আট বছর পরে ফের ভারতীয় ফুটবলের সেরা হয়েছে বাংলা। সঞ্জয় সেনের হাত ধরে এই সাফল্য পেয়েছে বাংলা। সন্তোষ ট্রফির ফাইনালে কেরলকে ১-০ গোলে হারিয়ে ফুটবলে ফের ভারতসেরা হয়েছে বাংলা। আট বছর ধরে বঙ্গ ফুটবলে যে খরা চলছিল সেই ছবিটা বদলে দিলেন সঞ্জয় সেন।
সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরে বাংলা দলের কোচ সঞ্জয় সেন বলেন, ‘আমাদের এই অপরাজিত থাকাটা মূল্যহীন হয়ে যেত, যদি আমরা ফাইনাল না জিততাম। বাংলায় ট্রফি না জিতলে যে কোনও দাম নেই।’
আরও পড়ুন… BBL-এ ব্যাটারকে মানকাডিং-এর চুপকি দেখালেন বোলার! কী প্রতিক্রিয়া জানালেন অশ্বিন
২০১৪-১৫ সালে তাঁর কোচিংয়ে আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। সেই সময়ে লিগের সেরা কোচের সম্মানও পেয়েছিলেন সঞ্জয় সেন। এছাড়াও ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড জিতেছেন কোচ সঞ্জয় সেন। অথচ বাংলার দায়িত্ব এত বছর পরে পেলেন। এই প্রসঙ্গ উঠতেই সঞ্জয় সেন সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানান, ‘২৭ বছর পর আইএফএ-র মনে পড়েছে সঞ্জয় সেন বাংলার কোচ হতে পারে।’
আরও পড়ুন… সিডনি টেস্টে কি খেলবেন রোহিত? নতুন বছরে গম্ভীরের ভবিষ্যত কী?
এৎ আগে আইএসএল-এ কোচিং করাতে দেখা গিয়েছে তাঁকে। তবে ভারতীয় কোচকে সহকারী হিসাবেই কাজ করতে দেখা গিয়েছিল। তবে বর্তমানে সহকারী হিসাবে কাজ করাতে প্রবল আপত্তি রয়েছে সঞ্জয় সেনের। তিনি পরিষ্কার জানিয়েছেন আইএসএলে কোনও বিদেশি কোচের সহকারী হয়ে পুতুল হয়ে থাকবেন না। এরপরে সঞ্জয় সেন জানান, ‘অস্কার ব্রুজো আর আমার এক সঙ্গে প্রো লাইসেন্স করার কথা ছিল। ও স্পোর্টিংয়ে ছিল, আমি মোহনবাগান। ও স্পেনে জন্মে বড় কোচ হয়ে গেল। আমি চাকরি ছাড়া রইলাম।’
আরও পড়ুন… ২৮ বলে অপরাজিত ৭৩ রান, ৬৪ বলে ১১২ রান! Vijay Hazare Trophy 2024-তে ঝড় তুললেন শার্দুল-আব্দুল
চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলা অধিনায়ক চাকু মান্ডির গলায় আবেগ ধরা পড়ল। বাংলা অধিনায়কের মুখে রবির প্রশংসা শোনা গেল। তিনি বলছিলেন, ‘বড় ভালো খেলেছে রবি। গত ম্যাচেও গোল করেছিল। এই ম্যাচেও গোল করল।’ সঙ্গে আরও যোগ করেন, ‘সকলেই সাপোর্ট করেছে বলেই এই জয় এসেছে।’
বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রীড়ামন্ত্রীও বাংলা দলকে শুভেচ্ছা জানিয়েছিলেন। মোহনবাগানের তরফ থেকেও শুভেচ্ছা জানান হয়েছিল। টুটু বোস লিখেছিলেন, ‘এই জয় বাংলা ফুটবলকে আরও অনেক এগিয়ে নিয়ে যাবে। দুর্ধর্ষ জয়ের জন্য বাংলা টিম আর কোচ সঞ্জয় সেনকে অনেক শুভেচ্ছা। কোচ হিসাবে সঞ্জয় সেন কতটা ভালো সেটা আবার প্রমাণ হয়ে গেল। দুর্দান্ত খেলেছে পুরো টুর্নামেন্ট জুড়ে। গত সাত বছর পর চ্যাম্পিয়ন হয়ে বাংলা আবার ভারত সেরা। অভিনন্দন আইএফএ সচিব অনির্বাণ দত্তকেও। টিম এফোর্টের জয়। জেলার ফুটবলারদের আরও উদ্বুব্ধ করবে।’
আরও পড়ুন… ঋষভ পন্তের বিরুদ্ধে ট্র্যাভিস হেডকে আনার পিছনে আসল মাথা কার? কী বললেন প্যাট কামিন্স?
ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছিলেন, ‘ইস্টবেঙ্গলের মতো বাংলাও আমাদের হৃদয়ে। বাংলার এই জয় ইস্টবেঙ্গলেরও জয়। পরিকল্পনামাফিক খেলে বাংলা এই জয় তুলে এনেছে। বাংলার এই জয়ের জন্য টিম এবং আইএফএ-র সকলকে শুভেচ্ছা।’