এক ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির গড়লেন বিহারের সুমন কুমার। কোচবিহার ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে প্রথম ইনিংসে সেই নজির গড়েন বিহারের বোলার। ৩৩.৫ ওভার বল করেন। মেডেন করেন ২০টি। ৫৩ রান খরচ করেন। নেন ১০টি উইকেট। আর তাঁর সেই পারফরম্যান্সের কারণেই প্রবেশ চাপে পড়ে গিয়েছে রাজস্থান। বিহারের ৪৬৭ রানের জবাবে প্রথম ইনিংসে ১৮২ রানে অল-আউট হয়ে যান পার্থ যাদব, মানয় কাটারিয়ারা। তারপর রাজস্থানকে ফলো-অন করিয়েছে বিহার। জবাবে তৃতীয় দিনের শেষে রাজস্থানের স্কোর দাঁড়িয়েছে দু'উইকেটে ১৭৩ রান। আপাতত ১১২ রানে পিছিয়ে আছে রাজস্থান।
তবে এই প্রথমবার ভারতীয় ক্রিকেটে কোনও বোলার একই ইনিংসে ১০টি উইকেট নেওয়ার নজির গড়লেন না। প্রথম শ্রেণির ক্রিকেটে সাতজন বোলার সেই নজির গড়েছেন। প্রথম সেই নজির তৈরি করেছেন সুভাষ গুপ্তে। আর সেই তালিকায় সর্বশেষ সংযোজন ছিল অংশুল কম্বোজ। তিনি এবারের রঞ্জি ট্রফিতে একটি ইনিংসে ১০টি উইকেট নিয়েছেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে ১ ইনিংসে ভারতীয়দের ১০ উইকেট
১) সুভাষ গুপ্তে: ৭৮ রানে ১০ উইকেট, বম্বে বনাম পাকিস্তান কম্বাইনড সার্ভিসেস এবং ভাওয়ালপুর একাদশ (১৯৫৪/১৯৫৫ সাল)।
২) প্রেমাংশু চট্টোপাধ্যায়: ২০ রানে ১০ উইকেট, বাংলা বনাম অসম (১৯৫৫/১৯৫৬ সাল)।
৩) প্রদীপ সুন্দরম: ৭৮ রানে ১০ উইকেট, রাজস্থান বনাম বিদর্ভ, (১৯৮৫/১৯৮৬ সাল)।
৪) অনিল কুম্বলে: ৭৪ রানে ১০ উইকেট, ভারত বনাম পাকিস্তান, ১৯৯৯ সাল।
৫) দেবাশিস মোহান্তি: ৪৬ রানে ১০ উইকেট, ইস্ট জোন বনাম সাউথ জোন (২০০০/২০০১ সাল)।
৬) অংশুল কম্বোজ: ৪৯ রানে ১০ উইকেট, হরিয়ানা বনাম কেরল, ২০২৪ সাল।
টেস্টের এক ইনিংসে ১০ উইকেট
১) এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটের এক ইনিংসে তিনজন ১০টি উইকেট নেওয়ার নজির গড়েছেন। প্রথম নজির গড়েছিলেন জিম লেকার। ১৯৫৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫১.২ ওভারে ৫৩ রানে ১০টি উইকেট নিয়েছিলেন।
২) তালিকায় দ্বিতীয় নাম হল অনিল কুম্বলের। ১৯৯৯ সালের ৪ ফেব্রুয়ারিতে পাকিস্তানের বিরুদ্ধে দিল্লিতে সেই নজির গড়েছিলেন। ২৬.৩ ওভারে ৭৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছিলেন। ন'টি মেডেন দিয়েছিলেন। চতুর্থ ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন।
৩) আর তৃতীয় বোলার হিসেবে সেই নজির গড়েছিলেন আজাজ প্যাটেল। ২০২১ সালে ওয়াংখেড়েতে ভারতের বিরুদ্ধে এক ইনিংসে ১০টি উইকেট নিয়েছিলেন। ৪৭.৫ ওভারে ১১৯ রান খরচ করেছিলেন।