সিরিজের মাঝেই রোহিত শর্মার প্রত্যাবর্তন যেন গোটা বিষয়টাই ঘেঁটে দিয়েছে ভারতীয় ক্রিকেট দলের। পার্থ টেস্টে জেতার পর রোহিতের প্রত্যাবর্তনে শুধু অধিনায়ক বদল হচ্ছে তাই নয়, সেট হয়ে যাওয়া ওপেনিং পার্টনারশিপও তাঁদের বদলাতে হচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে সচরাচর সেট জুটি বদলাতে দেখা যায়না কোনও দলকে। কিন্তু রেগুলার ওপেনার ফিরতেই লোকেশ রাহুলকে পিছনের দিকে পাঠানো হচ্ছে।
আরও পড়ুন-তিনটি আলাদা নেটে বিশেষ অনুশীলন! অ্যাডিলেডে রানে ফিরতে মরিয়া ল্যাবুশেন…
ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার যিনি অস্ট্রেলিয়ার মাঠে যথেষ্ট সফল, সেই চেতেশ্বর পূজারা মনে করছেন ভারতীয় দলের ওপেনিং লাইন আপে বদল আনা উচিত নয়। সেক্ষেত্রে রোহিতকে তিনে এনে,শুভমন গিলকে পাঁচে আনা উচিত। একান্ত যদি রোহিত ওপেনিং করতে চান, তাহলে তিন নম্বরে কেএল রাহুলকে নামানো উচিত বলেই মত পূজারার। এরপর পরে রাহুলকে পাঠালে ওর খেলা নষ্ট হবে বলেই মনে করছেন তিনি। সেক্ষেত্রে দল থেকে বাদ পড়তে চলেছে দেবদূত পাডিক্কাল, যিনি গত টেস্টে তেমন দাগ কাটতে পারেননি।
পূজারার পছন্দ অনুযায়ী এবং ভারতীয় দলের সেট ব্যাটিং লাইন আপ অনুযায়ী গিল যদি বিরাট কোহলির পরে আসে, সেক্ষেত্রে তারপরে ঋষঙ পন্ত আসবেন। এরপর হয়ত ধ্রুব জুরেলকে আর খেলানো যাবে না। কারণ ওয়াসিংটন সুন্দর ছাড়াও নীতীশ রেড্ডিকে খেলানো হচ্ছে। আর বাকি তিন পেসারকে সরাসরি রাখা হয়েছে দলে। বোলিংয়ে কোনও পরিবর্তনই চান না পূজারা। তাঁর মতে, যেভাবে জসপ্রীত বুমরাহ বোলিংকে নেতৃত্ব দিয়েছেন, সিরাজ এবং হর্ষিত রানা তাঁকে সাপোর্ট দিয়েছে, তাতে দলের বোলিং অ্যাটাকে তেমন পরিবর্তন করা উচিত নয়।
আরও পড়ুন-ভারত প্রথম টেস্টে জিতবে! জানতেন মহারাজ! লিড নিতেই করেছিলেন মাইকেল ভনকে টেক্সটও…
ওয়াসিংটন সুন্দর, নীতীশ রেড্ডি ব্যাটিং করতে পারেন। সেই কারণেই তাঁদের সুযোগ দেওয়া হয়েছে। সিঙ্গল স্পিনারে গিয়ে অশ্বিন-জাদেজাকে খেলায়নি ভারত। এক্ষেত্রে ওয়াসিংটন সুন্দরের খেলার প্রশংসাই করছেন পূজারা। উইকেটে অতিরিক্ত বাউন্স থাকা সত্ত্বেও সঠিক জায়গাতেই বোলিং করেছেন সুন্দর, মনে করছেন পূাজারা।
পূজারা মনে করছেন, বোলিং স্কিলের থেকেও ব্যাটিংয়ের জন্যই ওয়াসিংটন সুন্দরকে বেশি দলে রাখা হয়েছে। বর্ষিয়ান দুই ক্রিকেটার জাদেজা এবং অশ্বিনকে বাইরে বসিয়েও। পূজারার মতে, ‘ ও যখন বোলিং শুরু করেছিল ওর বোলিং তেমন নজর কাড়েনি, কিন্তু এরপর ও উইকেট নিয়েছে। ওকেই স্পিনার হিসেবে রাখা উচিত, কারণ ও ব্যাটিংটা ভালোো করে। এই কারণেই ওকে দলে রাখা হয়েছিল। যদি দ্বিতীয় টেস্টে চটজলদি ভারতের উইকেট পড়ে যায়, সেক্ষেত্রে ও কেমন খেলে সেটাই দেখার। কারণ ভারতের লোয়ার অর্ডারকেও সাপোর্ট দিতে হবে’।