মেজর লিগ ক্রিকেটের প্লে অফ ম্যাচে টেক্সাস সুপার কিংসকে হারিয়ে দিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস দল। এই ম্যাচ অবশ্য তাঁরা হেরেও যেতে পারত, যদি না কোরে অ্যান্ডারসন এক অসাধারণ ক্যাচ নিতেন। ফাইনালে যাওয়ার পথে দুই দলকেই এই ম্যাচে জিততে হত। কারণ প্রথম দল হিসেবে ইতিমধ্যেই ফাইনালে পৌঁছে গেছে ওয়াশিংটন ফ্রিডম। তাঁদের সঙ্গে সোমবার ফাইনাল ম্যাচে কারা খেলবে সেটা নির্ধারণ করতেই শনিবার মাঠে নেমেছিল সান ফ্রান্সিসকো ইউনিকর্নস এবং টেক্সাস সুপার কিংস দল। সেখানেই এক হাতে অনবদ্য ভঙ্গিমায় ক্যাচ নিলেন নিউজিল্যান্ডের এই প্রাক্তন ক্রিকেটার যিনি সদ্য সমাপ্ত টি২০ বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে মাঠে নেমেছিলেন।
আরও পড়ুন-পাল্লাকেলেতে শনিবার প্রথম টি২০! রয়েছে বৃষ্টির ভ্রুকুটি! বাদ পড়তে পারেন স্যামসন
অ্যান্ডারসনের নেওয়া সেই ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। কারণ তাঁর আগে ম্যাচের রাশ পুরোপুুরি ছিল টেক্সাস সুুুুপার কিংসের হাতেই। কিন্তু তাঁর অনবদ্য ক্যাচের সৌজন্য টেক্সাস দলের অধিনায়ক সাজঘরে ফিরতে ম্যাচ আসতে আসতে নাগালের মধ্যে চলে আসে প্যাট কামিনস, ফিন অ্যালেনদের দলের। এরপরই এই ক্যাচ এক্স হ্যান্ডেলে পোস্ট করে মেজর লিগ ক্রিকেট।
আরও পড়ুন-ফিন অ্যালেনের তাণ্ডবে MLC-র ফাইনালে ইউনিকর্নস! ওয়াসিংটনের বিরুদ্ধে বদলার ম্যাচ কামিন্সদের…
ফিন অ্যালেন প্রথমে টেক্সাস বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে দিয়েছিলেন। করেছিলেন অনবদ্য শতরান। সেই সুবাদেই সান ফ্রান্সিসকো ইউনিকর্ন দল নির্ধারিত ২০ ওভারে তুলেছিল ২০০ রান। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই মারকাটারি ইনিংস খেলতে থাকেন দঃ আফ্রিকার তারকা ক্রিকেটার ফ্যাফ ডু প্লেসিস। পরিস্থিতি বুঝে ইনিংস খেলছিলেন, অপর এন্ডে ডেভন কনওয়ে কিছুটা ধীরে খেলছিলেন। কিন্তু কোরে অ্যান্ডারসনের নেওয়া অবিশ্বাস্য ক্যাচই ফ্যাফ ডু প্লেসিসকে সাজঘরে ফেরায়, সেই সঙ্গে টেক্সাসের হারের সম্ভাবনাও বাড়িয়ে দেয়।
আরও পড়ুন-অধিনায়ক বানানোর পরেও সূর্যকে নিয়ে আক্ষেপ কাটছে না গৌতির! পাল্টা কোচকে পরামর্শ সূর্যর
টেক্সাস সুপার কিংসের ইনিংসের সময় পঞ্চম ওভারে বোলিং করতে আসেন দঃ আফ্রিকার পেসার কার্মি লে রুক্স। তাঁর ওভারের দ্বিতীয় বলে মিড অফের ওপর থেকে শট খেলতে যান দুরন্ত ফর্মে থাকা ফ্যাফ ডুপ্লেসি। ততক্ষণে মাত্র ২১ বলে খেলে ৪৫ রান করে ফেলেছিলেন দঃ আফ্রিকার ব্যাটার। কিন্তু সেই শট ঠিকভাবে কানেক্ট হয়নি। বেশ খানিকটা পিছনের দিকে দৌড়ে গিয়ে শরীর ছুঁড়ে দিয়ে বাঁহাতে অনবদ্য ক্যাচ ধরেন কোরে অ্যান্ডারসন, আর সেই ক্যাচই শেষ পর্যন্ত ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। কারণ ডেভন কনওয়ে ৬২ রান বা জোসুয়া ট্রোম্প ৫৬ রান করলেও কেউ ফ্যাফের মতো দ্রুত গতিতে রান তোলেননি, শেষ পর্যন্ত ১০ রানে ম্যাচ হেরে যায় টেক্সাস। ফাইনালের টিকিট হাতে পায় প্যাট কামিন্স, কোরে অ্যান্ডারসনদের স্যান ফ্রান্সিস্কো ইনিকর্নস।