মহিলাদের হকি জুনিয়র এশিয়া কাপে লজ্জাজনকভাবে হারতে হল বাংলাদেশ দলকে। তাঁরা প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী চীনের। এবার চীনের মতো দলের বিরুদ্ধে খেলতে গেলে যে শক্তি লাগে, সেটা যে বাংলাদেশের নেই তা বলাই বাহুল্য। মাস্কটে এবারে বসেছে মহিলাদের জুনিয়র এশিয়া কাপের মঞ্চ, সেখানেই পর্যুদস্ত হতে হল বাংলাদেশের মহিলা জুনিয়র হকি দলকে।
আরও পড়ুন-BPL-এ খেলতে এসে টাকা মেরে দিয়েছে রংপুর রাইডার্স! ভরা মাঠে অভিযোগ ইমরান তাহিরের…
অনূর্ধ্ব ২১ মহিলাদের নিয়ে এই প্রতিযোগিতায় চীন বরাবরই শক্তিশালী দল হিসেবে পরিচিত। এছাড়াও বাংলাদেশের সঙ্গে এক গ্রুপে রয়েছে ভারতীয় মহিলা ব্রিগেডও। ফলে তাঁদের পক্ষে কাজটা কঠিনই ছিল পরের রাউন্ডে যাওয়ার, কিন্তু তাঁরা যে এত বড় ব্যবধানে চীনের বিরুদ্ধে হেরে বসবেন, সেটা হয়ত আশা করা যায়নি আগে থেকে।
আরও পড়ুন-Video -উল্টো হাতে স্কট বোল্যান্ডকে ছয়! নীতীশের রিভার্সে সুইপে তাক লাগল অ্যাডিলেডে…
মহিলাদের অনূর্ধ্ব ২১ এশিয়ান প্রতিযোগিতায় শনিবারই ছিল প্রথম দিন। আর প্রথম দিনেই বাংলাদেশের মহিলারা চীনের কাছে হারল বিশাল ১৯-০ ব্যবধানে। চীনের আক্রমণের চাপে তাঁরা একটা গোলও করে খাতা খুলতে পারেলন না, যা বেশ লজ্জাজনক বিষয়। এই প্রতিযোগিতার দশ দলের মধ্যে প্রথম পাঁচটি দল বয়সভিত্তিক হকি বিশ্বকাপের সুযোগ পাবে। তবে প্রথম পাঁচে অবশ্য থাকা কঠিন হয়ে গেল বাংলাদেশের।
থাইল্যান্ড এবং মালেশিয়ার সঙ্গে বাকি ম্যাচ থাকলেও, তার আগে রবিবার গ্রুপের আরও এক ম্যাচ রয়েছে বাংলাদেশের সঙ্গে ভারতের। সেই ম্যাচ বেজায় কঠিন হতে চলেছে জাহিদ হোসেনের দলের কাছে। চীনের বিরুদ্ধে হারের পরই তিনি স্বীকার করে নিয়েছেন, প্রতিপক্ষ দল অনেক শক্তিশালী ছিল। সঙ্গে তাঁর যুক্তি চীনের মেয়েদের গড় বয়স অনেক বেশি। তুলনায় বাংলাদেশের মহিলা অনূর্ধ্ব ২১ হকি দলের খেলোয়াড়দের গড় বয়স অনেক কম। ১৮-১৯ বছরের মেয়েদের সংখ্যাই বেশি, আরও কম বয়সের খেলোয়াড়রাও রয়েছে। তাই অভিজ্ঞতার অভাবেই হারতে হয়েছে তাঁদের বলে দাবি করেছেন জাহিদ।
আরও পড়ুন-অ্যাডিলেডে রেকর্ড! ভারতের অসি যুদ্ধ দেখতে মাঠে হাজির ৫০ হাজারের বেশি সমর্থক...
এই প্রথমবার পুরুষদের হকিতে অনূর্ধ্ব ২১ বিশ্বকাপের টিকিট হাতে পেয়েছে বাংলাদেশ দল। তাঁরা ১০ দলের প্রতিযোগিতায় প্রথম পাঁচে শেষ করে এই যুব বিশ্বকাপের টিকিট পেয়েছিল। মহিলারা অবশ্য সেই সাফল্য আদায় করতে ব্যর্থ হলেন। বরং প্রথম ম্যাচেই তাঁরা যে পারফরমেন্স দেখালেন, তাতে পরের ম্যাচগুলোর আগে চিন্তা বাড়ল টিম ম্যানেজমেন্টের।