কয়েক দিন আগেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ভারত। শুধুমাত্র স্পিনার নয়, বোলিং অলরাউন্ডার নিয়ে টুর্নামেন্টে এগিয়ে যেতে চায় রোহিত শর্মারা। দল ঘোষণার পরে এমনটাই বোঝা যাচ্ছে। কারণ কুলদীপ যাদব ছাড়া বাকি যে দুই স্পিনার দলে জায়গা পেয়েছেন তারা হলেন রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। জাদেজার ব্যাটিং দক্ষতার কথা নতুন করে বলার কিছু নেই। অক্ষর প্যাটেলও ব্যাট করতে পারেন। এই পরিস্থিতিতেই দল থেকে বাদ পড়েছেন স্পিনার যুজবেন্দ্র চাহাল। তিনি দল থেকে বাদ পড়তে পারেনি তাঁর একটা আভাস এশিয়া কাপেই পাওয়া গিয়েছিল। চাহাল দল থেকে বাদ পড়ার পরে বিভিন্ন মহলে অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে।
ভারতীয় দলে ঝড়ের গতিতে উত্থান হয় যুজবেন্দ্রের। কুলদীপ যাদবের সঙ্গে জুটি বেঁধে একের পর এক ম্যাচ জেতাতে থাকেন তারা। তাদের নাম হয়ে যায় কুল-চা জুটি। এরপরই হঠাৎ ছন্দপতন। দল থেকে বাদ হতে যেতে থাকেন তারা। তবে ২০১৯ সালে বিশ্বকাপ খেলেন চাহাল। তারপর থেকেই ভারতীয় দলে ব্রাত্য হয়ে ওঠেন তিনি। কুলদীপ যাদব দীর্ঘদিন দলের বাইরে থাকার পর ফিরে এসে জাতীয় দলের সুযোগ পেয়েছেন। তবে চাহাল যতবার খেলেছেন, উইকেট নিয়েছেন।
এই চারজন অর্থাৎ জাদেজা, অক্ষর, চাহাল এবং কুলদীপ পরিসংখ্যান যদি দেখা হয় তাহলে দেখা যাবে, কুলদীপ যাদব ৩৪টি ইনিংস খেলে ৪৮টি উইকেট নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৫.৪৪। গড় ৩২.২৭। অন্যদিকে যুজবেন্দ্র চাহাল ২১টি ম্যাচ খেলে ৩৭টি উইকেট তুলে নিয়েছেন। তাঁর ইকোনমি রেট ৫.৭১। গড় ২৮.৮৯। স্যার ‘জাড্ডু’ ২৩টি ম্যাচ খেলে তুলতে পেরেছেন ২১টি উইকেট। ওভার প্রতি তাঁর ইকোনমি রেট ৫.২০। গড় করলে দাঁড়ায় ৪৫.৩৮। অন্যদিকে অক্ষর প্যাটেল ১৩টি ম্যাচ খেলে নিয়েছেন ১৩টি উইকেট। তাঁর ইকোনমি রেট ৪.৮২। গড় ৩২.৭।
বিশ্বকাপের জন্য ঘোষণা করা দল নিয়ে অনেক প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে বিরূপ মনোভাব দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন এই দল আরও শক্তিশালী হলে ভালো হতো। প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর বলেন, তিনি এই ভারতীয় দলকে দশের মধ্যে পাঁচ রেটিং দেবেন। অন্যদিকে রোহিত শর্মারা এই বছর ঘরের মাঠে বিশ্বকাপ জিততে মরিয়া হয়ে রয়েছে। তবে এই দল কতটা ভালো করবে তা বোঝা যাবে এশিয়া কাপের মূল্যায়নের পর। কারণ এশিয়া কাপে যে দল গিয়েছে, তার সঙ্গে বিশ্বকাপ দলের বিশেষ কিছু পরিবর্তন নেই।