কর্নেল সিকে নাইডু ট্রফিতে মুম্বইয়ের বিরুদ্ধে একটি দুর্দান্ত ৪২৮ রানের ইনিংস খেললেন হরিয়ানার ওপেনার যশবর্ধন দালাল। এর ফলে তিনি অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে গড়লেন নতুন ইতিহাস। এই টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৫ বয়সের গ্রুপে দুই মরশুমে খেলা হলেও চলতি বছরে টুর্নামেন্টটি অনূর্ধ্ব-২৩ বয়সে অনুষ্ঠিত হচ্ছে। এটি হরিয়ানার তৃতীয় ম্যাচ। মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচ ড্র করার পর দ্বিতীয় ম্যাচে ঝাড়খণ্ডের কাছে ৯ উইকেটে হারের মুখে পড়তে হয়েছিল হরিয়ানাকে। তবে তৃতীয় ম্যাচে দল যশবর্ধন দালালকে ইনিংস ওপেন করার সুযোগ দেয় এবং এই তরুণ ব্যাটসম্যান এই সুযোগটি দুই হাতে কাজে লাগিয়েছেন।
যশবর্ধন দালাল মুম্বইয়ের বিরুদ্ধে ৪৬৫ বলে ৪২৮ রানের অপরাজিত ইনিংস খেলেন। দ্বিতীয় দিনের খেলা শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন। হরিয়ানার স্কোর ৮ উইকেট হারিয়ে ৭৩২ এবং দল তখনও তাদের ইনিংসের ঘোষণা করেনি। আর্শ রাঙ্গার সঙ্গে ইনিংস শুরু করেন যশবর্ধন দালাল। প্রথম উইকেটে ৪১০ রানের দুর্দান্ত জুটি গড়েন তারা। রাঙ্গা শেষ পর্যন্ত ১৫১ রান করার পর ৯৮তম ওভারের শেষ বলে অথর্ব ভোঁসলের হাতে ক্যাচ আউট হন। ততক্ষণে দালাল ২৪৩ রানে পৌঁছে গিয়েছেন। উইকেট ক্রমাগত পতন শুরু হলেও, দালাল দৃঢ়ভাবে উইকেটে টিকে থাকেন এবং পার্থ নাগিল (২৫) এবং অধিনায়ক সর্বেশ রোহিলার (৪৮) সঙ্গে গুরুত্বপূর্ণ অর্ধশতক জুটি গড়েন।
দেখুন যশবর্ধন দালালের ইনিংসের কিছু ঝলক-
এই সময়ের মধ্যে, দালাল সহজেই ২৫০ এবং ৩০০ রানের মাইলফলক অতিক্রম করে। কিন্তু ইনিংসের ৩১৩ তম রান তার ব্যাট থেকে নামা মাত্রই ইতিহাস সৃষ্টি করলেন এই তরুণ ব্যাটসম্যান। এর ফলে টুর্নামেন্টে এক ইনিংসে সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান হয়ে যান যশবর্ধন দালাল।
তার আগে এই রেকর্ডটি ছিল উত্তরপ্রদেশের সমীর রাজভির নামে। যিনি গত মরশুমে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন। দিনের খেলা শেষে ৪৬৫ বলে ৪২৮ রানে অপরাজিত হয়ে ক্রিজে উপস্থিত রয়েছেন যশবর্ধন দালাল। এই ম্যারাথন ইনিংসে তিনি এখন পর্যন্ত ৪৬টি চার ও ১২টি ছক্কা মেরেছেন। ম্যাচের তৃতীয় দিনে ৭৪২/৮ রানে ইনিংসের ঘোষণা করে হরিয়ানা। এর জবাবে মুম্বই প্রথম ইনিংসে ১৬২ রানে অলআউট হয়ে যায় এবং তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৩৮/৩ রান করেছে। এই মুহূর্তে মুম্বই এখও ৫৪২ রানে পিছিয়ে রয়েছে। সোমবার ম্যাচের শেষ দিন।