বুধবার থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আর বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারতীয় দল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম অনুষ্ঠিত ম্যাচের আগে ভারতকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বিশ্বাস করেন যে, তাঁর দলের ফাস্ট বোলার এবং অলরাউন্ডাররা তাঁদের জিততে সাহায্য করবে।
‘স্পিন ও ফাস্ট বোলারদের মধ্যে আমাদের ভারসাম্য ভালো’
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে দু'বারের প্রাক্তন চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হওয়াটা সহজ হবে না বাংলাদেশের জন্য। তবে ম্যাচের আগে সংবাদিক সম্মেলনে শান্ত বলেছেন, ভারতকে হারাতে হলে পরিকল্পনা মাফিক ভালো করতে হবে এবং তিন বিভাগেই সেরাটা দিতে হবে। শান্তর দাবি, ‘আমরা গত কয়েক বছর ধরে ওয়ানডে ফরম্যাটে ভালো দল। এখানকার কন্ডিশন অনেকটা চেনা। আমি মনে করি, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগে আমাদের ভালো করতে হবে। আগামীকাল পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে ভালো ম্যাচ হতে পারে।’
আরও পড়ুন: ODI-এ ভারতের বিরুদ্ধে বাংলাদেশের রেকর্ড বেশ যন্ত্রণার, কী বলছে পরিসংখ্যান?
ভালো অলরাউন্ডার আছে
সঙ্গে তিনি যোগ করেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের ভালো স্মৃতি আছে। আমরা যদি আমাদের কৌশল বাস্তবায়ন করি, তবে আমাদের একটি ভালো সুযোগ থাকবে। আমাদের কিছু ভালো অলরাউন্ডার আছে। আমরা তাদের উপর নির্ভরশীল। সব দলই জিততে সক্ষম। সুযোগের সদ্ব্যবহার করতে হবে। আমরা খুব বেশি ভাবছি না, আমাদের কিছু ভালো ফাস্ট বোলার আছে। (নাহিদ) রানার মতো একজন ফাস্ট বোলার পেয়ে আমরা খুবই খুশি। আমাদের স্পিন ও ফাস্ট বোলারের ভারসাম্য ভালো।’
আরও পড়ুন: এদের নখরার শেষ নেই, ভারতকে উচিত শিক্ষা দিতে হবে- Champions Trophy-র আগে খোঁচা পাক প্রাক্তনী সাকলিনের
নাহিদ রানাকে উপর নির্ভরশীল অধিনায়ক শান্ত
২২ বছর বয়সী রানা তাঁর ক্যারিয়ারের প্রথম দিকে ভালো পারফর্ম করেছেন। বাংলাদেশের হয়ে তিনি ছয় টেস্ট ম্যাচে ২০ উইকেট এবং তিনটি ওয়ানডে ম্যাচে চার উইকেট নিয়েছেন। এদিকে ভারত তার ফাস্ট বোলার জসপ্রীত বুমরাহকে ছাড়াই খেলবে, যিনি পিঠের নীচের দিকে চোটের কারণে ছিটকে গিয়েছেন। তবে, শান্ত বলেছেন যে, তিনি বুমরাহ বা অন্য কোনও ব্যক্তিগত খেলোয়াড়ের কথা ভাবছেন না।
শান্ত বলেছেন, ‘আগে আমরা পেস আক্রমণ নিয়ে ভুগতাম। গত কয়েক বছর আমরা পেস বোলিংয়ে খুব ভালো করছি। নাহিদ রানার মতো পেসার পেয়েছি। গত কিছু ম্যাচে সে ভালো করেছে, জোরে বোলিং করেছে। এই মাঠে ওরকম বোলিং করলে পুরো বোলিং ইউনিট সহায়তা পাবে। প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জিং হবে। তাসকিন দারুণ বোলিং করছে। ফ্লাডলাইটে বল কিছুটা সুইং করতে পারে। ওরা ভালো জায়গায় বোলিং করলে দল উপকৃত হবে।’
এই মাঠে মোট ৫৮টি ওডিআই ম্যাচ খেলা হয়েছে
দুবাইয়ের ক্রিকেট স্টেডিয়াম এখনও পর্যন্ত ৫৮টি ওডিআই আয়োজন করেছে, যার মধ্যে প্রথম ইনিংসের গড় স্কোর ২১৮ রান। শান্ত বলেছেন যে, তাঁর দলের ব্যাটসম্যানদের পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। বাংলাদেশ অধিনায়ক দাবি করেছেন, ‘বিপিএলে (বাংলাদেশ প্রিমিয়ার লিগে) কয়েক জন ব্যাটসম্যান খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের সামঞ্জস্য বজায় রাখতে হবে। পাকিস্তানের তুলনায় এটি খুব বেশি স্কোরিং মাঠ নয়।’