একে তো বিশ্বকাপজয়ী অধিনায়ককে ছাড়াই মিনি বিশ্বকাপ খেলতে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তার উপর তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারের তালিকা ক্রমশ দীর্ঘ হয়ে চলেছে। চোটের জন্য অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে পায়নি প্যাট কামিন্স ও জোশ হেজেলউডকে। ব্যক্তিগত কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নাম তুলেছেন মিচেল স্টার্ক। মিচেল মার্শকেও দলে পায়নি অস্ট্রেলিয়া। ওয়ান ডে থেকে অবসর নেওয়ায় চ্যাম্পিয়ন্স ট্রফি খেলছেন না মার্কাস স্টইনিস।
এবার সেই তালিকায় যোগ হল ম্যাথিউ শর্টের নাম। চোটের জন্য অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে ছিকটে গেলেন ম্যাথিউ শর্ট। যদিও তড়িঘড়ি তাঁর পরিবর্ত ক্রিকেটার দলে নেয় অস্ট্রেলিয়া। ভারতের বিরুদ্ধে সেমিফাইনালের আগে স্টিভ স্মিথদের সঙ্গে অস্ট্রেলিয়ার মূল স্কোয়াডে যোগ দেন কুপার কনলি।
উল্লেখ্য, ২১ বছর বয়সী কুপার কনলি অস্ট্রেলিয়ার স্কোয়াডের সঙ্গে পাকিস্তানে ছিলেন। তাঁকে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে রেখেছিল অস্ট্রেলিয়া। তাই মূল স্কোয়াডে যোগ দিতে অস্ট্রেলিয়া থেকে দুবাই উড়ে আসার প্রয়োজন হয়নি কলনির।
তরুণ কনলি মূলত বাঁ-হাতি ব্যাটার। তবে বাঁ-হাতি স্পিন বোলিংও করে থাকেন তিনি। দুবাইয়ে ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে বাড়তি স্পিনারের প্রয়োজন পড়তে পারে বুঝেই কনলিকে তড়িঘড়ি স্কোয়াডে ঢুকিয়ে নেয় অস্ট্রেলিয়া।
কুপার কনলি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ১টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ২টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। যদিও ব্যাটে-বলে বিশেষ কিছু করে দেখাতে পারেননি তিনি। কনলির লিস্ট-এ কেরিয়ারও এমন কিছু চমকপ্রদ নয়। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে তিনি মোটে ৯টি ৫০ ওভারের ম্যাচ খেলেছেন। সংগ্রহ করেছেন সাকুল্যে ১১৭ রান ও ৩টি উইকেট।
ছিটকে যাওয়া ম্যাথিউ শর্ট তুলনায় অভিজ্ঞ ছিলেন। শর্ট অস্ট্রেলিয়ার হয়ে ১৫টি ওয়ান ডে ও ১৪টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেছেন। ওয়ান ডে ক্রিকেটে ২৮০ ও আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ২৯৩ রান করেছেন শর্ট। দুই ফর্ম্যাট মিলিয়ে তিনি মোট ৯টি আন্তর্জাতিক উইকেটও সংগ্রহ করেছেন। শর্ট ৭৫টি লিস্ট-এ ম্যাচে মাঠে নেমে ২০৩৯ রান করার পাশাপাশি নিয়েছেন ২৭টি উইকেট।
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্ট্রেলিয়ার পরিবর্তিত স্কোয়াড
স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), শন অ্যাবট, অ্য়ালেক্স ক্যারি, বেন ডারশিস, ন্যাথন এলিস, জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, ট্র্যাভিস হেড, জোশ ইংলিস, স্পেনসার জনসন, মার্নাস ল্যাবুশান, গ্লেন ম্যাক্সওয়েল, তনভীর সাঙ্ঘা, অ্যাডাম জাম্পা ও কুপার কনলি।