শুক্রবার অবশেষে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান। দীর্ঘদিন পর ফখর জামান দলে ফিরেছেন। একটা সময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে তার মতানৈক্যের পর জায়গা পেলেন ফখর জামান। এ দিকে কেপটাউনে টেস্ট খেলার সময় গোড়ালির চোট পাওয়া সাইম আইয়ুব দল থেকে বাদ পড়েছেন।
তবে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ক্ষোভের সঞ্চার করেছে ফাহিম আশরাফের নির্বাচন। যিনি শেষবার ২০২৩ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন।
কেউ বললেন রাজনৈতিক নির্বাচন, কারোর মতে এটা এক প্রকার রসিকতা
দুবাইয়ে চলতি ILT20 টুর্নামেন্টের ফাঁকে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম পাকিস্তান ক্রিকেট বোর্ডের নির্বাচকদের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, ফাহিম আশরাফ ও খুশদিল শাহের পারফরম্যান্স ভালো নয় এবং পাকিস্তান মাত্র একজন স্পিনার দলে রেখেছে, যেখানে ভারত চারজন স্পিনার নির্বাচন করেছে।
আরও পড়ুন… ISL 2024-25: শুভাশিস ও মনবীরের জোড়া গোল, ১০ জনের মহমেডানকে ৪-০ হারাল মোহনবাগান
আক্রম বলেন, ‘ফাহিম আশরাফকে অলরাউন্ডার হিসেবে দলে নেওয়া হয়েছে, কিন্তু সাম্প্রতিক সময়ে তার ব্যাটিং গড় ৮ এবং বোলিং গড় ১০০! এছাড়া, খুশদিল শাহের পারফরম্যান্সও ভালো নয়। আমরা মাত্র এক স্পিনার নিয়েছি, অথচ ভারত চারজন স্পিনার নির্বাচন করেছে।’
পাকিস্তানের আর এক প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও আক্রমের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেছেন। এই নির্বাচনকে ‘রাজনৈতিক’ বলে অভিহিত করেছেন রশিদ লতিফ। Telecomeasia.net-এ তিনি বলেন, ‘এটি একটি রাজনৈতিক নির্বাচন বলে মনে হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘ফাহিমের সাম্প্রতিক কোনও পারফরম্যান্স নেই যা তাকে দলে নেওয়ার যোগ্যতা দেয়। তার রেকর্ডও আশানুরূপ নয়।’
আরও পড়ুন… আমি সবসময়ই আপনার দক্ষতা এবং কৌশলকে… ঋদ্ধিমান সাহার বিদায়ী মঞ্চে ঋষভ পন্তের হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি
উল্লেখ্য, ফাহিম আশরাফ ৩৪ ওয়ানডে ম্যাচে ৪৬.৩০ গড়ে ২৬ উইকেট নিয়েছেন এবং ২৪ ইনিংসে মাত্র ২২৪ রান করেছেন, তাঁর গড় মাত্র ১০.৬৬। লতিফ আরও বলেন, ‘পাকিস্তান এমন কিছু খেলোয়াড় দলে নেয়নি, যারা অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভালো পারফর্ম করেছিল। এই দলে এমন খেলোয়াড় আছে, যেমন ফাহিম আশরাফ, ফখর জামান ও সৌদ শাকিল, যারা গত তিনটি সফরে ছিলেন না। এখন অধিনায়ক মহম্মদ রিজওয়ানের দায়িত্ব হবে সেরা একাদশ গঠন করা, যেমন ১৯৯২ সালে ইমরান খান ও ২০০৯ সালে ইউনিস খান করেছিলেন।’
আরও পড়ুন… এটা কি IPL হচ্ছে নাকি… শিবমের কনকাশন সাবস্টিটিউট হিসেবে কী করে হর্ষিত অনুমোদন পেলেন? অশ্বিনের প্রশ্ন
পাকিস্তানের প্রাক্তন ফাস্ট বোলার তানভীর আহমেদও পিসিবির নির্বাচন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। এই নির্বাচনকে ‘রসিকতা’ বলে অভিহিত করেছেন তানভীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা এমন এক দল নির্বাচন করেছি, যা আমাদের কন্ডিশনে রীতিমতো রসিকতার মতো। ভারতের দিকে তাকান, তারা চারজন বিশ্বমানের স্পিনার নিয়েছে— রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দার, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। আর আমরা? মাত্র একজন স্পিনার, আবরার আহমেদ!’
তানভীর Telecomeasia.net-এ দেওয়া সাক্ষাৎকারে আরও বলেন, ‘এই দল 'পারচি' (সুপারিশ) দিয়ে গঠিত। এর জন্য নির্বাচকমণ্ডলীকেই দায় নিতে হবে। গত তিনটি সফরে যারা ভালো খেলেছে, তাদের বাদ দেওয়ার কোনও দরকার ছিল না।’