ওয়ার্নারের স্লেজিংয়ে ভয় পাননি! উল্টে দ্বিগুন স্লেজিং করেন পূজারা! ফাঁস করলেন রহস্য...
Updated: 15 Dec 2024, 04:03 PM ISTডেভিড ওয়ার্নার বরাবরই স্পিন বোলিংটা ভালো খেলেননা। আর বিশেষ করে রবিচন্দ্রন অশ্বিনের বলে তো তিনি বারবারই আউট হতে। তবে একটা সময় স্লেজিংয়ে তিনি ছিলেন ১ নম্বর। পূজারাকে এক ম্যাচে অস্ট্রেলিয়ায় বাজেভাবে স্লেজিং করেছিলেন ওয়ার্নার। তারপর থেকে অশ্বিনের নাম নিয়েই পাল্টা ওয়ার্নারকে স্লেজিং করতেন পূজারা।
পরবর্তী ফটো গ্যালারি