চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান আয়োজক দেশ ছিল। অথচ তারাই টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে একটি ম্যাচেও জয় না পেয়ে ছিটকে গিয়েছে। তারা তাদের প্রথম দু'টি ম্যাচ হেরেছে। একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গিয়েছে। যাইহোক চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের হতাশাজনক পারফরম্যান্সের পর সমালোচনার ঝড় বয়ে চলেছে। এবার পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহিদ আফ্রিদি পুরো ক্রিকেট ব্যবস্থারই সমালোচনা করেছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি মূলত টার্গেট করেছিলেন। আফ্রিদি দাবি করেছেন যে, এখানে শুধুমাত্র মানুষগুলো পরিবর্তন হয়, কিন্তু পরিস্থিতি সেই একই থাকে। আর সেই কারণেই পাকিস্তান ক্রিকেট এখন আইসিইউ-তে রয়েছে।
পাকিস্তান ক্রিকেট আইসিইউ-তে
৯ মার্চ রবিবার দুবাইতে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে ফাইনাল খেলার মধ্য দিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে। পাকিস্তান এই টুর্নামেন্টের আয়োজক ছিল। কিন্তু তারা এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডই পার হতে পারেনি। এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহসিন নকভিও বড় ধাক্কা খেয়েছে। আসলে তিনি গত কয়েক মাস ধরে দাবি করে আসছিলেন যে এবার টুর্নামেন্টের জন্য তাঁরা ভালো দল করেছেন। এই প্রেক্ষিতেই আফ্রিদি নাকভিকে একহাত নিয়েছেন।
একটি ইভেন্ট চলাকালীন মিডিয়ার সঙ্গে কথা বলার সময়ে শহিদ আফ্রিদি বলেছেন যে, ‘প্রত্যেক বারই যিনি পিসিবি চেয়ারম্যান হন, তিনিই নে করেন যে, সব কিছু ঠিক করে দিতে পারবেন। কিন্তু মানুষ বদলে গেলেও, সিস্টেমের কেন বদল হয় না? দেখে মনে হচ্ছে, পাকিস্তানের ক্রিকেট এখন আইসিইউতে রয়েছে এবং বড় টুর্নামেন্টের আগেই শুধুই অস্ত্রোপচারের কথা বলা হয়ে থাকে।’
আরও পড়ুন: IPL জয়ের পরেও যোগ্য স্বীকৃতি আমি পাইনি… KKR-এর অবহেলা নিয়ে অভিমানী শ্রেয়স
প্রশ্ন উঠেছে, অধিনায়ক পরিবর্তন নিয়ে
শুধু তাই নয়, পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচক কমিটির সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন শহিদ আফ্রিদি। চ্যাম্পিয়ন্স ট্রফির পর নিউজিল্যান্ড সফরের জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দল ঘোষণার পাশাপাশি, নির্বাচক কমিটি মহম্মদ রিজওয়ানকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয় এবং তাঁর জায়গায় আগা সলমনকে নেতৃত্বের দায়িত্ব দেন। তবে আফ্রিদি এই সিদ্ধান্তে একেবারেই খুশি নন এবং তাঁর সাফ দাবি, রিজওয়ানের উপর আস্থা রাখা উচিত ছিল। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই পাকিস্তানের ক্রিকেট বোর্ড রিজওয়ানকে অধিনায়ক করেছিল, কিন্তুন ৫-৬ মাসের মধ্যেই তাঁকে সরিয়ে দেওয়া হল।
ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না নাকভি
এ ছাড়া পাক বোর্ডের প্রধান মহসিন নাকভিকে নিয়েও আফ্রিদি ক্ষোভ প্রকাশ করেছেন। আফ্রিদি বলেছেন যে, নাকভির ক্রিকেট সম্পর্কে কোনও জ্ঞান নেই। এ কথা নাকভি নাকি নিজেই স্বীকরা করেছেন। আফ্রিদির দাবি, ‘কিছু দিন আগে লাহোরে চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম। মাঠের উন্নয়ন, গদ্দাফি স্টেডিয়ামে কাজ, সবই বেশ ভালো এবং সুন্দর। তিনি কাজ করেছেন এবং আরও কাজ করতে চান। কিন্তু তিনি এটাও বলেছেন যে, ক্রিকেট সম্পর্কে কিছুই জানেন না।যখন আপনি ক্রিকেট সম্পর্কে জানেন না, তখন আপনার উচিত ভালো, টেকনিক্যাল মানুষদের সঙ্গে কাজ করা, যাঁদের খেলাধূলার সঙ্গে সম্পর্ক আছে।’