ভারতীয় ক্রিকেট দলের কোচের পদে এসেছেন গৌতম গম্ভীর। কদিন আগেই তাঁর নাম বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মাদের হেডস্যার হিসেবে। আর তিনি দলের আসার সঙ্গে সঙ্গেই ভারতীয় দলে প্রত্যাবর্তন হয়েছে নাইট রাইডার্সের অধিনায়ক শ্রেয়স আইয়ারের। সুয়োগ পেয়েছেন তরুণ জোরে বোলার হর্ষিত রানা। কেকেআরে নিজের অধীনে খেলা বিশ্বস্ত সৈনিকদের ওপরই ভরসা রেখেছেন টিম ইন্ডিয়ার নয়া হেড কোচ। এরই মধ্যে কলকাতা নাইট রাইডার্সে গৌতম গম্ভীরের সঙ্গে এবছর কাজ করা চন্দ্রকান্ত পণ্ডিত জানাচ্ছেন গম্ভীররে কোচ হওয়ার খবর শুনে, তাঁকে ঠিক কি বলেছিলেন। দুজন একসঙ্গে কাজ করে এবার কেকেআরকে আইপিএল চ্যাম্পিয়ন করেছিলেন।
আরও পড়ুন-‘২৪ রান দেওয়ার পর ভেবেছিলাম সব শেষ’! রোহিতের পেপ টকেই বদলে যায় চিত্র…ফাঁস অক্ষরের
আইপিএল শেষের আগে থেকেই একটা অনুমান করা হয়েছিল যে রাহুল দ্রাবিড় পরবর্তী যুগে মেন ইন ব্লুজদের হেডস্যারের ভূমিকায় দেখা যাবে গৌতিকেই, যদিও ক্ষীণ আশঙ্কাও ছিল। কারণ নিজের মনের মতোই পুরো সাপোর্ট স্টাফের টিম তৈরি করতে চেয়েছিলেন তিনি। তবে অন্যান্য অঙ্ক মিলে যেতেই দিল্লির তারকার ওপরই ভারতীয় দলের ভবিষ্যৎ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এবার কলকাতা নাইট রাইডার্সে হেড কোচের পদে থাকা চন্দ্রকান্ত পণ্ডিত জানাচ্ছেন, গৌতির কোচ হওয়ার খবর পেয়ে তাঁকে ঠিক কি বলেছিলেন।
চন্দ্রকান্ত পণ্ডিত বলছেন, ‘এই কাজ ওর কাছে অত্যন্ত সম্মানের। আমি ওকে মেসেজ করেছি। কারণ দেশের হয়ে ওর এখন অনেক বড় দায়িত্ব। সেই মেসেজ দেখে গম্ভীরও পাল্টা আমায় উত্তর দিয়েছে। আমি নিশ্চিত যেভাবে গত কয়েক বছর ধরে কোচ এবং মেন্টরের দায়িত্বে সাফল্যে সঙ্গে কাজ করে আসছে গম্ভীর, জাতীয় দলের হয়েও সেভাবেই কাজ করবে এবং সাফল্য এনে দেবে ’।
আরও পড়ুন-ওডিআই বিশ্বকাপে পারফর্ম করেও ব্রাত্য! শ্রীলঙ্কা সিরিজে সুযোগ পেয়ে জবাব রাহুলের…
ভারতীয় দলে গৌতম গম্ভীর কোচের পদে আসার পরই ব্যাটিং কোচ হিসেবে অভিষেক নায়ারকে চেয়েছিলেন তিনি। যদি জল্পনা সত্যি হয় তাহলেই তিনিই ব্যাটিং কোচ হবেন। সেই নিয়েও কেকেআরের হেড কোচ বলছেন, ‘এটা অভিষেক নায়ারের কাছে একটা বড় সুযোগ হতে চলেছে। গত কয়েকবছর ধরেই কেকেআর খুব ভালো কাজ করেছে অভিষেক। ও আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ সদস্য। এই সুযোগ ওর কাজে লাগানো উচিত ’। গৌতম গম্ভীর এবং অভিষেক নায়ার একসঙ্গে কেকেআর ছাড়লে কিছুটা হলেও কোচিং ইউনিট নিয়ে সমস্যায় পড়তে চলেছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি, তা বলাই বাহুল্য।