ক্রিকেট মাঠে ওভার থ্রোয়ের ঘটনা একটি সাধারণ বিষয়। কখনও কখনও উত্তেজনার বসে হয়েই থাকে এরকম কিছু। পেশাদার ক্রিকেটে অনেক সময় দুই খেলোয়াড়ের মধ্যে বোঝাপড়ার অভাব থাকায় এরকমটা হয়। কিন্তু এমন ওভার থ্রো আগে দেখেছেন কিনা সন্দেহ আছে, যেখানে একই বলে একবার দু’বার নয়, তিনবার ওভার থ্রো করছে কোনও দল। যার কারণে ম্যাচ হারতে হয়েছে সেই টিমকে। না এটা কোনও অবাস্তব ঘটনা নয়। এরকমই এক হাস্যকর ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট বিশ্ব। ইউরোপিয়ান ক্রিকেট নামক এক এক্স হ্যান্ডেল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। যা দেখে রীতিমতো হাসির রব উঠেছে নেট দুনিয়ায়। অনেকেই তা দেখে ভাবছেন ক্রিকেট মাঠে এরকম ঘটনাও হতে পারে! তবে বিষয়টি বেশ মজাদার।
এমন ওভার থ্রো, যা দেখে হাসি ছুটল নেট দুনিয়ার:
ভিডিয়োতে দেখা যাচ্ছে দুটি দলের একটি ক্রিকেট ম্যাচ চলছে। যেখানে ব্যাটিং দলের জয়ের জন্য প্রয়োজন ২ বলে ৩ রান। এরকম সময় বিপক্ষ দলের খেলোয়াড় অফ স্টাম্পের অনেক বাইরে বল করেন। যা একেবারে ওয়াইড লাইনের কাছাকাছি ছিল। ব্যাটসম্যান সেটিকে মারতে যান, কিন্তু মিস করেন। উইকেটকিপার ঠিক মতো বলটিকে ধরতে ব্যর্থ হন। হাত থেকে পড়ে যায় তাঁর। ব্যাটসম্যান তা দেখে রান নেওয়ার জন্য দৌড় লাগান। উইকেটকিপার তখন বলটিকে পা দিয়ে উইকেট লক্ষ্য করে কিক করেন, কিন্তু তা মিস হয়। বিপক্ষ দলের খেলোয়াড়রা ১ রান পূর্ণ করেন।
দ্বিতীয় রানের জন্য দৌড়ান তাঁরা। সেই সময় লেগ সাইড থেকে ফিল্ডার বলটিকে নন স্ট্রাইকার এন্ডের দিকে ছুঁড়ে দেন। কিন্তু স্টাম্পের ওপরে দাঁড়িয়ে থাকা ফিল্ডার সেটিকে ধরতে ব্যর্থ হন। এবারও ওভার থ্রো হওয়ায় তৃতীয় রানের জন্য দৌড়ান ব্যাটসম্যানরা। সেই সময় বল উইকেট কিপারকে লক্ষ্য করে ছোড়া হলে তা বাউন্স খেয়ে কিপারের মাথার উপর দিয়ে বেরিয়ে যায় এবং সোজা চলে যায় ফাইন লেগ বাউন্ডারির দিকে। চার রানের সিগন্যাল দেন আম্পায়ার। নাটকীয় ভাবে ম্যাচ ১ বল বাকি থাকতেই জিতে নেয় ব্যাটিং টিম। ঘটনাটি দেখে বেশ মজা পান মাঠে উপস্থিত সকলে। ভিডিয়োটি নেট দুনিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায় মুহূর্তে।