ইংল্যান্ডের ক্রিকেট লিগ দ্য হান্ড্রেডে দলের মালিকানা নিলেন বিখ্যাত ফুটবল ক্লাব চেলসি এফসির মালিক টড বোহলি। তিনি দ্য হান্ড্রেডের দল ট্রেন্ট রকেটসের শেয়ার কিনলেন। সাম্প্রতিক সময় চেলসি ফুটবল ক্লাবের সময়টা ভালো যাচ্ছে না। ইংলিশ প্রিমিয়র লিগ হোক বা এফএ কাপ, ইউরোপা লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, চেলসি থাকছে পিছনের দিকেই।
ট্রেন্ট রকেটস দলের ৪৯ শতাংশ শেয়ার কিনলেন টড বোহলি। তাঁর রিয়াল এস্টেট সংস্থা কাইন ইন্টারন্যাশনালের মাধ্যমে তিনি দ্য হান্ড্রেডে বিনিয়োগ করতে চলেছেন। এই সংস্থার যুগ্ম মালিক হলেন টড বোহলি এবং ব্রিটেনের ব্যবসায়ী জোনাথন গোল্ডস্টাইন। এবারের এই প্রতিযোগিতার হাইপ যেখানে উঠতে, তাতে বিশ্বব্যাপী যে দ্য হান্ড্রেডের জনপ্রিয়তা গড়ে উঠবে, তাও বলাই যায়।
আরও পড়ুন-শততম টেস্টে ক্রিকেটকে বিদায়! শেষ ইনিংসে করুণারত্নে করলেন ১৪, দুই ইনিংস মিলিয়ে ৫০
জানা যাচ্ছে ইংল্যান্ডের দ্য হান্ড্রেডের দল কিনতে নাকি প্রায় ৪০ মিলিয়ন পাউন্ড অর্থ খরচা করেছেন তাঁরা। যার ফলে এই ক্লাব বা ফ্র্যাঞ্চাইজির ভ্যালুয়েশন গিয়ে ঠেকেছে ৭৯ মিলিয়ন পাউন্ডে। এই নিয়ে এই প্রতিযোগিতার মোট সাতটি দলের মালিকানা বা শেয়ার বিক্রি হয়ে গেল। এখনও পর্যন্ত ৭টি দলের মালিকানার পিছনে বিনিয়োগ হয়েছে ৫০০ মিলিয়ন পাউন্ড, আর সব কটা ফ্র্যাঞ্চাইজির ভ্যালুয়েশন গিয়ে ঠেকেছে ৮২০ মিলিয়ন পাউন্ডে।
অবশ্য নটিংহ্যামশায়ার দলই সিংহভাগ শেয়ার ধরে রাখল ট্রেন্ট রকেটসে। তাঁরা এই দলের প্রধান এবং প্রথম মালিক বলা যায়। ইংল্যান্ড ক্রিকেট বোর্ড শেয়ার বিক্রির কথা ঘোষণা করতেই ইংল্যান্ডের চেলসি ফুটবল ক্লাবের মালিকরাও ঝাঁপিয়েছিল দল কিনতে। এবার ফুটবলের পাশাপাশি চেলসির কর্ণধারের ক্রিকেট দলও হয়ে গেল।
আরও পড়ুন-আয়ুবের চোট, ICC চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওপেনার কে? রিজওয়ান বলছেন, ‘কিং কর লেগা’,
প্রসঙ্গত এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজি মালিকরাও ইংল্যান্ডের দ্য হান্ড্রেড প্রতিযোগিতায় দল কিনেছিল। এছাড়াও মোহনবাগান এবং লখনউ সুপার জায়ান্টের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার সংস্থাও দল কিনেছে দ্যা হান্ড্রেডে। ভারতের ব্যবসাদারদের মধ্যে অনেকেই ইংল্যান্ডের এই ১০০ বলের ম্যাচের প্রতিযোগিতায় বিনিয়োগ করতে রাজি।