এবছর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হচ্ছে ১৯ ফেব্রুয়ারি। ২০ ফেব্রুয়ারি টুর্নামেন্টে নিজেদের অভিযান শুরু করবে ভারতীয় দল। তার আগে ক্যাপ্টেন রোহিত শর্মা-সহ ভারতীয় ক্রিকেটারদের ডাক পড়ে আইসিসির ফটো সেশনে।
যে কোনও আইসিসি ইভেন্টের আগেই সব দেশের ক্রিকেটারদের আইসিসির ফটো সেশনে হাজির হতে হয়। বিষয়টি যে সব খেলোয়াড়দের কাছে মজাদার মনে হয়, এমনটা নয় মোটেও। বিশেষ করে যাঁরা দীর্ঘদিন এমন ইভেন্টে হাজির হতে অভ্যস্ত, তাঁদের কাছে এই ফটো সেশন একঘেঁয়ে বিরক্তিকর মনে হতে পারে। যদিও রবীন্দ্র জাদেজার মতো ক্রিকেটাররা বিষয়টি উপভোগ করেন বলে বোঝা গেল স্পষ্ট।
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে সোমবার সোশ্যাল মিডিয়ায় ক্রিকেটারদের ফটোশুটের ছবি পোস্ট করা হয়। মঙ্গলবার একটি ভিডিয়োর লিঙ্ক পোস্ট করা হয় বোর্ডের তরফে, যেখানে আইসিসির এই বিশেষ ইভেন্টে হাজির হওয়ার আগে ভারতীয় ক্রিকেটারদের হিসাব করতে দেখা যায় যে, তাঁরা কতবার আইসিসির এই ফটো সেশনে হাজির হয়েছেন। অর্থাৎ, ক'টি আইসিসি ইভেন্টে অংশ নিয়েছেন টিম ইন্ডিয়ার সুপারস্টাররা, সেটা বোঝা যায় এই পরিসংখ্যানেই।
বলা বাহুল্য, এই নিরিখে রোহিত শর্মার পরিসংখ্যান হিসাব করে বিস্ময় প্রকাশ করতে দেখা যায় রবীন্দ্র জাদেজা, শুভমন গিলদের। আসলে রোহিত শর্মাই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি আইসিসি ইভেন্টে মাঠে নেমেছেন। তাই আইসিরি এই ফটো সেশনে সব থেকে বেশিবার ডাক পড়েছে তাঁর।
ভিডিয়োর শুরুতেই গাড়িতে পাশাপাশি বসা রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজাকে নিজেদের মধ্যে আলোচনা করতে শোনা যায়। জাদেজা বলেন, ‘এখন আমরা যাচ্ছি হেডশট ফটোশুটে।’ পরক্ষণেই রোহিত শর্মা মনে মনে গুণে নিয়ে নিজের কত নম্বর ফটোশুট এটি, তা জানান জাদেজাকে। প্রাথমিকভাবে রোহিত বলেন যে, এটি তাঁর ১৫ নম্বর আইসিসি ইভেন্টের ফটোশুট। পরে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের কথা মনে পড়ায় রোহিত সংখ্যাটা বদলে ১৭ করে দেন।
আসলে রোহিত শর্মা ২০০৭ থেকে ২০২৪ পর্যন্ত সব টি-২০ বিশ্বকাপেই মাঠে নেমেছেন। এখনও পর্যন্ত যে ৯টি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে, সবেতেই খেলেছেন হিটম্যান। এছাড়া ২০১৫, ২০১৯ ও ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপে মাঠে নামেন রোহিত। সেই সঙ্গে ২০১৩, ২০১৭ ও এবার ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফটো সেশনে অংশ নিতে হয় তাঁকে। এছাড়া ২০২১ ও ২০২৩ সালে ২ বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও অংশ নেন রোহিত। সব মিলিয়ে সংখ্যাটা দাঁড়ায় ১৭।
রবীন্দ্র জাদেজা জানান যে, তিনি ২০০৭ ও ২০১২ সালের টি-২০ বিশ্বকাপে মাঠে নামেননি। সুতরাং, এই নিয়ে মোট ১৫ বার আইসিসি ইভেন্টের ফটো সেশনে অংশ নেন তিনি।