চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-তে নতুন জার্সি পরে মাঠে নামবে রোহিত শর্মাদের টিম ইন্ডিয়া। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় পুরুষ ক্রিকেট দল ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এই নতুন জার্সি পরেই মাঠে নামবে। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ঘরের মাঠে হতে চলা এই সিরিজ শুরু হবে বৃহস্পতিবার, নাগপুরের ভিডিসিএ স্টেডিয়ামে।
গত বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরের সময় ভারতের যে ওয়ানডে জার্সি ছিল, নতুন কিটের সঙ্গে তার একটি বড় পার্থক্য হল কাঁধের অংশে ত্রিবর্ণের গ্রেডিয়েন্ট ডিজাইন। পুরুষ দলের জন্য এটি নতুন হলেও, হরমনপ্রীত কৌর নেতৃত্বাধীন ভারতীয় মহিলা দল এটি প্রথম পরেছিল গত মাসে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে হওয়া সিরিজে। আসলে, গত নভেম্বরে প্রাক্তন বিসিসিআই সচিব ও বর্তমান আইসিসি চেয়ারম্যান জয় শাহ মহিলা দলের সঙ্গে মিলে এই জার্সির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।
আরও পড়ুন … IND vs ENG 1st ODI: বুমরাহর স্ক্যানের রিপোর্টের অপেক্ষায় আছি: ভারতীয় বোলিং ইউনিট নিয়ে কী বললেন রোহিত শর্মা?
নতুন জার্সি, নতুন জয়?
নতুন জার্সি গায়ে চাপিয়ে, পুরনো ব্যর্থতা ভুলে সামনে এগিয়ে যেতে চাইবে ভারতীয় দল। ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতির শেষ ধাপে থাকা এই সিরিজের গুরুত্ব আরও বেড়ে গেছে, কারণ ভারত শেষবার কোনও ওয়ানডে খেলেছিল ২০২৪ সালের জুলাই মাসে। তাছাড়া, টুর্নামেন্টের আগে দুবাইয়ে কোনও প্রস্তুতি ম্যাচ খেলবে কিনা, তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আরও পড়ুন … ISL 2024-25: যুবভারতীতে টানা ৯ ম্যাচে জয়! সুপার সিক্স পর্বে প্রবেশ করে লিগ শিল্ড জয়ের আরও কাছে মোহনবাগান
সকলের নজর থাকবে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলির ওপর, যারা সাম্প্রতিক টেস্ট পারফরম্যান্সের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছেন। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের পরও প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হওয়া এই দুই তারকা এবার নজর দিতে চাইবেন তাদের প্রিয় ফরম্যাটে। ২০২৩ বিশ্বকাপে কোহলি ৭৬৫ ও রোহিত ৫৯৭ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে ছিলেন।
আরও পড়ুন … IND vs ENG ODI: এটা কী ধরনের প্রশ্ন? সাংবাদিক সম্মেলনের মধ্যেই মেজাজ হারালেন রোহিত শর্মা
ভারতের বোলিং বিভাগও চাপের মুখে থাকবে, বিশেষ করে জসপ্রীত বুমরাহর ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে। জানুয়ারির শুরুতে পিঠে চোট পাওয়ার পর থেকে মাঠের বাইরে থাকা জসপ্রীত বুমরাহকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হলেও, তার অংশগ্রহণ এখনও নিশ্চিত নয়। ফলে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজে দলের বোলিং নেতৃত্ব থাকবে মহম্মদ শামি ও আর্শদীপ সিংয়ের কাঁধে। তবে অনেকেই বরুণ চক্রবর্তীকে দেখতে চাইবেন।