শুভব্রত মুখার্জি:- মরশুমের শুরুতেই সারে কাউন্টি ক্লাবের হয়ে খেলার বিষয়ে চুক্তিবদ্ধ হয়েছিলেন ভারতের প্রতিভাবান তারকা বাঁহাতি ব্যাটার সাই সুদর্শন। তামিলনাড়ুর এই ব্যাটার শুক্রবার সারের হয়ে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে ম্যাচে ব্যাট করতে নামেন। আর এই ম্যাচেই তিনি তাঁর কাউন্টি কেরিয়ারের প্রথম শতরানটি করে ফেলেছেন। বাঁহাতি এই ব্যাটার তাঁর শতরান সম্পন্ন করেছেন একেবারে নিজের স্টাইলে। স্পিনারকে এগিয়ে এসে স্টেপ আউট করে ছক্কা হাঁকিয়ে তিনি তাঁর শতরান সম্পন্ন করেছেন। তাঁর ইনিংসে ভর করেই প্রথম ইনিংসে বড় রান করতে সমর্থ হয়েছে সারে। প্রথম ইনিংসে সারে ৫২৫ রান করেছে।
আরও পড়ুন… Pickleball: ভারতে আসছেন আন্দ্রে আগাসি, তবে টেনিসের জন্য নয়!
সাই সুদর্শন এদিন ১৭৮ টি বল খেলেছেন। করেছেন ১০৫ রান। হাঁকিয়েছেন ১০টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তামিলনাড়ুর এই ব্যাটার এদিন সারের হয়ে ছয় নম্বরে ব্যাট করতে আসেন। আর এসেই গড়ে ফেলেছেন তাঁর কেরিয়ারে অন্যতম মাইলস্টোন। সাই সুদর্শন ভারতীয় ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম। তিনি আইপিএলেও খেলছেন সাফল্যের সঙ্গে। গুজরাট টাইটানসের হয়ে খেলা এই ব্যাটার দুই মরশুম আগে তাদের হয়ে ফাইনালেও খেলেছেন। এদিন স্বপ্নের ফর্মে ব্যাট করেছেন তিনি। তবে তিনি একা নন সারের হয়ে অধিনায়ক রোরি বার্নসও ভালো ব্যাটিং করেছেন। তিনি করেছেন ১৬১ রান। খেলেছেন ২৬৬ বল। তাঁর ইনিংসে তিনি মেরেছেন ১১ টি চার এবং চারটি ছয়।
আরও পড়ুন… আমি প্রত্যেককে সম্মান করি কিন্তু… জানেন কার বিরুদ্ধে বল করতে ভয় পান জসপ্রীত বুমরাহ
এছাড়াও রায়ান প্যাটেল করেছেন ৭৭ রান। আক্রমণাত্মক ব্যাটার উইল জেকস করেছেন ৫৯ রান। জর্ডন ক্লার্ক করেছেন ৫৩ রান। নটিংহামশায়ারের হয়ে দুরন্ত বোলিং করেছেন ফারহান আহমেদ। ১৪০ রান দিয়ে সাত উইকেট নিয়েছেন তিনি। রোরি বার্নস, উইল জেকস, বেন ফোকস, প্যাটেল, সাই সুদর্শন, টম লোয়েস এবং কনর ম্যাকারকে আউট করেছেন তিনি। সারের হয়ে এইটি দ্বিতীয় চ্যাম্পিয়নশিপ ম্যাচে খেলছেন সুদর্শন। এরপর তিনি ভারতে ফিরে আসবেন। ৫ সেপ্টেম্বর থেকে দলীপ ট্রফিতে খেলবেন তিনি। টিম-সি'র হয়ে খেলবেন তিনি। এই দলকে নেতৃত্ব দেবেন রুতুরাজ গায়কোয়াড়।সারের হয়ে গত মরশুমেও খেলেছেন তিনি। ডিভিশন ওয়ানে এই মুহূর্তে শীর্ষে রয়েছে সারে। এই মরশুমে তারা টানা তৃতীয়বার কাউন্টি চ্যাম্পিয়নশিপ জয়ের লক্ষ্যে নেমেছে।