ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে স্কোয়াডের সকলকে ঘুরিয়ে ফিরিয়ে মাঠে নামায় ভারতীয় দল। উদ্দেশ্য ছিল একটাই, চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা কম্বিনেশন নির্ধারণ। বলা বাহুল্য, ভারতীয় টিম ম্যানেজমেন্ট এক্ষেত্রে যথাযথ কম্বিনেশনের হদিশ পেয়েছে বলা যায়।
২০ ফেব্রুয়ারি অর্থাৎ, বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করছে ভারত। দুবাইয়ে প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। তুলনায় দুর্বল দল হলেও বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার ভুল করবে না টিম ইন্ডিয়া। কেননা চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম্যাটই এমন যে, একটি ম্যাচ হারলেই সেমিফাইনালে ওঠার রাস্তা নিতান্ত কঠিন হয়ে দাঁড়াতে পারে। তাই বুঝতে অসুবিধা হয় না যে, প্রথম ম্যাচ থেকেই পূর্ণ শক্তির দল নিয়ে লড়াই চালাবেন রোহিত শর্মারা।
ইংল্য়ান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওয়ান ডে ম্যাচে ভারত বিশ্রাম দেয় স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা ও তারকা পেসার মহম্মদ শামিকে। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে জাদেজা ও শামি যে প্রথম একাদশে ফিরবেন, সেটা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন হয় না। জসপ্রীত বুমরাহ না থাকায় টুর্নামেন্টে শামিই ভারতের এক নম্বর পেসার। অন্যজদিকে জাদেজা শুধু অল-রাউন্ডার হিসেবে নয়, বরং দলের এক নম্বর স্পিনার হিসেবেও বিবেচিত হচ্ছেন।
জাদেজাকে সম্ভবত জায়গা ছেড়ে দেবেন ওয়াশিংটন সুন্দর। শামি ফিরলে বসতে হবে আর্শদীপ সিং বা হর্ষিত রানার মধ্যে কোনও একজনকে। এক্ষেত্রে আর্শদীপের মাঠে নামার সম্ভাবনা প্রবল। কেননা বড় মঞ্চে তিনি পরীক্ষিত। তাছাড়া তিনিই স্কোয়াডের একমাত্র বাঁ-হাতি পেসার। হর্ষিত সেই তুলনায় অনভিজ্ঞ।
রোহিত শর্মাদের আরও একটি জায়গা নিয়ে দোলাচলতা দেখা দিতে পারে। কুলদীপ যাদব নাকি বরুণ চক্রবর্তী, কাকে খেলানো হবে, সেই বিষয়ে টানাপোড়েন দেখা দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টে। এক্ষেত্রে কুলদীপের পাল্লা ভারি। তবে বরুণের সাম্প্রতিক ফর্ম তাঁকে লড়াইয়ে টিকিয়ে রেখেছে ভালো মতোই।
লোকেশ রাহুলই যে বাংলাদেশ ম্যাচে উইকেটকিপিং করবেন, সেটা জলের মতো পরিষ্কার। অর্থাৎ, ঋষভ পন্তকে বসতে হবে রিজার্ভ বেঞ্চে। ব্যাটিং অর্ডারে কোনও রদবদলের সম্ভাবনা উঁকি দিচ্ছে না।
বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচের জন্য ভারতের সম্ভাব্য একাদশ
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব/বরুণ চক্রবর্তী, মহম্মদ শামি ও আর্শদীপ সিং/হর্ষিত রানা।