বৃষ্টির জন্য ত্রিপুরার বিরুদ্ধে চলতি বিজয় হাজারে ট্রফির ম্যাচ জেতা হয়নি বাংলার। তবে বাকি চারটি ম্যাচে জয় তুলে নিতে বিশেষ অসুবিধা হয়নি সুদীপ ঘরামিদের। দিল্লি, বরোদা ও কেরলকে হারানোর পরে এবার দুর্বল বিহারের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয় বাংলা। শুক্রবার বৈভব সূর্যবংশীদের কার্যত একতরফাভাবে উড়িয়ে দেন মহম্মদ শামিরা।
হায়দরাবাদে বিজয় হাজারে ট্রফির ই-গ্রুপের ম্যাচে সম্মুখসমরে নামে বাংলা ও বিহার। টস জিতে বিহারকে শুরুতে ব্যাট করতে পাঠান বাংলার ক্যাপ্টেন সুদীপ ঘরামি। বিহার ৪৯ ওভারে ২৩৫ রানে অল-আউট হয়ে যায়।
তিন নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন পীযূষ সিং। তিনি ৯টি বাউন্ডারির সাহায্যে ১১২ বলে দলের হয়ে সব থেকে বেশি ৮৯ রান করে আউট হন। ৪৪ বলে ৩৪ রান করেন বিপিন সৌরভ। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন। ওপেন করতে নেমে বৈভব সূর্যবংশী ১৬ বলে ২৬ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন।
বলজিৎ সিং বিহারী ৫৩ বলে ২২ রান করেন। তিনি ৩টি চার মারেন। ক্যাপ্টেন সাকিবুল গনি ১৯ বলে ১৪ রান করেন। মারেন ২টি চার। ১৩ বলে ১৭ রান করেন সূরজ কাশ্যপ। তিনি ২টি চার মারেন। ১টি ছক্কার সাহায্যে ১০ বলে ১০ রান করে অপরাজিত থাকেন আমোদ যাদব।
বাংলার হয়ে কৃপণ বোলিং করেন মহম্মদ শামি। তিনি ৮ ওভারে ১টি মেডেন-সহ ২৮ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। ১০ ওভারে ৩৪ রান খরচ করে ৩টি উইকেট নেন প্রদীপ্ত প্রামাণিক। করণ লাল ৬ ওভারে ২৩ রান খরচ করে ২টি উইকেট পকেটে পোরেন। ৮ ওভারে ৫৭ রান খরচ করে ২টি উইকেট নেন মুকেশ কুমার। সায়ন ঘোষ ও কৌশিক মাইতি ১টি করে উইকেট সংগ্রহ করেন।
পালটা ব্যাট করতে নেমে বাংলা ৪২.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২৩৯ রান তুলে ম্যাচ জিতে যায়। অর্থাৎ, ৪৫ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জেতে তারা। অধিনায়কোচিত শতরান করেন সুদীপ ঘরামি। তিনি ১২৮ বলে ১০৭ রান করে অপরাজিত থাকেন। মারেন ১৩টি চার ও ১টি ছক্কা।
৫৩ বলে ৫৫ রানের অনবদ্য ইনিংস খেলেন অভিষেক পোড়েল। তিনি ৭টি চার মারেন। ৪ বলে ১ রান করে আউট হন সুদীপ চট্টোপাধ্যায়। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি অনুষ্টুপ মজুমদার। ২৯ বলে ৩০ রান করেন সুমন্ত গুপ্ত। তিনি ২টি চার ও ১টি ছক্কা মারেন। ৩৯ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন করণ লাল। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
বিহারের হয়ে ২টি করে উইকেট নেন সূরজ কাশ্যপ ও হিমাংশু সিং। ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন বাংলা দলনায়ক সুদীপ ঘরামি।