শুভব্রত মুখার্জি: চলতি মেয়েদের এশিয়া কাপের আয়োজক দেশ শ্রীলঙ্কা। তাদের শুরুটা এই টুর্নামেন্টে বেশ ভালো ভাবেই হয়েছে। প্রথম ম্যাচেই তারা হারিয়েছে বাংলাদেশ দলকে। সাত উইকেটের বড় ব্যবধানে তারা হারিয়েছে বাংলাদেশকে। দ্বিতীয় ম্যাচে তারা খেলতে নেমেছিল সোমবার। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল মালয়েশিয়া দল। মালয়েশিয়ার বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছে তারা।এই জয়ের অন্যতম কারিগর তাদের তারকা ব্যাটার অধিনায়ক চামারি আতাপাত্তু। এদিন দুরন্ত একটি শতরানের ইনিংস খেলেছেন তিনি। আর এই ইনিংস খেলেই তিনি জায়গা করে নিয়েছেন রেকর্ড বুকে। কী সেই নজির?আসুন এক নজরে দেখে নেওয়া যাক।
আরও পড়ুন: ভারতকে দ্বিপাক্ষিক T20I সিরিজের কোনও প্রস্তাবই দেওয়া হয়নি- ভোল বদলে দাবি PCB-র
চামারি আতাপাত্তু মেয়েদের এশিয়া কাপের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে শতরান করার নজির গড়েছেন। এর আগে আর কোনও ব্যাটার মেয়েদের এশিয়া কাপে শতরান করতে পারেননি। ভারতের মিতালি রাজ শতরান করার কাছাকাছি পৌঁছলেও তা সম্ভব হয়নি। আর এদিন মিতালি রাজকেই টপকে গিয়ে এই নজির গড়েছেন চামারি আতাপাত্তু। মিতালি রাজ ২০১৮ সালে মালয়েশিয়ার বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৯৭ রান। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আর এক শ্রীলঙ্কান ব্যাটার, যিনি ২০২২ সালে থাইল্যান্ডের বিরুদ্ধে ৮১ রান করেছিলেন। তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ভারতের জেমিমা রডরিগেজ। তিনি করেছেন ৭৬ রান। ২০২২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই রান করেছিলেন তিনি। তালিকায় পঞ্চম স্থানটিও তাঁর। ২০২২ সালেই তিনি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে করেছিলেন অপরাজিত ৭৫ রান।
আরও পড়ুন: সচিনের সর্বোচ্চ টেস্ট রানের রেকর্ড ভেঙে দিতে পারেন রুট- বড় দাবি ইংরেজ প্রাক্তনীর
এদিন মারকাটারি মেজাজে ব্যাট করেন চামারি। তিনি হাঁকিয়েছেন ১৪টি চার এবং সাতটি ছয়। খেলেছেন মাত্র ৬৯ বল। ১১৯ রানে অপরাজিত থেকেছেন। স্ট্রাইক রেট ১৭২.৪৬। তৃতীয় উইকেটে তিনি অনুষ্কা সঞ্জীবনীর সঙ্গে জুটি বাঁধেন ১১৫ রানের। অনুষ্কা করেছেন ৩১ রান। শ্রীলঙ্কা এদিন চার উইকেট হারিয়ে করেছিল ১৮৪ রান। জবাবে মাত্র ৪০ রানে অলআউট হয়ে যায় মালয়েশিয়া। শ্রীলঙ্কার হয়ে শশিনী গিমহানি ৯ রানে তিন উইকেট নেন। এছাড়াও দুটি করে উইকেট নিয়েছেন কাভিন্দী এবং দিলহারি। মালয়েশিয়া ১৯.৫ ওভার পর্যন্ত ব্যাট করেও দলীয় অর্ধশতরান পার করতে পারেনি।