আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ শুরু হতে আর বেশি সময় বাকি নেই। এই মেগা ইভেন্টের প্রথম ম্যাচটি ভারতীয় সময় ২ জুন সকাল ৬টায় অনুষ্ঠিত হবে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। মোট ২০টি দল অংশ নিচ্ছে এই টুর্নামেন্টে। এই দল গুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে এবং প্রত্যেকটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। ভারতের সঙ্গে গ্রুপ-এ-তে রয়েছে কানাডা দল।
আরও পড়ুন… কবে অবসর নেবেন কোহলি? হঠাৎ করেই বিশ্ব ক্রিকেটকে অবাক করে দেবেন বিরাট, মাইকেল ভনের বড় দাবি
কত দিন ধরে কানাডা ক্রিকেটের সঙ্গে যুক্ত ছিলেন পুবুদু দাসানায়েক
তবে বর্তমানে কানাডিয়ান দলে চরম বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে। যেখানে টুর্নামেন্ট শুরুর আগে হঠাৎ করেই দলের প্রধান কোচকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসলে পুবুদু দাসানায়েককে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সেই দেশের ক্রিকেট প্রশাসকরা। গত দুই বছর ধরে তার কোচিংয়েই দল বিশ্ব ক্রিকেটে অনেকটা এগিয়ে এসেছিল।
আরও পড়ুন… তাহলে হয়তো RCB অনেক আগেই IPL জিতে যেত… ফের কি অম্বাতি রায়ডুর নিশানায় বিরাট কোহলি?
কানাডা ক্রিকেটে পুবুদু দাসানায়েকের ভূমিকা কী?
টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন পুবুদু দাসানায়েক। টি-টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য কানাডিয়ান দলের বড় ভূমিকা পালন করেছিলেন তাদের দলের প্রাক্তন প্রধান কোচ। পদে থাকাকালীন পুবুদু দাসানায়েক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি কানাডিয়ান দলের সঙ্গে এই দায়িত্বে নিজের দ্বিতীয় মেয়াদ পালন করছিলেন। ২০২২ সালে কানাডিয়ান দলে যোগ দেওয়ার আগে, দাসানায়েকে নেপাল এবং আমেরিকা দলের প্রধান কোচের পদেও নিজের দায়িত্ব পালন করেছিলেন। কানাডিয়ান দলের হয়েও খেলেছেন শ্রীলঙ্কার প্রাক্তন খেলোয়াড় পুবুদু দাসানায়েক।
আরও পড়ুন… কোনও অজিকে প্রস্তাব দেওয়া হয়নি কোচ হওয়ার জন্য, দাবি জয় শাহর, তাহলে কী বলছিলেন পন্টিং, ল্যাঙ্গার?
কেন সরিয়ে দেওয়া হল দাসনায়েককে?
দলে মতপার্থক্যের কারণে পুবুদু দাসনায়েককে সরিয়ে দেওয়া হল বলে খবর পাওয়া যাচ্ছে। কানাডিয়ান দলের প্রধান কোচের পদ থেকে পুবুদু দাসানায়েককে সরিয়ে দেওয়ার সবচেয়ে বড় কারণ ছিল দলের মধ্যে ক্রমবর্ধমান মতবিরোধ। প্রকৃতপক্ষে, ক্রিকবাজের একটি প্রতিবেদন অনুসারে, দলে দাসানায়েককে নিয়ে দীর্ঘদিন ধরে মতপার্থক্য তৈরি হয়েছিল। এই পার্থক্যগুলি এতটাই বেড়ে গিয়েছিল যে খেলোয়াড়রা তাদের ক্রিকেট বোর্ডকে দাসানায়েককে তার পদ থেকে সরিয়ে দিতে বলেছিলেন।
আরও পড়ুন… T20 WC 2024-এর আগে অবসরের ইঙ্গিত দিলেন শিখর ধাওয়ান! চোট নিয়েও দিয়েছেন বড় আপডেট
যদিও সমস্ত খেলোয়াড় এতে জড়িত ছিল না। দাসানায়েককে অপসারণের পাশাপাশি কানাডা ক্রিকেট বোর্ডের তিন সদস্যের কমিটি তাদের পদ থেকে আরও দুই সদস্যকে অপসারণ করেছে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নেওয়া এই সিদ্ধান্ত কানাডিয়ান দলের পারফরম্যান্স নিয়েও প্রশ্ন তুলেছে। কানাডাকে স্বাগতিক আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে হবে ২ জুন। এবং ৭ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলবে তারা। এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের ম্যাচটি খেলতে হবে ১১ জুন। ১৫ জুন, কানাডিয়ান দল ভারতের বিরুদ্ধে তাদের গ্রুপের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে।