Andrew Flintoff's son Rocky Test Century: ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন তারকা খেলোয়াড় অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফের বয়স মাত্র ১৬ বছর, আর এই বয়সেই বড় কৃতিত্ব অর্জন করলেন তিনি। মাত্র ১৬ বছর বয়সেই টেস্টে সেঞ্চুরি করলেন রকি ফ্লিনটফ। মাত্র ১৬ বছর বয়সে বিশ্ব ক্রিকেটকে চমকে দিলেন অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি।
বর্তমানে রকি ফ্লিনটফ ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন। এবং বর্তমানে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে একটি টেস্ট ম্যাচ খেলছেন তিনি। এই টেস্ট ম্যাচের তৃতীয় দিনেই সেঞ্চুরি করেন রকি। এই সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অভিষেক করেছলেন রকি ফ্লিনটফ।
আরও পড়ুন… KKR-এর সাজঘরে মানসিকতা বদলে দিয়েছেন গম্ভীর- ভারতীয় দলে জায়গা পেয়ে হর্ষিতের অকপট স্বীকারোক্তি
এক নজরে দেখে নেওয়া যাক তাঁর সেই ইনিংস-
কেমন ছিল রকির এই ইনিংস?
দ্বিতীয় দিনে ৮২ রান করে অপরাজিত ছিলেন রকি ফ্লিনটফ। তিনি ১৭৬ বলের মোকাবেলা করে তার সেঞ্চুরি পূর্ণ করেন। ১৮১ বলে ১০৬ রান করে আউট হন রকি ফ্লিনটফ। এই সময়ে তার ব্যাট থেকে এসেছিল ৯টি চার ও ২টি ছক্কা। এদিনের ইনিংসে ৬ নম্বরে ব্যাট করতে আসেন রকি ফ্লিনটফ।তিনি ছাড়াও অধিনায়ক হামজা শেখও ২১১ বলে ১০৭ রানের ইনিংস খেলেন। তাঁর ব্যাট থেকে এসেছে ১১টি চার ও ২টি ছক্কা।
আরও পড়ুন… ভিডিয়ো: বিশেষ বুট পরে ইন্টার মায়ামির ম্যাচে লিওনেল মেসি! চোট নিয়েই দলের জয় দেখলেন LM10
ইংল্যান্ড বেশ ভালো জায়গা রয়েছে-
এই ম্যাচে বিশেষ কিছু করতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। এই ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে মাত্র ৪৫.২ ওভারে ১৫৩ রানে অলআউট হয়ে যায়। কোনও ব্যাটসম্যান ২০ রানও করতে পারেননি। নব্য শর্মা প্রাণঘাতী বোলিং করেন এবং ১২ ওভারে ২টি মেডেন ওভার দিয়ে ৪৪ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন। এছাড়া হ্যারি মুর ও চার্লি বার্নার্ড ২টি করে উইকেট নেন। জানিয়ে রাখি দুই দলের মধ্যে প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল।
আরও পড়ুন… ২৬ তম জন্মদিনে শিরডির সাই বাবার মন্দিরে ইশান কিষান! ভারতীয় দলে কি ফের জায়গা করতে পারবেন?
১৬ বছর বয়সে চুক্তি পেয়েছিলেন রকি
রকি ফ্লিনটফ মাত্র ১৬ বছর বয়সে ল্যাঙ্কাশায়ার কাউন্টি ক্রিকেটের সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি পেয়েছিলেন। কিছু দিন আগে, বাবার কৌশলের মতো তার বেশ কয়েকটি ব্যাটিং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। রকি ফ্লিনটফের বাবা অ্যান্ড্রু ফ্লিনটফ ১৯৯৫ সালে ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক করেন এবং ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সেরা অলরাউন্ডার হয়ে ওঠেন। ২০০৫ সালের বিখ্যাত অ্যাশেজ সিরিজ জয়ী দলের সদস্যও ছিলেন অ্যান্ড্রু ফ্লিনটফ।
আরও পড়ুন… Copa America 2024: চ্যাম্পিয়ন হয়ে এমবাপেদের নিয়ে বর্ণবাদী গান! আর্জেন্তিনার বিরুদ্ধে তদন্তে ফিফা
প্রথম টেস্টে রান পাননি রকি
দুই দলের মধ্যে খেলা প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছিল। প্রথম ইনিংসে ৮৫.৪ ওভারে ৩২৪ রান করেছিল শ্রীলঙ্কা। জবাবে ইংল্যান্ড দল মাত্র ২৪৭ রান তুলতে সক্ষম হয়। প্রথম ইনিংসে বিশেষ কিছু করতে পারেননি রকি এবং ২১ বলে ৯ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শ্রীলঙ্কা তার দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে। পরে ম্যাচটি ড্র হয়ে যায়।