চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ শুরু হওয়ার আগেই অস্ট্রেলিয়া দলে জোড়া ধাক্কা। আইসিসি-র আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার তারকা জুটি। তবে এই জুটি ব্যাট হাতে নয়, বল হাতে অস্ট্রেলিয়া দলের হয়ে একাধিক সাফল্য পেয়েছেন। এবার অস্ট্রেলিয়া দলের সেই দুই গুরুত্বপূর্ণ পেসার আসন্ন আইসিসি মেনস চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না।
এই দুই পেসার হলেন প্যাট কামিন্স ও জোশ হেজেলউড। এই দুই পেসারের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়ার দলকে বেশ দুর্বল মনে করা হচ্ছে। এর কারণ হল, এর আগেই টিম অস্ট্রেলিয়া দল ইনজুরির কারণে মিচেল মার্শকে হারিয়েছে এবং সম্প্রতি অবসর নেওয়া মার্কাস স্টইনিসও দলে নেই।
আরও পড়ুন … Champions Trophy: বুমরাহর ফিটনেস নিয়ে ভারত চিন্তা করুক: সামনে এল জসপ্রীতকে নিয়ে পাক দলের পরিকল্পনা
প্যাট কামিন্স এখনও বর্ডার গাভাসকর ট্রফি ২০২৪/২৫ চলাকালীন পাওয়া গোড়ালির চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অন্য দিকে জোশ হেজলউডের হিপ ও পায়ের পেশির পুরনো চোট নতুন করে দেখা গিয়েছে, এবং এই অজি বোলারেরর হিপে সমস্যা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা মনে করেন অস্ট্রেলিয়া দল জোশ হেজেলউডের নিখুঁত লাইন লেংথ ও নিয়ন্ত্রণের অভাব অনুভব করবে। আর প্যাট কামিন্স দলে না থাকায় দল হারাবে তার অনুপ্রেরণাদায়ক নেতৃত্ব। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজি দল কামিন্সের দুর্দান্ত বোলিং এবং কার্যকর ব্যাটিং-এর প্রভাবের অভাবও বুঝতে পারবে।
আরও পড়ুন … বল করার ঠিক আগে আমি রোহিতকে বললাম… T20 World Cup 2024 ফাইনাল নিয়ে একাধিক রহস্য ফাঁস করলেন হার্দিক
এই অভিজ্ঞ জুটির ওয়ানডে ক্রিকেটে সম্মিলিত উইকেট সংখ্যা ২৮১। প্যাট কামিন্স, যিনি অস্ট্রেলিয়ার ওয়ানডে অধিনায়ক, ২০২৩ সালে দলকে বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। প্যাট কামিন্স ও জোশ হেজেলউডের মাঠে ফেরার জন্য দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ার প্রয়োজন হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির পর অস্ট্রেলিয়ার পরবর্তী বড় প্রতিযোগিতা জুনে অনুষ্ঠিত আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল।
আরও পড়ুন … সামনে এল Champions Trophy 2025-র টিম ইন্ডিয়ার নতুন জার্সি! এটা পরেই IND vs ENG ODI-এ মাঠে নামবেন রোহিত-কোহলি
দুই ম্যাচের টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলার পর চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি হিসেবে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। দুইবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’-তে রয়েছে। এই গ্রুপে টিম অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি স্কোয়াড:
অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শোর্ট, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা। এ ছাড়াও আরও চারজন ক্রিকেটারের নাম ঘোষণা করা হবে। এই চার ক্রিকেটার পরিবর্তিত খেলোয়াড় হিসাবে দলে আসবেন। এই নাম পরে ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।