বুধবার শুরু হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল ২০ ফেব্রুয়ারি, অর্থাৎ টুর্নামেন্টের দ্বিতীয় দিনে চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এ নিজেদের অভিযান শুরু করবে। অভিযান শুরুর আগে প্রাক্তন ভারতীয় তারকা দীনেশ কার্তিক জসপ্রীত বুমরাহর বদলি এবং স্কোয়াডে পাঁচজন স্পিনার নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের স্কোয়াডে একেবারে শেষ মুহূর্তে ২টি রদবদল করা হয়। চোট পেয়ে ছিটকে যাওয়া জসপ্রীত বুমরাহর জায়গায় তরুণ পেসার হর্ষিত রানাকে দলে নেওয়া হয়। এছাড়া ওপেনার যশস্বী জসওয়ালকে বাদ দিয়ে স্পিনার বরুণ চক্রবর্তীকে সুযোগ দেওয়া হয়। চক্রবর্তী ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডের পঞ্চম স্পিনার। কার্তিক পাঁচজন স্পিনার নিয়ে টুর্নামেন্টে যাওয়ার ভারতের সিদ্ধান্তে খুব একটা খুশি নন।
কার্তিক মনে করেন, বুমরাহর আদর্শ বদলি হতে পারতেন পেসার মহম্মদ সিরাজ। তিনি ক্রিকবাজকে বলেন, ‘দেখুন, যদি অভিজ্ঞতার ভিত্তিতে বলা হয়, তাহলে সিরাজ আদর্শ বিকল্প হতে পারত। তবে হর্ষিত ইংল্যান্ডের বিরুদ্ধে খুব ভালো বল করেছে। আমার মনে হয় ভারতীয় দল হর্ষিত রানার বোলিংয়ে অনেক বেশি প্রভাবিত। আমার মনে হয়, টিম ইন্ডিয়া এখন সিরাজের থেকে হর্ষিতকে বেশি প্রাধান্য দিচ্ছে।’
ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ দুবাইতে অনুষ্ঠিত হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে চমৎকার পারফর্ম্যান্স উপহার দেন স্পিনার অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা। তাঁর প্লেয়িং ইলেভেনে থাকা প্রায় নিশ্চিত। দুবাইয়ের পরিস্থিতিতে কুলদীপ যাদব ভারতের জন্য এক্স-ফ্যাক্টর হতে পারেন। স্পিনার অল-রাউন্ডার অক্ষর প্যাটেল ব্যাট হাতেও কার্যকরী। তাই তাঁকে উপেক্ষা করাও সহজ নয়। কার্তিক বলেন, স্কোয়াডে পাঁচজন স্পিনার থাকার অর্থ, যথাযথ কম্বিনেশন নিয়ে নিশ্চিত নয় টিম ম্যানেজমেন্ট।
কার্তিক বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার মনে হয়, পাঁচজন স্পিনার অনেক বেশি। আমার ধারণা, ভারত চারজন স্পিনার দিয়েও কাজ চালাতে পারত। আর এখানেই আমার মনে একটু দ্বিধা দেখা দিচ্ছে। কোন কম্বিনেশনে দল নামাবে, টিম ম্যানেজমেন্ট হয়তো সেই বিষয়ে নিশ্চিত নয়।’
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল (ভাইস ক্যাপ্টেন), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, মহম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর।