IPL 2025-র ম্যাচে ইডেন গার্ডেন্সে যখন বিদেশি তারকা ডেভন কনওয়ে দুই বলের খদ্দের হয়ে বাড়ি ফিরলেন, তখনই নজর কাড়লেন ভারতীয় নবাগত ক্রিকেটার উর্ভিল প্যাটেল। তিনি যে ঢংয়ে ব্যাটিং করলেন এদিন, তা নজর কাড়ল সকলেরই। কার্যত আউট অফ দ্য সিলেবাস হিসেবে এসেই তিনি শাসন করে দিলেন মইন আলিদের।
দুরন্ত ব্যাটিং উর্ভিলের
যখন তিনি ১১রানে ৩১ রান করে সাজঘরে ফিরলেন, তখন স্কোরশিট বলছিল সিএসকের রান ৩ ওভারে ৩ উইকেটে ৩৭। বহুদিন পর আইপিএলে মাত্র তিন ওভারেই এত রান তুলে ফেলল চেন্নাই সুপার কিংস। নিজের অভিষেক ম্যাচেই তিনি যে এমন ঝড় দেখিয়ে দেবেন ক্রিকেটের নন্দনকাননে, তা অনেকেই ভাবতে পারেনি।
প্রথম ওভারের দ্বিতীয় বলে ০ রানে আয়ুষ মাত্রে সাজঘরে ফিরতেই মাঠে নামেন উর্ভিল প্যাটেল। প্রথম বলেই তিনি বৈভব অরোরার বলে অফ সাইডে বড় শট খেলার চেষ্টা করেন। সেই বল ঠিকঠাক কানেক্ট না হলেও এরপরের বলেই সটান ছয় মেরে দেন বরোদার এই ২৬ বছর বয়সী ক্রিকেটার। মিডউইকেটের ওপর থেকে ছয় মারার পর রণংদেহী মেজাজে দেখা যায় তাঁকে।
মইন আলিকে শাসন করলেন উর্ভিল
দ্বিতীয় ওভারে মইন আলি বল করতে আসেন। প্রথম বলেই মিডউইকেটের ওপর থেকে ছয় মেরে তাঁকে স্বাগত জানান উর্ভিল, এরপর দ্বিতীয় বলটি তিনি চার মারলেন। তৃতীয় বলেও তিনি ইংরেজ স্পিনারকে নাস্তানাবুদ করে ছেড়ে দিলেন, স্কোয়ার লেগের ওপর থেকে ছয় মারলেন। সেই ওভারেরই পঞ্চম বলে অবশ্য মইন আলির বলে আউট হয়ে ০ রানে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে।
অশ্বিনকে নামিয়ে মাস্টারস্ট্রোকের চেষ্টা
এরপরই মাঠে নামেন চেন্নাইয়ের তুরুপেস তাস রবিচন্দ্রন অশ্বিন। শিবম, রাহুল, বিজয়দের খেলা দেখে হতাশ ধোনি ব্যাট করতে টপ অর্ডারে পাঠান অশ্বিনকে। কিন্তু প্রথম বলেই তিনি ভুল করে বসলেন। লেগ সাইডের বলে আম্পায়ার ওয়াইড বল দেননি, কারণ অশ্বিনেরই একটু ভুল ছিল, তিনি ভুল লাইনে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু অশ্বিন কাল বিলম্ব না করে রিভিউ নিয়ে নেন, পরে থার্ড আম্পায়ার ওয়াইড দেননি। ফলে অযথা রিভিউ নষ্ট হয়।
হর্ষিতের বোলিংয়ে দুরন্ত ক্যাচ বরুণের
এরপর হর্ষিত রানার ওভারে উর্ভিল প্যাটেল তাঁকে ছয় মারেন। কিন্তু ওভারের শেষ বলে আউট হয়ে যান তিনি। ১টি চার এবং চারটি ছয় মারার পর উর্ভিল শর্ট থার্ড ম্য়ানে দাঁডিয়ে থাকা বরুণ চক্রবর্তীর হাতে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন। এমন গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে হর্ষিত রানা বাড়তি উচ্ছাসও দেখান। এরপর পঞ্চম ওভারে হর্ষিত রানা বল করতে এসে ফেরান রবিচন্দ্রন অশ্বিনকে। এরই মধ্যে জাদেজাও মারমুখী হয়ে উঠছিলেন, কিন্তু পাওয়ারপ্লে শেষের আগেই তাঁকে ১০ বলে ১৯ রান করার পর সাজঘরে ফেরান বরুণ চক্রবর্তী।