England Lions' tour of Australia: ২০২৫ সালের জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া সফরে যেতে হবে ইংল্যান্ড লায়ন্স দলকে। এই সফর নতুন বছরের ১৪ জানুয়ারি থেকে শুরু হবে। এই সফরের জন্য ইংল্যান্ড লায়ন্স দল ১৬ জন খেলোয়াড়কে বেছে নিয়েছে এবং সেই দল ঘোষণা করা হয়েছে।
এই সফরে, ইংল্যান্ড লায়ন্স দল ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়া ১১-এর বিরুদ্ধে দুটি চার দিনের ম্যাচ এবং তারপর সিডনিতে অস্ট্রেলিয়া এ-এর বিরুদ্ধে একটি প্রথম শ্রেণির টেস্ট ম্যাচ খেলবে। এই সফরের জন্য ৩ জানুয়ারি অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে ইংল্যান্ড লায়ন্স দল। জানিয়ে রাখা যাক এই দলের কোচিং দায়িত্ব দেওয়া হয়েছে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফকে।
আরও পড়ুন…. দলে চোট পাওয়া কেশব মহারাজ! পাকিস্তানের বিরুদ্ধে ১৬ জনের টেস্ট দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকা
নিজের ছেলেকে দলে জায়গা দিয়েছেন বাবা
এই সফরে ইংল্যান্ড লায়ন্স দলে রকি ফ্লিনটফকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। রকি ফ্লিনটফ হলেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে। আগেই বলেছি যে, ইংল্যান্ড লায়ন্স দলের প্রধান কোচ হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৬ বছর বয়সি রকি ফ্লিনটফও এই মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ইংল্যান্ড লায়ন্স দলে অন্তর্ভুক্ত হয়েছিলেন। যদিও বিশেষ কিছু করতে পারেননি তিনি। এবার অস্ট্রেলিয়া সফরের জন্য একেবারে শেষ মুহূর্তে ইংল্যান্ড লায়ন্স দলে জায়গা পেয়েছেন রকি ফ্লিনটফ।
আরও পড়ুন…. আমাদের ড্রেসিংরুম ওকে অত্যন্ত সম্মান করে- অশ্বিনের অবসরে অবাক অজি ক্যাপ্টেন কামিন্স
উঠছে অনেক প্রশ্ন-
আদৌ কি এই দলের জন্য রকি ফ্লিনটফ যোগ্য? ইংল্যান্ড ক্রিকেটে এই প্রশ্নটাই ঘুরে বেরাচ্ছে। আসলে প্রথম শ্রেণির ক্রিকেটে মাত্র ১২ গড়ে রান করেছেন রকি। তারপরেও কী করে দলে সুযোগ পেলেন? উঠছে একাধিক প্রশ্ন? অনেকেই বলছেন বাবা অ্যান্ড্রু ফ্লিনটফের জন্যই দলে জায়গা পেয়েছেন রকি। যাই হোক এবার বাবা ছেলের এই জুটি অস্ট্রেলিয়ার মাটিতে কী করে সেটাই দেখার।
ইংল্যান্ড লায়ন্স দলে আর কারা কারা রয়েছেন-
ইংল্যান্ড লায়ন্স দলে শোয়েব বশির, প্যাট ব্রাউন, টম হার্টলি, জোশ টঙ্গু এবং জন টার্নারের মতো ক্রিকেটাররা জায়গা পেয়েছেন। এই তারকা ক্রিকেটাররা সিনিয়র দলেরও অংশ। ইংল্যান্ডের পারফরম্যান্স ডিরেক্টর এড বার্নি বলেছেন, ‘আমরা এমন খেলোয়াড় নির্বাচন করেছি যারা এই স্তরে নিজেদের প্রমাণ করেছে এবং যাদের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। অস্ট্রেলিয়ার ম্যাচ এবং সফর সবসময় গুরুত্বপূর্ণ এবং আমরা মানসম্পন্ন প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের পরীক্ষা করার সুযোগ উপভোগ করি।’
আরও পড়ুন…. মহম্মদ শামির চোটের কী খবর? অস্ট্রেলিয়াতে কি যাবেন? NCA-র কোর্টে বল ঠেললেন রোহিত শর্মা
অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড লায়ন্স দল
সনি বেকার, শোয়েব বশির, প্যাট ব্রাউন, জেমস কোলস, স্যাম কুক, অ্যালেক্স ডেভিস, রকি ফ্লিনটফ, টম হার্টলি, টম ল, ফ্রেডি ম্যাকক্যান, বেন ম্যাককিনি, জেমস রেভ, হামজা শেখ, মিচ স্ট্যানলি, জশ টং, জন টার্নার।