১৪৭ বছরের টেস্ট ইতিহাসে যা কখনও ঘটেনি, নিজের অভিষেক টেস্ট ম্যাচে তেমনই এক নজির গড়লেন ক্লাইভ মাদান্দে। জিম্বাবোয়ের উইকেটকিপার এক্ষেত্রে লেস অ্যামেসের ৯০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙেও খুশি হতে পারছেন না নিশ্চিত। কেননা এমন নজির খুশি করার থেকে হতাশ করে বেশি।
বেলফাস্টে আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজের একমাত্র টেস্টে মাঠে নেমেছে জিম্বাবোয়ে। এই ম্যাচেই জিম্বাবোয়ের হয়ে টেস্ট অভিষেক হয় ব্রায়ান বেনেট, জয়লর্ড গাম্বি ও ক্লাইভ মাদান্দের। টেস্টে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবোয়ে। তারা প্রথম ইনিংসে ৭১.৩ ওভার ব্যাট করে ২১০ রানে অল-আউট হয়ে যায়।
জয়লর্ড ৪৯, প্রিন্স ৭৪, শন উইলিয়ামস ৩৫ ও ডিয়ন মায়ের্স ১০ রান করেন। একসময় ৪ উইকেটে ১৯৩ রান তুলে ফেলা জিম্বাবোয়ে শেষ ৬ উইকেট হারায় মাত্র ১৭ রানের মধ্যে। অভিষেককারী মাদান্দে ১ বলেই আউট হয়ে বসেন।
একে তো অভিষেক টেস্ট ইনিংসে শূন্য রানে আউট হন মাদান্দে। তার উপর আয়ারল্যান্ড পালটা ব্যাট করতে নামলে উইকেটকিপার মাদান্দে ৪২ রান উপহার দেন বাই হিসেবে। যদিও সবটা তাঁর একার ভুলে ছিল না। বোলাররা লেগ সাইডে বল ফেলেন বিস্তর। কিছু বল লেট সুইংয়ে কিপারের থেকে দূরে সরে যায়।
টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এই প্রথম
উল্লেখযোগ্য বিষয় হল, টেস্টের ১৪৭ বছরের ইতিহাসে এর আগে আর কোনও উইকেটকিপার এক ইনিংসে ৪০ বা তারও বেশি রান বাই হিসেবে উপহার দেননি প্রতিপক্ষ দলকে। সেদিক থেকে হতাশাজনক এক বিশ্বরেকর্ড গড়ে ফেলেন ক্লাইভ মাদান্দে।
৯০ বছরের পুরো বিশ্বরেকর্ড ভাঙলেন মাদান্দে
এর আগে টেস্টের এক ইনিংসে সব থেকে বেশি বাই রান ছাড়ার রেকর্ড ছিল ইংল্যান্ডের লেস অ্যামেসের নামে। তিনি ১৯৩৪ সালে ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ইনিংসে ৩৭ রান বাই হিসেবে উপহার দেন অজিদের। যদিও অত্যন্ত উচ্চমানের উইকেটকিপার-ব্যাটার হিসেবে বিবেচিত হন অ্যামেস। সুতরাং, ৯০ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে ব্রিটিশ তারকাকে লজ্জা থেকে মুক্তি দেন মাদান্দে।
আরও পড়ুন:- India At Paris Olympics Day 1 Live: বৃষ্টিতে পিছল বোপান্নাদের ডাবলসের লড়াই
৫৯ রান অতিরিক্ত পায় আয়ারল্যান্ড
আয়ারল্যান্ড একসময় ২০৩ রানে ৯ উইকেট হারানো সত্ত্বেও প্রথম ইনিংসে ২৫০ রান তুলে ফেলে। সুতরাং, প্রথম ইনিংসের নিরিখে ৪০ রানের লিড নিয়ে নেয় আইরিশরা। পিটার মুর ৭৩, অ্যান্ডি বলবির্নি ১৯, পল স্টার্লিং ২২, অ্যান্ডি ম্যাকব্রায়ান ২৮ ও ১১ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাথিউ ২৭ রান করেন। প্রথম ইনিংসে বাই, লেগ বাই, নো ও ওয়াইড বল মিলিয়ে মোট ৫৯ রান অতিরিক্ত পায় আয়ারল্যান্ড।