটে খেলাটা উপভোগ করি সব সময়। আমি এখানে অনেক রান করেছি আগে। এটা আমার কাছে আশীর্বাদের থেকে কম কিছু নয়। একজন ব্যাটসম্যান হিসাবে সব সময় রান করার লক্ষ্য থাকে। দেশের জন্য অবদান রাখতে পেরে খুবই খুশি।’
পরের ৫০ রান খুব তাড়াতাড়ি এসেছিল:
বুধবার শুধু শতক করেই থামেননি প্রতিকা, সেটাকে ১৫০ রানে রূপান্তরিত করেন তিনি। এই বিষয়ে তিনি বলেন, ‘যখন ৭০ করলাম তখন ভাবলাম সামনে সেঞ্চুরি রয়েছে। সেই সময় একটু ধীরে খেলছিলাম। সিঙ্গল নিচ্ছিলাম। যখন ১০০ পূর্ণ হল তখন ভাবলাম চলো হয়ে গেছে এবার নিজের মতো খেলব। সেঞ্চুরির পরের ৫০ রান খুব তাড়াতাড়ি চলে এসেছিল।’ স্মৃতির সঙ্গে দ্বিশতরানের পার্টনারশিপ প্রসঙ্গে প্রতিকা বলেন, ‘ওটা নিয়ে বেশি কিছু ভাবিনি। মনে হচ্ছিল নিজে থেকেই হচ্ছিল।’ এদিনের ম্যাচে শুধু প্রতিকা নয়, সেঞ্চুরি হাঁকিয়েছিলেন স্মৃতি মন্ধনাও। তিনি মহিলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে কম বল খেলে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। মাত্র ৭০ বলে নিজের শতক সম্পন্ন করেন স্মৃতি। এর আগে ২০২৪ সালে ৮৭ বলে সেঞ্চুরি হাঁকিয়ে এই রেকর্ড তৈরি করেছিলেন হরমনপ্রীত কৌর। নিজের সেঞ্চুরি প্রসঙ্গে স্মৃতি বলেন, ‘আজকে আমি অনেক স্বাধীনভাবে ব্যাট করতে পেরেছিলাম। আমি আমার পছন্দ মতো শট খেলতে পাচ্ছিলাম। সব সময় এরকম সুযোগ আসে না। এটা বিশ্বকাপের বছর। আশা করব ওয়ানডে ক্রিকেটে একটা দারুন বছর যাবে আমাদের।’